• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বিশ্বকাপের দল ঘোষণা করলো কানাডা, ওমান ও নেপাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ মে ২০২৪, ১১:১৪
বিশ্বকাপ
ছবি-এএফপি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা শুরু করেছে দলগুলো। যার শুরুটা হয়েছে দল ঘোষণার মধ্য দিয়ে। চমক রেখে দেল ঘোষণা করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলো।

এদিকে পিছিয়ে নেয় ছোট দলগুলোও। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে এবার প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বেশ কয়েকটি দল।

এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দল ঘোষণা করেছে নেপাল, ওমান এবং কানাডা।

নেপালের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত পৌডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশাল ভুর্তেল, কুশাল মাল্লা, দীপেন্দ্র সিং আইরে, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সুদীপ জোরা, অভিনাশ বোহারা, সাগর ধাকাল ও কামাল সিং আইরে।

ওমানের বিশ্বকাপ স্কোয়াড: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট ও শাকিল আহমেদ।

রিজার্ভ: জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ ও জায় ওডেড্রা।

কানাডার বিশ্বকাপ স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়ানখান পাঠান ও রয়নভান মোহন।

রিজার্ভ: তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু ও পারভীন কুমার

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ মে : ইতিহাসে আজকের এই দিনে
‘সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে’
মোস্তাফিজকে ‍শুভকামনা জানিয়ে চেন্নাইয়ের পোস্ট
৩ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির
X
Fresh