• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
জিম্মি চুক্তিতে যুদ্ধবিরতির ঘোষণা যেকোনো সময়
জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে ৭ দিনের সময় দিয়েছে ইসরায়েল। এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফাহতে হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা। তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।  শনিবার (৪ মে) ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ কার্যকরে রাজি হয়েছেন হামাসের নেতারা। সৌদি আরবের সংবাদমাধ্যম আশফাকও জানিয়েছে, জিম্মি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে দুই পক্ষ এবং হামাস এ ব্যাপারে কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা দেবে। আল-কুদসকে নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা ছাড়াই যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছেন তারা। এই কর্মকর্তা আরও জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধুমাত্র নারী, বৃদ্ধ, শিশু ও অসুস্থদের ছাড়া হবে। তাদের ছাড়ার পরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা তাদের কাছে থেকে যাবে। এই বিষয়টি কাজে লাগিয়ে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে সুবিধা আদায় করে নেবেন তারা। এ দুটি সংবাদমাধ্যম ছাড়াও ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চয়তা দিয়েছে জিম্মি ও যুদ্ধবিরতির তৃতীয় ধাপ শেষে গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে। তবে অপর ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ জানিয়েছে, আরব সংবাদমাধ্যমগুলোতে যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে— এ ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। বর্তমানে যে জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে কথাবার্তা হচ্ছে সেটিকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে। চুক্তিতে বলা আছে—  ১. প্রথম ধাপে যুদ্ধবিরতির মেয়াদ হবে ৪০ দিন। এই সময়ে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল কয়েক হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে। ২. দ্বিতীয় ধাপের মেয়াদ হবে ৪২ দিন। এই ধাপে বাকি জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। একই সঙ্গে দ্বিতীয় ধাপে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে। ৩. তৃতীয় ধাপেরও মেয়াদ হবে ৪২ দিন। এই সময়টায় হামাস মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে বুঝিয়ে দেবে। সংবাদমাধ্যম আল-কুদস জানিয়েছে, হামাসের কর্মকর্তারা আশা করছেন, এই সপ্তাহের মধ্যেই দুই পক্ষ চুক্তিতে স্বাক্ষর করবে। সূত্র: টাইমস অব ইসরায়েল
৯ ঘণ্টা আগে

চমক রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উইন্ডিজের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে রোভম্যান পাওয়েলের নেতৃত্বে বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলবে ক্যারিবীয়রা। ঘোষিত স্কোয়াডে আলজারি জোসেফকে ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ সদস্যের স্কোয়াডে আন্দ্রে রাসেল, নিকোলাস পুরাণ, জনসন চার্লস, শিমরন হেটমায়ারের মতো তারকারা ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইতিহাসগড়া জয়ের নায়ক শামার জোসেফকেও রেখেছে তারা। শাই হোপ, আকিল হোসেন ও জেসন হোল্ডারও স্কোয়াডে আছেন। তবে তারকা অলরাউন্ডার কাইল মায়ার্সের বিশ্বমঞ্চে জায়গা হয়নি।  উল্লেখ্য, আগামী ১ জুন থেকে অনুষ্ঠেয় বৈশ্বিক এই মহারণের দ্বিতীয় দিনে (২ জুন) মাঠে নামবে দুইবারের চ্যাম্পিয়নরা। এদিন গায়ানায় তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। মেগা এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ হচ্ছে– নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা। উইন্ডিজের বিশ্বকাপ দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরাণ, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।  
০৩ মে ২০২৪, ২১:৩১

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
আগামী ১২ মে  চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।  বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।  জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা চিঠিতে সই করেছেন।  আগামী ১২ মে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সঙ্গে থাকবেন ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। এবার সারা দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন। দেশের ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০ কেন্দ্রে পরীক্ষা দেয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় এ বছর মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ছাত্র ১ লাখ ৪২ হাজার ৩১৪জন এবং ছাত্রী ১ লাখ ৪৮ হাজার ৫২৬ জন। সারাদেশের ৯ হাজার ৬৭৯টি মাদ্রাসার পরীক্ষার্থীরা ৭১৮টি কেন্দ্রে দাখিল পরীক্ষা দেয়। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২০২৪ সালে মোট পরীক্ষা দিয়েছে ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। তাদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৩১ জন, ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। সারা দেশের ২ হাজার ৮৭৭টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭০৯টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা দিয়েছে।
০৩ মে ২০২৪, ১৫:১৫

‘পটু’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা
গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায় ‘পটু’ সিনেমাটি। এবার জানা গেল, ১০ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে পেজে ঘোষণাটি দেওয়া হয়।  পরে সেটি পরিচালক ও অভিনয়শিল্পীরা শেয়ার করেন। সেই সূত্র ধরেই গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা তরুণ অভিনেতা ইভান সাইরের সঙ্গে। তিনি বলেন, খুব দুর্গম এলাকা চরখানপুর। সেখানে আমরা টানা ২২ দিন শুটিং করেছি। রাতে থেকেছি তাঁবু টাঙিয়ে। কষ্ট করে পুরো কাজটা করেছি। ইভান সাইর আরও বলেন, রাজশাহী শহরে সিনেমার শুটিং হয়েছে চার দিন। অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁয়। সব মিলিয়ে আমাদের প্রায় ৭০ জনের একটা টিম কাজ করেছি পুরো ছবির সঙ্গে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পটু’ সিনেমাটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। এটি তার নির্মিত প্রথম সিনেমা। 
০২ মে ২০২৪, ২৩:৩২

চমক রেখে ১৮ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সমানে রেখে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো বড় দলগুলো যখন দল ঘোষণা করতে ব্যস্ত, তখন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (২ মে) বাবর আজমকে অধিনায়ক করে ১৮ সদস্যে দল ঘোষণা করেছে রাজ্জাক-রিয়াজদের নির্বাচক প্যানেল। এখন থেকেই বিশ্বকাপের জন্য ১৫জনকে চূড়ান্ত করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২৪ মে পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো। ১৮ সদস্যে দলে ফিরেছেন হারিস রাউফ, হাসান আলী ও সালমান আঘা। বাদ পড়েছেন উসামা মীর ও জামান খান। চোটের কারণে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে না থাকা আজম খানও রয়েছেন দলে।  নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল মোহাম্মদ রিজওয়ান ও ইরফান খানকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই দুই ক্রিকেটার। পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স এবং অভিজ্ঞতার কারণে দলে ফেরানো হয়েছে হাসান আলীকে।  আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১০ মে মাঠে নামবে বাবর-রিজওয়ানরা। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ মে ও ১৪ মে।  আইরিশদের বিপক্ষে সিরিজ শেষ করেই ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দ্য গ্রিন ম্যানরা। ২২ মে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে।  আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আয়ুব, ফখর জামান, ইরফান খান নিয়াজী, ইফতেখার আহমেদ, উসমান খান, আজম খান (উইকেটরক্ষক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রাউফ, হাসান আলী, সালমান আলি আঘা, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ। 
০২ মে ২০২৪, ১৫:১৪

বিশ্বকাপের দল ঘোষণা করলো কানাডা, ওমান ও নেপাল
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা শুরু করেছে দলগুলো। যার শুরুটা হয়েছে দল ঘোষণার মধ্য দিয়ে। চমক রেখে দেল ঘোষণা করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলো। এদিকে পিছিয়ে নেয় ছোট দলগুলোও। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে এবার প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বেশ কয়েকটি দল।  এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দল ঘোষণা করেছে নেপাল, ওমান এবং কানাডা। নেপালের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত পৌডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশাল ভুর্তেল, কুশাল মাল্লা, দীপেন্দ্র সিং আইরে, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সুদীপ জোরা, অভিনাশ বোহারা, সাগর ধাকাল ও কামাল সিং আইরে। ওমানের বিশ্বকাপ স্কোয়াড: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট ও শাকিল আহমেদ। রিজার্ভ: জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ ও জায় ওডেড্রা। কানাডার বিশ্বকাপ স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়ানখান পাঠান ও রয়নভান মোহন। রিজার্ভ: তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু ও পারভীন কুমার
০২ মে ২০২৪, ১২:৩২

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের
ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে তিনি এ ঘোষণা দেন। এ সময় গাজায় হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে পেত্রো বলেন, তার দেশ আগামীকালই (বৃহস্পতিবার) ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। এছাড়া অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানান।  লোকভর্তি জনসমাগমস্থলে পেত্রো তার ঘোষণায় বলেন, ‘আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে, আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করব’। পেত্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন।  পেত্রো আরও বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। সেসময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করে বলেন, পেত্রোর এই ঘোষণা ‘ইহুদিবিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ’।     
০২ মে ২০২৪, ১০:২২

ছয় অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আফগানিস্তান ক্রিকেটে যেনো অলরাউন্ডারের ছড়াছড়ি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ছয়জন অলরাউন্ডারকে নিয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট। যেখানে ব্যাটার রাখা হয়েছে মাত্র ৪ জনকে এবং ১৫ জনের মধ্যে আবার ৮ জনই খেলছেন আইপিএলে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া হাসমত উল্লাহ শহিদির উপর এবার আস্থা রাখতে পারেনি আফগানিস্তান। এমনকি বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়নি তাকে। এবার রশিদ খানের নেতৃত্বে বিশ্বকাপের বিমানে চড়বেন আফগানরা। আফগান স্কোয়াডে চার ব্যাটার হলেন- রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান এবং ব্যাক-আপ উইকেটরক্ষক মোহাম্মদ ইসহাক।  আর রশিদ ছাড়া বাকি ৫ অলরাউন্ডার হলেন- আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত এবং নাঙ্গেলিয়া খারোত। স্পিন আক্রমণে রশিদের সঙ্গে জুটি বাঁধবেন নুর আহমেদ ও মুজিব উর রহমান। এছাড়াও অলরাউন্ডার নবি ও খারোতে যোগ হবেন তাদের সঙ্গে। ফলে বলা যায় এবারের বিশ্বকাপে সব থেকে শক্তিশালী স্পিন বোলিং লাইন আফগানদের। এ ছাড়াও স্কোয়াডে আছেন স্বীকৃত তিন পেসার- ফজল হক ফারুকি, নাভিন উল হক ও ফরিদ আহমেদ। এছাড়া অলরাউন্ডারদের সহযোগিতাও পাবেন তারা। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপ আসরে আফগানিস্তানের মূল স্কোয়াডে জায়গা পাননি মারকুটে ব্যাটার হাজরত উল্লাহ জাজাই। বাঁহাতি এই ব্যাটারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। তার সঙ্গে রিজার্ভে আছেন আরও দুই জন-সাদিকুল্লাহ ও মোহাম্মদ সালেম। আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান। রিজার্ভ খেলোয়াড় : হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি।
০১ মে ২০২৪, ১৩:০৩

স্মিথ-ম্যাগার্ককে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনের প্রাণভোমরা বলা হয় স্টিভেন স্মিথকে। সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটিং স্ট্রাইকরেট নিয়ে নানা প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা। তবে স্মিথকে ফর্মে ফেরাতে সবশেষ টি-টোয়েন্টিগুলোতে স্কোয়াডে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অজি ব্যাটার। ফলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তিনি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দিবেন মিচেল মার্শ। তাকে অধিনায়ক করে ১৫ সদস্যে স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। এর মধ্যে অর্ন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে গত এক বছর ধরে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে অসিদের নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া অজিদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি আলোচিত তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের। আইপিএলে যেভাবে চমক দেখিয়েছেন ম্যাগার্ক, তাতে এই তরুণকে অস্ট্রেলিয়া দলে জায়গা দেওয়া হবে বলেই আশা করছিলেন অনেকেই, শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে দ্বিতীয় স্পিন বিশেষজ্ঞ হিসেবে জায়গা পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। দলে ফেরাতে হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার , অ্যাডাম জাম্পা।
০১ মে ২০২৪, ১২:৪১

বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের, ফিরলেন আর্চার
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ঘোষিত এই দলে ফিরেছেন পেসার জফরা আর্চার। এ ছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা টম হার্টলিও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের ১৪ মার্চ বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আর্চার। এ ছাড়া গেল বছরের ৬ মে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট তথা আইপিএলে খেলেছিলেন। এরপর থেকেই ২২ গজে অনিয়মিত আর্চার।  তবে ডান হাতের কনুইয়ের চোট সেরে উঠায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন আর্চার। যদিও তাকে ফিরে পেতে সবসময়ই সতর্ক ছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এদিকে পাঁচটি টেস্ট ও দুটি ওয়ানডে খেললেও এখনও টি-টোয়েন্টি দলের জার্সিতে মাঠ মাতানো হয়নি টম হার্টলির। তবে ৮২টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়েই সরাসরি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ল্যাঙ্কাশায়ারের বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। অন্যদিকে এখনও কোনো আইসিসির ইভেন্টে খেলা হয়নি উইল জ্যাকসেরও। তবে ইংলিশদের হয়ে ১১টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। চলতি আইপিএলে বেশ ছন্দে আছেন তিনি। জস বাটলারের নেতৃত্বাধীন এই দলে মঈন আলীকে ডেপুটি হিসেবে রাখা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও লড়বে ইংল্যান্ডের এই বিশ্বকাপ স্কোয়াড। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।
৩০ এপ্রিল ২০২৪, ১৭:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়