• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
‘ভুল করলে জিরো টলারেন্স নীতি থেকে বাদ যাবে না পুলিশ সদস্যও’
সিলেটে ছুরিকাঘাতে সবজি বিক্রেতাকে খুন
সিলেটে ছুরিকাঘাতে এক ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. আলী (১৭)। শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সিলেটের ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মো. আলী (১৭) কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের নুর আলীর ছেলে। তিনি নগরীর ছড়ারপাড় এলাকার রাহাত মিয়ার কলোনিতে বসবাস করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মঈন উদ্দিন। তবে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি বলে জানান তিনি। ওসি মঈন উদ্দিন বলেন, আলী একজন ভাসমান সবজি বিক্রেতা। শুক্রবার বিকেলে চালিবন্দর ভৈরব মন্দির-সংলগ্ন এলাকায় কিছু দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মঈন উদ্দিন আরও বলেন, ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে খুনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।
সাঁতার শিখতে এসে শাবিপ্রবিতে পুকুরে ডুবে বহিরাগত শিক্ষার্থীর মৃত্যু
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বাসায় মার্কিন পর্যবেক্ষক দল