• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

হাতিয়ায় ২০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ২৩:৩৬
হাতিয়ায় ২০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে 
ছবি : আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাব শুরু হতেই প্রায় ২০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। উপজেলার নিঝুম দ্বীপ, সোনাদিয়া ও সারগাসিয়া সবচেয়ে বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছেন।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, এখানে প্রতিটি আশ্রয়কেন্দ্রে মানুষ এসেছেন। সন্ধ্যার পর মানুষজন আস্তে আস্তে আশ্রকেন্দ্রমুখী হন। সঙ্গে অনেকেই গবাদি পশু নিয়ে আসেন। রাতে সবাইকে খাওয়ানোর জন্য খিচুড়ি রান্না করা হয়।

একই অবস্থা উপজেলার হরনী ইউনিয়নের চরগাসিয়ায়। জোয়ারের পানিতে সরগাসিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই চরের মাঠঘাট ৪ থেকে ৫ ফুট পানির নিচে তলিয়ে যায়।

তোরগাছিয়ার জনতা বাজারে ব্যবসায়ী মাকসুদ জানান, ‘সন্ধ্যার আগেই এই চরের বাসিন্দারা সরকারি আশ্রয়ণ প্রকল্পে এসে আশ্রয় নেন।’

হাতিয়া নির্বাহী কর্মকর্তা শুভাশীস চাকমা বলেন, ‘হাতিয়াতে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন এবং চরাঞ্চলে প্রায় ২০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদেরকে শুকনো খাবার খাওয়ানোর জন্য জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেটকে ‘মানুষ শোষণের হাতিয়ার’ বললেন মঈন খান
হাতিয়ায় জোয়ারের পানিতে নিঝুম দ্বীপসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত
সেন্টমার্টিনে পানি বেড়েছে ৩ থেকে ৪ ফুট, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং
কুয়াকাটার হোটেল-মোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা