• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

রাজধানীতে বিদ্যুৎ কোম্পানির কার্যালয়ে আগুন, আহত ২

আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ১৭:১৪

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সাব-স্টেশনে আগুন লেগে দুজন আহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) দুপুরে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের সাব-স্টেশনে এ ঘটনা ঘটে।

পরে আহত সহকারী ইলেকট্রিশিয়ান ইসমাইল ও লাইনম্যান আশিককে প্রথমে ক্যান্টনমেন্টে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্যাটেলাইট ফায়ার সার্ভিসের প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিম লিডার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা সোয়া ৩টার দিকে জাহাঙ্গীর গেট সাব-স্টেশনে আরএমইউ (সুইচ বোর্ড) আগুন লাগে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ও বিমানবাহিনীর একটি ইউনিট সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেসকোর সহকারী ইলেকট্রিশিয়ান রতন বলেন, এই সাব-স্টেশনের আরএমইউ বোর্ডের মেরামতের কাজ করছিলাম। এ সময় বিদ্যুৎ লাইন বন্ধ ছিল। পরে কাজ শেষে বিদুৎ সংযোগ দেওয়ার পর শর্ট সার্কিট হয়ে বোর্ডে আগুন ধরে যায়। এতে আমাদের দুই সহকর্মী অগ্নিদগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়