চমক রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উইন্ডিজের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে রোভম্যান পাওয়েলের নেতৃত্বে বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলবে ক্যারিবীয়রা। ঘোষিত স্কোয়াডে আলজারি জোসেফকে ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৫ সদস্যের স্কোয়াডে আন্দ্রে রাসেল, নিকোলাস পুরাণ, জনসন চার্লস, শিমরন হেটমায়ারের মতো তারকারা ডাক পেয়েছেন।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইতিহাসগড়া জয়ের নায়ক শামার জোসেফকেও রেখেছে তারা। শাই হোপ, আকিল হোসেন ও জেসন হোল্ডারও স্কোয়াডে আছেন। তবে তারকা অলরাউন্ডার কাইল মায়ার্সের বিশ্বমঞ্চে জায়গা হয়নি।
উল্লেখ্য, আগামী ১ জুন থেকে অনুষ্ঠেয় বৈশ্বিক এই মহারণের দ্বিতীয় দিনে (২ জুন) মাঠে নামবে দুইবারের চ্যাম্পিয়নরা। এদিন গায়ানায় তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। মেগা এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ হচ্ছে– নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা।
উইন্ডিজের বিশ্বকাপ দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরাণ, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
মন্তব্য করুন