• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস থাকবে না শুক্রবার রাতে

আরটিভি নিউজ

  ১২ ডিসেম্বর ২০২৪, ১২:২৫
ছবি: সংগৃহীত

জিটিসিএলের আমিনবাজার সিজিএস-এ মোডিফিকেশন কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ছয় ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীর চর, কেরাণীগঞ্জ (খোলামোড়া হতে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরটিভি/একে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প
গ্যালেনটাইনস ডে: নারীদের বন্ধুত্ব উদযাপনের বিশেষ দিন
সড়ক ঘেঁষে কাঁটাতারের বেড়া, ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন