• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, পদ ১৪

আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ১১:০৭
চাকরি
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। এই কোম্পানিতে চার ক্যাটাগরির পদে ১০ম থেকে ১৩তম গ্রেডে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

যা যা প্রয়োজন—

১. পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১১ (ইলেকট্রিক্যাল ৬টি ও মেকানিক্যাল ৫টি)
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৫-এর স্কেলে ৩.০ ও ৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: ৪০,০০০ টাকা (গ্রেড-১০)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম: অডিটর
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৫-এর স্কেলে ২.৫ ও ৪-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: ২৮,০০০ টাকা (গ্রেড-১২)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

৩. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৫-এর স্কেলে ২.৫ ও ৪-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: ২৮,০০০ টাকা (গ্রেড-১২)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

৪. পদের নাম: স্টোর অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৫-এর স্কেলে ২.৫ ও ৪-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: ২৬,০০০ টাকা (গ্রেড-১৩)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

বয়সসীমা: ২৮ মে ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি এই ওয়েবসাইটে জানা যাবে।

আবেদনের সময়সীমা: ২৮ মে ২০২৪, রাত ১১টা পর্যন্ত।

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেলস অফিসার পদে নিয়োগ দেবে এসএমসি
এসিআই ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিবেন স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীতে বিদ্যুৎ কোম্পানির কার্যালয়ে আগুন, আহত ২
রূপায়ন গ্রুপে চাকরি, ট্যুর ভাতাসহ থাকছে যেসব সুবিধা