• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

এবার কাতারের বিমানে ঝাঁকুনি, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ২৩:৫৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট টার্বুলেন্সে ১০৫ জন যাত্রী হতাহতের ঘটনার পর এবার কাতার এয়ারওয়েজের একটি বিমানে ঝাঁকুনিতে ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৫ মে) দোহা থেকে ডাবলিনগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন দুপুর ১টার কিছু আগে বিমানটি ডাবলিনে অবতরণ করলে বিমানবন্দর পুলিশ এবং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগসহ জরুরি পরিষেবা কাজ করেছে।

ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে সিএনএন জানায়, কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর১০৭ তুরস্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় টার্বুলেন্সের শিকার হয়। এতে ৬ যাত্রী ও ৬ ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দর যাত্রী এবং কর্মীদের সর্বোচ্চ সহায়তা করছে।

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ বিমানের #এসকিউ৩২১ ফ্লাইটে প্রচণ্ড ঝাঁকুনিতে এক যাত্রী নিহত এবং ১০৪ জন যাত্রী আহত হন। বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূনি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই ফ্লাইটে দুই শতাধিক যাত্রী ছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবার বাংলাদেশের নাটকে, যা বললেন কলকাতার অভিনেত্রী  
২০২৪ সালের সেরা আন্তর্জাতিক এয়ারলাইনসের নাম প্রকাশ
বেনজীরের দেশ ছাড়া নিয়ে ধোঁয়াশা
নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুর গেলেন সেনাপ্রধান