• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২৪, ২৩:৪২
বাংলাদেশ-জিম্বাবুয়ে
ছবি- বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ১-০ তে এগিয়ে গিয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে শান্ত বাহিনী।

রোববার (৫ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল।

বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা। এতে বেশ খোস মেজাজে রয়েছে টাইগাররা। তবে দল ছন্দে থাকলেও লিটনের ব্যাটিং ব্যর্থতা নিয়ে বেশ চিন্তিত টাইগার ম্যানেজমেন্ট।

ফলে এই সিরিজে ম্যাচ খেলিয়ে বিশ্বকাপের আগে লিটনকে ফর্মে ফেরাতে চায় কোচ হাথুরুসিংহে। কারণ, আসন্ন টি-টোয়েন্ট বিশ্বকাপে ওপেনিং গুরু দায়িত্ব পালন করতে হবে এই ডান হাতি ব্যাটারকে।

অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্ডার রাজা। এ জন্য দলের সিনিয়র ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানো জন্য আহবান জানিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। বাকি সাত ম্যাচে পূর্ব আফ্রিকার দেশটির কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় রাউন্ডে যাবে বাংলাদেশ, বিশ্বাস তাসকিনের
সংঘর্ষে মৃত্যুর জেরে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ
সান্ত্বনার জয়ে রাজস্থানের আক্ষেপ বাড়ালো পাঞ্জাব
অবশেষে মুখ খুললেন সাইফউদ্দিন
X
Fresh