• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
শাহরুখ-সালমানদের মতো ঘটনা ঘটছে শাকিব-সিয়ামদের বেলায়ও
হলিউড কিংবা বলিউড সিনেমার শুটিংগুলো বেশ গোপনীয়তা রক্ষা করে হয়ে থাকে। কঠিন গোপনীয়তা ভেদ করে সেসব ছবির শুটিংয়ের দৃশ্য ফাঁসও হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। হলিউড-বলিউড ছবির বেলায় এমন ঘটনা হরহামেশাই ঘটে। এ ক্ষেত্রে ব্যতিক্রম ঢালিউড সিনেমা। এইন্ডাস্ট্রির ছবিরশুরু থেকেই শুটিংয়ের দৃশ্য, ফুটেজ শিল্পী ও কলাকুশলীনিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে থাকেন। ব্যতিক্রম ঘটছেকয়েক বছর ধরে। ঢালিউডের অনেক ছবিই এখন গোপনীয়তা রক্ষা করে শুটিং হয়। শুটিংয়ের কোনো কিছুই সামনে আনতে চান না নির্মাতা-শিল্পীরা। তবে তারা না চাইলেও গোপনীয়তা ভেদ করে সেসব ছবির দৃশ্যও হলিউড-বলিউড স্টাইলে ফাঁস হয়। আসন্ন ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দেওয়া দুটি ছবি ‘তুফান’ ও ‘জংলি’র শুটিং অনেক গোপনীয়তা রক্ষা করেই হচ্ছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে গোপন আর রাখা গেল না। সম্প্রতি দুটি ছবির শুটিং দৃশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’-এর নাম ভূমিকায় রয়েছেন শাকিব খান। তুমুল আলোচনায় থাকা এ ছবির শুটিং চলছে কলকাতায়। বৃহস্পতি ও শুক্রবার ছবির দুটি শুটিং দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুই দিনে রীতিমতো তা ভাইরাল। কেউ বলছে, সিনেমাটির হাইপ তৈরি করতে নির্মাতা-কলাকুশলীরা ইচ্ছা করেই দৃশ্যগুলো ফাঁস করেছেন। বিষয়টি নিয়ে তুফান টিমের পক্ষ থেকে বলা হয়, ‘শুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়ার বিষয়টি আমাদের জানার বাইরে। শুটিংয়ে মোবাইল ফোন নেওয়ার অনুমোদন নেই। কেউ না কেউ গোপনে ছবি তুলে ফেলে তা ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে আমাদের কোনো হাত নেই। আমরা কিছু প্রকাশ করলে অফিসিয়ালিই তা করব।’ এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। ঢাকার পর মানিকগঞ্জের সিংগাইরে চলছিল ছবিটির শুটিং। অনেকটা গোপনীয়তা রক্ষা করেই ছবির শুটিং করছেন বলে জানালেন পরিচালক রাহিম। এরমধ্যে ছবিটির দৃশ্য ফাঁস ও তা ভাইরাল হওয়ায় অবাক তিনি। বললেন, ‘জংলির শুটিংয়ে সিয়ামেরযেদৃশ্য ফাঁস হয়েছে সেটি আমার চোখেও পড়েছে। এতে আমাদের কিছুই করার নেই। এত নিরাপত্তা নিয়ে শুটিং করছি। সেটে মোবাইল ফোন অ্যালাও করছি না। দর্শনার্থীদেরও মোবাইল আনার অনুমতি নেই। এরপরও গোপনে অনেকেই ছবি তুলে সেই ছবি অনলাইনে ছড়িয়ে দিয়েছে। এতে রীতিমতো অবাক হয়েছি। তবে এতে আমাদের কিছুই করার নেই।’ দেশের ছবির শুটিংয়ের দৃশ্য হলিউড-বলিউড স্টাইলে এভাবে ফাঁস হওয়া এবং তা নিয়ে আলোচনাকে পজিটিভ চোখেই দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, যে সিনেমাগুলো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, সেই ছবিরই শুটিং দৃশ্য এভাবে ফাঁস হয়। এতে ছবির হাইপ বাড়ে, আলোচনা হয়; যা সিনেমার জন্য সম্পূর্ণ পজিটিভ।
৪ ঘণ্টা আগে

বিচ্ছেদের খবর জানালেন শাহরুখ কন্যা সুহানা
বলিউড বাদশা শাহরুখ খান তার  অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় দর্শকের আগ্রহের কেন্দ্র বিন্দুতে থাকেন। এবারে সংবাদের শিরোনাম শাহরুখ খানের কন্যা সুহানা খান। স্টারকিড হওয়ায় তাকে নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। তাই পাপারাজিরা ব্যস্ত থাকেনতার ছবি তোলায়।  ক্যামেরা থেকে ব্যক্তিগত জীবন, সুহানা সম্পর্কে প্রতিটি বিষয় জানতে মুখিয়ে থাকেন অনেকে। শাহরুখ কন্যার প্রেম, বিচ্ছেদ কিংবা নতুন কাজ সব নিয়েই তাদের আগ্রহ। আর এবারে সুহানা নিজেই জানালেন তার খবর। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার এক স্ট্যাটাস বেশ নাড়িয়ে দিয়েছে ভক্তদের। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন  থেকে জানা যায়, সম্প্রতি সুহানা খান তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে স্পষ্ট তিনি জানান, আমি ব্রেকআপ করে নিলাম। সুহানা এই ভিডিওতে অনুরাগীদের আসলে চমকে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন যে এতদিন যেসব সাবান ব্যবহার করতেন, সেগুলোর সঙ্গে ব্রেকআপ করছেন। কারণ, তার জীবনে এখন এসেছে লাক্স। লাক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ভিডিওটি শেয়ার করা হয়েছে। সদ্যই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম লিখিয়েছেন সুহানা খান। এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে। ২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। বাবার পথ অনুসরণ করে হাঁটছেন সুহানা।  প্রসঙ্গত, গতবছর ওয়েব ফিল্ম ‘‌দ্য আর্চিজ’ দিয়ে অভিষেক হয়েছে সুহানা খানের। জনপ্রিয় মার্কিন কমিকস দ্য আর্চিজ থেকে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন জয়া আখতার।  এ ওয়েব ফিল্মের মধ্য দিয়ে অনেক তারকা সন্তানদের দেখা মিললে। সুহানা খান ছাড়া এতে আরো ছিলেন খুশি কাপুর ও অগস্ত্য নন্দ।  মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন
৮ ঘণ্টা আগে

প্রশংসায় ভাসছে খায়রুল বাসার-মাহির ‘ভালো মানুষ’ 
মারুফ হোসেন সজীবের চিত্রনাট্য ও পরিচালনায় সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নাটক ‘ভালো মানুষ’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সামিরা খান মাহি। মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে নাটকটি।  বিষয়টি নিয়ে কথা হয় নির্মাতা মারুফ হোসেন সজীবের সঙ্গে। তিনি বলেন, সব সময়ই আমি চেষ্টা করি গল্প নির্ভর কাজ করার। ‘ভালো মানুষ’ও তেমন একটা নাটক। সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখে এটি নির্মাণ করেছি। এতে খুব সুন্দর দুটি চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সামিরা খান মাহি। তারা খুবই ভালো অভিনয় করেছেন। ‘ভালো মানুষ’ নাটকে কেমন সাড়া পাচ্ছেন, জানতে চাইলে এই নির্মাতা বলেন, এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স পাচ্ছি। সবাই গল্প, নির্মাণ ও অভিনয়ের প্রশংসা করছেন। ভালো লাগছে।  নাটকটি নিয়ে অভিনেতা খায়রুল বাসার বলেন, খুব সুন্দর একটি চিত্রনাট্যে কাজ করেছি। গল্পেও আমার চরিত্রে ভিন্নতা আছে। এখানে আমাকে দেখা যাবে একজন ভালো মানুষের চরিত্রে। যে বাবার দেনা পরিশোধ করার জন্য নিজের কিডনি বিক্রি করতে শহরে আসে। তিনি আরও বলেন, মুক্তির পর থেকেই প্রতিনিয়ত দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছি। এজন্য সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। ‘ভালো মানুষ’ নাটকটি নিয়ে অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, নির্মাতা মারুফ হোসেন সজীবের সাথে এটা আমার প্রথম কাজ। অভিজ্ঞতাও দারুণ। খুব সুন্দর গল্পের নাটক এটি। যা ইতোমধ্যে সবাই খুব পছন্দও করেছেন। ভাবতেই ভালো লাগছে। 
৯ ঘণ্টা আগে

কার সঙ্গে ব্রেকআপ করলেন সুহানা খান
তারকাদের মতো তাদের সন্তাদের নিয়েও কৌতূহল থাকে নেটিজেদের। শুধু নেটিজেনরাই নন, পাপারাজ্জিদের চোখও যেন তারকা সন্তাদের দিকে।   সুপারস্টার বাবা শাহরুখ খানের কন্যার বেলাতেও ঠিক এমনটাই ঘটে। বরাবরই পাপারাজ্জিদের তীক্ষ্ণ চোখ তার দিকে। ক্যামেরা থেকে ব্যক্তিগত জীবন, সুহানা সম্পর্কে প্রতিটি বিষয় জানতে মুখিয়ে থাকেন অনেকে। এবারও তার ব্যতিক্রম হলো না। এবার সেই আগুনে যেন আরেকটু ঘি ঢাললেন শাহরুখকন্যা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি রহস্যময় স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া। পোস্টের ক্যাপশনে সুহানা লিখেছেন— ‘আমি ব্রেকআপ করে নিলাম।’  হঠাৎ কার সঙ্গে ব্রেকআপ করলেন শাহরুখকন্যা? এমন প্রশ্ন রীতিমতো জট বেঁধেছে ভক্ত-অনুরাগীদের মনে।    আসলে বিষয়টি প্রেমের নয়। সম্প্রতি সুহানা খান তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এতদিন যেসব সাবান ব্যবহার করতেন, সেগুলোর সঙ্গে ব্রেকআপ করছেন। কারণ, তার জীবনে এখন এসেছে লাক্স! লাক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে। জানা গেছে, সদ্যই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম লিখিয়েছেন সুহানা। এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে। ২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায়। আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। এবার বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটছেন শাহরুখকন্যা। প্রসঙ্গত, সামনে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ নামের একটি সিনেমাটিতে দেখা যাবে সুহানাকে। এতে তার বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। নির্মাতার এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। যেখানে তাকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে চালিত করবেন সুহানাকে।
১৪ ঘণ্টা আগে

ব্র্যাড পিটকে টপকে গেলেন শাহরুখ খান
পৃথিবীর অন্যতম আকর্ষণীয় মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক ব্র্যাড পিটকেও পেছনে ফেলে দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। তার জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়; বিদেশের মাটিতেও জনপ্রিয়তার শিখরে তিনি। বলিউডের বাদশাহ তখন বার্লিনে, ছবির শুটিং চলছে জোরকদমে। ওই সময় শাহরুখের জন্মদিন উপলক্ষে ইউরোপ থেকে কাতারে কাতারে মানুষ এসেছেন প্রিয় নায়ককে একঝলক দেখার আশায়। শুটিংয়ের জন্য ১ কিলোমিটার জায়গাজুড়ে নিষেধাজ্ঞা জারি ছিল। ব্যারিকেডের বাইরে পোস্টার হাতে অভিনেতাকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। অভিনেতাও প্রায় এক ঘণ্টা সময় দিয়েছিলেন তাদের। শাহরুখের নজিরবিহীন স্টারডম! সহ-অভিনেতা আলি খান ছিলেন শুটিং ফ্লোরে। তার কথায়, আমরা বার্লিনে যে হোটেলে ছিলাম, কিছুদিন আগে ব্র্যাড পিট এবং কুয়েন্টিন ট্যারেন্টিনো সেই হোটেলেই ছিলেন। বার্লিনে তাদেরও একটি ছবির শুটিং চলছিল ওই সময়। তাদের ছবির ইউনিটের সদস্যরাই আমাদের ছবিতে ছিলেন। তাদের মুখে শুনলাম, শাহরুখের জন্মদিনে এত মানুষের ঢল, এর আগে কোনো শুটিংয়ে এত ভিড় দেখা যায়নি। এমনকি ব্র্যাড পিট যখন ছিলেন তখনো এত মানুষের দেখা মেলেনি। ‘অ্যা মাইটি হার্ট’ ছবিতে অ্যাঞ্জেলিনার সঙ্গে অভিনয় করেছিলেন আলি খান। প্রয়াত অভিনেতা ইরফান খানও ছিলেন ওই ছবিতে। ওই ছবির প্রযোজক ছিলেন ব্র্যাড পিট। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে পার্টির আয়োজন করা হয়। এই প্রসঙ্গে আলি বলেন, ছবির সেটের বাইরে অ্যাঞ্জেলিনা একেবারেই সাধারণ মানুষের মতো। আমি, আমার স্ত্রী আর অ্যাঞ্জেলিনা অনেক গল্প করলাম পার্টিতে। বিশেষত আমার স্ত্রীর সঙ্গে সন্তানের পরিচর্যা, তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় কথা বলেছিলেন অ্যাঞ্জেলিনা।
০৩ মে ২০২৪, ১৭:২৬

পুলিশের ভয়ে ৬ রাজ্যে পালিয়ে শেষ রক্ষা হয়নি অভিনেতার
‘অনলাইন গেমিং অ্যাপে’ জুয়া কাণ্ডে একের পর এক বলিউড তারকাদের জড়ানোর অভিযোগ উঠছে। অনেকেই ‘ব্র্যান্ড প্রোমোটার’ হিসেবে কাজ করছে সেসব ‘অনলাইন বেটিং গেমিং অ্যাপে’র। এবার জুয়া কাণ্ডে গ্রেপ্তার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে অভিনেতাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এবার প্রকাশ্যে অভিনেতার গ্রেপ্তার প্রসঙ্গে চাঞ্চল্যকর এক রিপোর্ট। ভারতীয় সংবাদ মাধ্যম অনুসারে, গ্রেপ্তারি এড়াতে ৪ দিনে ৬ রাজ্যে পালিয়ে বেড়িয়েছেন সাহিল। প্রথমে সাহিল খান গোয়ায় পালিয়ে যান, তারপর সেখান থেকে তিনি কর্ণাটকে যান এবং সেখান থেকে পৌঁছান হুব্বাল্লি শহরে। অবশেষে তিনি ব্যক্তিগত গাড়িতে করে হায়দরাবাদ পৌঁছান। সেখানে থাকাকালীন পুলিশ সাহিল খানের লোকেশন ট্র্যাক করে ফেলে, যার ফলে তিনি সঙ্গে সঙ্গে ছত্তিশগড় পালিয়ে যান। ছত্তিশগড়ের জগদলপুরের হোটেল আরাধ্যা ইন্টারন্যাশনালে থাকার সময় খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। টানা ৭২ ঘণ্টা ধরে অভিনেতার খোঁজ চালাচ্ছিল মুম্বাই পুলিশ। সাহিল খানকে গ্রেপ্তার করার সময় তার থেকে দুটি মোবাইল ও কিছু নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়। মহাদেব বেটিং অ্যাপ মামলা মূলত অনলাইন জুয়ার একটি মামলা। ওই অ্যাপের মাধ্যমে তাস, কার্ড, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল এবং ক্রিকেট ম্যাচ নির্ভর জুয়া খেলা হতো বলে অভিযোগ রয়েছে। দেশের একাধিক বড় বড় রিয়েল এস্টেট সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে বলেই দাবি তদন্তকারীদের। সবমিলিয়ে প্রায় ১৫০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বেআইনিভাবে মহাদেব অ্যাপের মাধ্যমে আইপিএল ম্যাচ সম্প্রচারের অভিযোগও রয়েছে। এই অ্যাপের বিজ্ঞাপনে কাজ করার জন্য সম্প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়াকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখা। দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারির। অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল, দুজনেই এই কর্মকাণ্ড দুবাই থেকে চালাতেন বলে জানা গিয়েছিল। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যারা রেজিস্ট্রার করতেন, তাদের টাকা এক বেনামি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ত। মূল কাজটা সংযুক্ত আরব আমিরশাহী থেকেই চলত বলেই দাবি তদন্তকারীদের। ইতোমধ্যেই এই ঘটনায় রণবীর কাপুর, সানি লিওনি, টাইগার শ্রফ, নেহা কাক্কারসহ একাধিক তারকার নাম জড়িয়েছে।
০২ মে ২০২৪, ২১:২৩

লন্ডনে জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন জেমস
উপমহাদেশের নন্দিত গায়ক নগরবাউল জেমস এবার মঞ্চ মাতাবেন লন্ডনে। আর ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শিরোনামের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, আগামী ২৬-২৭ মে লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই আয়োজনে দুদিনই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস। পাশাপাশি সংগীতশিল্পী কনকচাঁপা, প্রীতম হাসান, সাব্বির জামান, দোলাসহ লন্ডনের প্রবাসী অনেক শিল্পী সংগীত পরিবেশন করবেন। থাকছে যাত্রাপালা ও মেলার আয়োজনও। নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত এই দুদিনব্যাপী অনুষ্ঠান হাস্যরসে উপস্থাপনা করবেন চিত্রনায়ক জায়েদ খান।  ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতিও সম্পূর্ণ বলে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান।
৯ ঘণ্টা আগে

মুকেশ আম্বানির সঙ্গে কথোপকথন, যা বললেন জায়েদ খান
মুকেশ আম্বানি জায়েদ খানকে কল করেছেন ছেলের বিয়ের দাওয়াত দিতে! কিন্তু সময় না থাকায় দাওয়াত ফিরিয়ে দিয়েছেন জায়েদ। এ ধরনের একটি অডিও রেকর্ড বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল।  ওই মজার অডিও নিয়ে জায়েদ খান বলেছেন, দেখেন অডিওটি মিলিয়ন ভিউ হয়েছে। মানুষ তো শুনছে। সামাজিকমাধ্যমে আলোচনায় না থাকলে হারিয়ে যেতে হবে।  নানাভাবে আলোচনায় থাকেন ঢালিউডের এই তারকা। ডিগবাজির পাশাপাশি সম্প্রতি ভাইরাল হয়েছে ‘বিড়ি’ গানের মিউজিক ভিডিও, যেখানে তিনি নৃত্য পরিবেশন করেছেন। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গেলে জায়েদের ডিগবাজি আর বিড়ি গানের পরিবেশনা দেখতে মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে প্রচুর ট্রলের শিকার হন এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ বলেন, আমি সবার ট্রল মেনে নিই। কারণ, সবাই অর্থ খরচ করছেন আমাকে দেখতে। সময়টাই আসলে এমন। আমার কিন্তু কোনো বাজে অভ্যাস কিংবা নেশা নেই। তবে আমার শখ হচ্ছে ফ্যাশন করা। ভালো ভালো পোশাক, জুতা, ঘড়ি, পারফিউমের পেছনে টাকা খরচ করি। এবারের ঈদে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি হলে খুব বেশি না চললেও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়াও পেয়েছেন অভিনেতা; যা নিয়ে খুব খোশমেজাজে কেটেছে নায়কের এবারের ঈদ। 
০২ মে ২০২৪, ১৮:১০

অকালে ঝরে যাওয়া বলিউডের নক্ষত্র ইরফান খান
বলিউডের তিন খানের মতো তার নামের পাশেও রয়েছে খান। প্রায় তিন যুগের ক্যারিয়ারে এমন সব সিনেমা উপহার দিয়েছেন যা অন্য অনেকের জন্যই অনুকরণীয়। বলছি বলিউডের অন্যতম নক্ষত্র ইরফান খানের কথা। আজ (২৯ এপ্রিল) তার চলে যাওয়ার দিন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের এই দিনে মাত্র ৫৩ বছর বয়সে মারা যান তিনি। তার চলে যাওয়ার পর অস্কারের মতো সর্বোচ্চ সম্মাননার আসরে তাকে স্মরণ করা হয়েছে। সিনে দুনিয়ায় অসামান্য খ্যাতি পাওয়া এই তারকা ছোটবেলায় হতে চেয়েছিলেন ক্রিকেটার। বেশ ভালো খেলতেনও। কিন্তু অল্প কিছু টাকার জন্য ক্রিকেট ক্যারিয়ার হাতছাড়া হয়ে যায় তার। সেই ঘটনা ২০১৭ সালের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইরফান।  সেটার সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, ক্রিকেট মাঠে অলরাউন্ডার ছিলেন ইরফান। তবে বোলিং ছিল তার অধিক প্রিয়। দলের অধিনায়ক, টিম ম্যানেজমেন্টও তার বোলিংয়ের ভক্ত ছিল। প্রতি ম্যাচে গড়ে ২-৩ উইকেট তার ঝুলিতে আসতো। এমন প্রতিভার জোরে ইরফান সুযোগ পান কর্নেল সিকে নায়ডু ট্রফিতে। কিন্তু পরিবার খেলাধুলায় মোটেও রাজি ছিল না। তাই লুকিয়ে খেলতে যেতেন ইরফান। বাড়িতে ফিরে দিতেন নানা অজুহাত।   সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, আমি যখন সুযোগ পাই তখন আমাদের জয়পুর থেকে আজমেড় যেতে হতো। সেজন্য ২০০-২৫০ রুপি লাগতো। আমি সেই টাকাটা জোগাড় করতে পারিনি। সেদিনই বুঝে গিয়েছিলাম, এটা আমার জন্য নয়। এই সামান্য টাকার অভাবই ঘুরিয়ে দিয়েছিল ইরফান খানের জীবন। তার এক আত্মীয় কাজ করতেন যোধপুরের থিয়েটারে। তাকে দেখেই অভিনয়ে আগ্রহ জাগে ইরফানের। তিনিও যোগ দেন থিয়েটারে। স্থানীয় পর্যায়ে বেশ কিছু নাটকে অভিনয়ও করেন। এরপর ১৯৮৪ সালে তিনি দিল্লি গিয়ে ভর্তি হন ন্যাশনাল স্কুল অব ড্রামায় (এনএসডি)। অভিনয়ের প্রতিষ্ঠানে ভর্তি হলেন আর ওমনি কাজ পেয়ে গেলেন, এমন ছিল না মোটেও। সংগ্রামের সেই দিনগুলোতে তিনি এয়ার কন্ডিশনার মেরামতের কাজ করতেন ইরফান। যেটা দিয়ে নিজের খরচ মেটাতেন। এই কাজের সুবাদেই একবার রাজেশ খান্নার বাড়িতে যান ইরফান। আর তাকে দেখেই ইরফানের মনে অভিনেতা হওয়ার আগ্রহ আরও প্রবল হয়ে ওঠে। ১৯৮৭ সালে এনএসডি থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর একটি ছবিতে ছোট এক চরিত্রে সুযোগ পান ইরফান খান। মিরা নায়ের নির্মিত ছবিটির নাম ‘সালাম বোম্বে’। মুক্তি পায় ১৯৮৮ সালে। এরপর এরকম ছোট ছোট চরিত্রে আরও কিছু সিনেমা ও টেলিভিশন সিরিজে কাজ করেছিলেন ইরফান। ২০০৪ সালে এসে ইরফান খান গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পান এবং বাজিমাত করেন। বিশাল ভরদ্বাজ নির্মিত ওই ছবির নাম ‘মকবুল’। এর পরের বছরই প্রধান চরিত্রে হাজির হন ইরফান। ‘রোগ’ নামের ছবিটিতে তার অভিনয় মুগ্ধ করেছিল সমালোচকদের। অতঃপর সাফল্য, জনপ্রিয়তা আর পুরস্কার সমান্তরালে আসতে থাকে ইরফানের ঝুলিতে। ক্যারিয়ারে যুক্ত করেছেন ‘পান সিং তোমার’, ‘লাইফ অব পাই’, ‘পিকু’, ‘লাঞ্চবক্স’, ‘হিন্দি মিডিয়াম’, ‘তলোয়ার’, ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘মাদারি’, ‘কারিব কারিব সিঙ্গেল’, ‘আংরেজি মিডিয়াম’র মতো নন্দিত সব সিনেমা। একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি ফিল্মফেয়ার, দেশটির রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী এবং ফিল্মফেয়ারের আজীবন সম্মাননাসহ বহু পুরস্কার পেয়েছেন তিনি।
২৯ এপ্রিল ২০২৪, ১৮:৩৫

এবার জুয়া কাণ্ডে গ্রেপ্তার অভিনেতা
‘অনলাইন গেমিং অ্যাপে’ জুয়া কাণ্ডে একের পর এক বলিউড তারকাদের জড়ানোর অভিযোগ উঠছে। অনেকেই ‘ব্র্যান্ড প্রোমোটার’ হিসেবে কাজ করছে সেসব ‘অনলাইন বেটিং গেমিং অ্যাপে’র। এবার জুয়া কাণ্ডে গ্রেপ্তার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। দিন কয়েক আগে মুম্বাইয়ের উচ্চ আদালত অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করেন। তারপর থেকেই পলাতক সাহিল। গত বছর এই ‘অনলাইন গেমিং অ্যাপে’ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদও করে ভারতীয় পুলিশ। জানা গেছে, ‘অনলাইন গেমিং অ্যাপে’র গড়াপেটাকাণ্ডে অভিযুক্তের তালিকায় রয়েছে মোট ৩১ জন নামজাদা ব্যক্তিত্বর নাম। তাদের মধ্যে ২৬ নম্বরে রয়েছে সাহিল খান। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, ওই অ্যাপের মাধ্যমে নাকি বিপুল পরিমাণ টাকা লাভ করেছেন তিনি। ঘটনায় অভিযুক্ত সাহিল অবশ্য বলেছেন, একজন তারকা হিসেবে তিনি ‘কেবল ব্র্যান্ড প্রোমোটার’র কাজ করেছিলেন। ‘মহাদেব বেটিং অ্যাপ’ কেলেঙ্কারি সম্পর্কে কিছুই তিনি জানতেন না। যদিও অভিনেতার এমন সাফাইকে গুরুত্ব দেননি আদালত। সাহিলের বলিউডে অভিষেক মি. ইন্ডিয়া খেতাব জয়ের সুবাদে। ‘স্টাইল’ ও ‘এক্সকিউজ মি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন। ফলে আলোচনায় নেই অনেক দিন। এবার আলচনার টেবিলে তার নাম এলো গ্রেপ্তার হয়ে। 
২৯ এপ্রিল ২০২৪, ১৬:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়