• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

‘সরকার সবদিক থেকে বিপদে, দ্রুতই বিদায় হবে’

আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ২০:০৫
মাহমুদুর রহমান মান্না
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার সবদিক থেকে বিপদে আছে এবং তাড়াতাড়ি তাদের বিদায় হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (২৬ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার সমস্ত দিকে আটকে যাচ্ছে। এখন যত তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে ততই ভালো। সরকার তাড়াতাড়ি বিদায় হবে। এই সরকার সবদিক থেকে বিপদে আছে। সংকটের মধ্যে পড়েছে। এখান থেকে তাদের উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যদি তারা পদত্যাগ করে, একটা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচন দেয়। আর যদি তারা না দেয়, জেদাজেদি করে তাহলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষের জীবন যেভাবে দুর্বিষহ হচ্ছে তাহলে আন্দোলন লড়াই ঠেকানো কষ্টকর হবে।’

তিনি বলেন, ‘আমাদের সরকার প্রধান অবিরাম অনর্গলভাবে বলে চলেছেন ‘আমরা তো নির্বাচিত সরকার, আমাদের কী অপরাধ? কেন বদলাতে চাচ্ছে?’ তিনি কী এতই অসহায় মানুষ যে বুঝতে পারছেন না আমরা কেন তাদের পরিবর্তন চাই। এটা না বোঝার কী আছে? তিনি বুঝতে পারেন কোন এক সাদা চামড়ার লোক প্রস্তাব দিয়েছে পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায়? তার নাম কি? তিনি কী কোনো ব্যবসায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব কথা বলেছেন? আর এখন তিনি (প্রধানমন্ত্রী) আমাদের এসব কথা বলছেন।’

তিনি আরও বলেন, ‘কথা স্পষ্ট করে বলতে হবে। যদি এরকম কোনো রাষ্ট্র থাকে, সেটা কোন রাষ্ট্র? তারা কী রাষ্ট্রীয় বা সরকারিভাবে আমাদের সরকারের কাছে প্রস্তাব দিয়েছে? আমরা এর জবাব চাই। কে আপনাকে এটা বলল, কোন সাদা চামড়া? তিনি কী আমেরিকান, কানাডিয়ান, নাকি ইউরোপীয় কোনো দেশ নাকি জাপানিজ? সবগুলোই তো সাদা চামড়া।’

আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, গণমুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে: কাদের
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন ‘গ্যাস বাবু’ 
সিঙ্গাপুর থেকে ফিরেছেন কাদের 
আ.লীগ নেতা মিন্টু ৮ দিনের রিমান্ডে