• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩
ঢামেক
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর পাথালিয়া এলাকার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোহেল আহমেদ সাথিল (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল আহমেদ সাথিল দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি যশোর সদরের ছাতিয়াতলা গ্রামের সাব্বির আহমেদের ছেলে। কদমতলীর পাথালিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন সাথিল।

সাথিলের বাবা সাব্বির বলেন, আমার এক ছেলে এক মেয়ের মধ্যে সাথিল ছিল ছোট। তিনি দনিয়া কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আমার বড় বোন মারা যাওয়ায় আমরা সবাই গ্রামের বাসায় গিয়েছিলাম। তখন সাথিল একাই বাসায় ছিল। পরে আজ সকালে বাসায় এসে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে সাথিল।

তিনি বলেন, আমরা শুনেছি বছর দু-এক আগে সাথিল পরিবারের কাউকে না জানিয়ে তুলী নামে একটি মেয়েকে বিয়ে করেছিল। তার এই বিয়ের বিষয়টি আমরা এবং কন্যা পক্ষ কেউই মেনে নেয়নি। তাই হয়তো এ কারণেই সাথিল এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরটিভি/এফএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেল স্টেশনে আহত যুবকের ভিডিও ভাইরাল, যা জানা গেল
নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার
সখীপুরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ মিলল লেবু বাগানে
রাজধানীর বায়ুদূষণ বাড়ছেই, পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা