• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২৪, ২২:৪০
ছবি : আরটিভি

দলের সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (৪ মে) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলফিকার আলী ভুট্টোকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে কোনো নেতা কর্মী যদি এই অবৈধ সরকারের পাতানো কোনো নির্বাচনে অংশ নেই তাকে বহিষ্কার করা হবে এমন সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। সারা দেশেই বিএনপি নেতাদের কঠোরভাবে হুশিয়ারি করা হয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন অংশ নেবে না বিএনপি।

জুলফিকার আলী ভুট্টো বলেন, বহিষ্কার হব এসব মাথাই নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। যদি আবারও পাতানো নির্বাচন হয় তবে দেশবাসীর কাছে পুনরায় প্রমাণ হবে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনে অংশ যখন নিয়েছি তখন শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে থাকব।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
মেহেরপুরে রসুন ও কাঁচা মরিচের দাম লাগামহীন
বিএনপির আরও চার নেতা বহিষ্কার
ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় ছাত্রীকে অর্থদণ্ড, দুই ছাত্র বহিষ্কার
X
Fresh