• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
কয়েক দিন আগেই বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেছিলেন আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই। তবে বিসিবির এমন মন্তব্যে কঠোর সমালোচনা করেছেন ভারতের জনপ্রিয় ধারাভষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। জিম্বাবুয়ে সিরিজে খেলার থেকে ধোনি, ব্রাভো এবং হেড কোচ ফ্লেমিংয়ের সঙ্গে থাকাটা বেশি জরুরি মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক। তিনি বলেন, মোস্তাফিজ ১ মে আইপিএল ছেড়ে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা মোস্তাফিজের জন্য বেশি ভালো। ব্রাভো যখন পাথিরানাকে শেখাবে তখন ফিজ খুব বেশিদিন থাকবে না। ধোনি এবং ফ্লেমিংয়ের সঙ্গটা অন্যরকম ব্যাপার। তিনি আরও বলেন, বিসিবি পরিচালক যা বলেছে আশা করি তা মিথ্যা প্রমাণ হবে। কারণ, সে বলেছে আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই। তখনই প্রশ্নটা উঠছে কোথায় তাহলে তার জন্য ভালো। আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে বাংলাদেশের রীতিটা ঠিক করতে হবে। এখানে খেলাটা মোস্তাফিজের জন্য খুবই ভালো। কারণ, এখানে সে দারুণ বোলিং করছে। আইপিএলের জন্য মোস্তাফিজুর রহমানকে শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এরপর এক দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। ১ মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন ২ মে বাংলাদেশে ফিরবেন ফিজ। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মোস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। তাই আইপিএলের পুরো আসরের জন্য এই পেসারকে এনওসি দেয়নি বোর্ড। কয়েক দিন আগেই মোস্তাফিজকে আইপিএলে না খেলিয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী। তিনি বলেছেন, আইপিএলে থেকে এই পেসারের শেখার কিছু নেই। আগামী ৩ মে থেকে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে কেন্দ্র করে ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।
২৪ এপ্রিল ২০২৪, ১৭:৪৫

ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি হলো ভারত ও পাকিস্তান। কিন্তু আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া সাধারণত দেখা হয় না দুই দলের। তাই কয়েকদিন আগে ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনের দাবি জানিয়েছিলেন রোহিত শর্মা। এবার ভারতীয় অধিনায়কের সঙ্গে পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিদিও একমত জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যমকে সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, রোহিত  খুব ভালো উত্তর দিয়েছে। এটা বাস্তবে হওয়াও দরকার আছে (ভারত বনাম পাকিস্তান ম্যাচ)। তিনি বলেন, ভারত অধিনায়কের করা এই মন্তব্য খুবই পজিটিভ। সে ভারতের একজন প্রতিনিধি। আমরা বরাবরই বলেছি ভারত এবং পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট খেলাটার আলাদা একটা গুরুত্ব রয়েছে।  ‘আমরা একটা সময়ে ভারত সফরে যেতাম। সেখানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতাম। আমরা দুই প্রতিবেশী। তাদের সম্পর্ক যতটা সম্ভব ভালো করা যায়, এটা দুই প্রতিবেশীর অধিকারের মধ্যে পড়ে।’ এর আগে সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে রোহিতের কাছে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে মতামত জানতে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।  জবাব রোহিত বলেন, আমি সম্পূর্ণভাবে সেটা (ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনের বিষয়ে) বিশ্বাস করি। ওরা ভালো দল। ওদের হাতে দুর্দান্ত বোলার আছে। দারুণ লড়াই হবে।  ‘বিশেষ করে বিদেশের পরিবেশে খেলা হলে সেটা আরও দুর্দান্ত হবে। (ভারত-পাকিস্তান) শেষ টেস্ট ম্যাচটা সম্ভবত খেলেছিল ২০০৬ বা ২০০৮ সালে। আমার যা মনে পড়ছে, তাতে একটি ম্যাচে ওয়াসিম জাফর ডাবল সেঞ্চুরি করেছিলেন।’ ভারত বা পাকিস্তানে না হলেও ইংল্যান্ড বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে টেস্ট সিরিজ আয়োজন করা যায় বলেও সেই আলোচনায় উঠে আসে।  এ ছাড়া নিরপেক্ষ ভেন্যু হিসেবে আসে অস্ট্রেলিয়ার নামও। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে মিসবাহ-উল হকের নেতৃত্বে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। তবে পরে সেটি স্থগিত হয়ে যায়।
২১ এপ্রিল ২০২৪, ১৮:৩২

ভারত সিরিজ থেকে বাদ পড়লেন আম্পায়ার তানভীর
গত বছর মিরপুরে বাংলাদেশ-ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছিলেন মাঠের দায়িত্বরত আম্পায়ার তানভীর আহমেদ। ভারতীয় অধিনায়ক হারমানপ্রিতকে লেগ বিফোরের সিদ্ধান্ত দেওয়ার পর অবতারণা হয় সেই দৃষ্টিকটু ঘটনার। আউট ঘোষণার প্রতিবাদের ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন হারমানপ্রিত। পরে তানভীর আহমেদের সঙ্গে বিতর্কেও জড়িয়ে পড়েন ভারতীয় অধিনায়ক। ওই ম্যাচে বাংলাদেশ জয়ী হয়। সিরিজ শেষ হয় ১-১ সমতায়। বাংলাদেশি ক্রিকেটার ও আম্পায়ারকে ব্যাঙ্গ করার অপরাধে হারমানপ্রিতকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। তাই এই সিরিজে বিতর্ক এড়াতে আম্পায়ার প্যানেল থেকে তানভীর আহমেদকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, যদি তাকে ভারতের নারী দলের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে অন্তর্ভুক্ত করা হয়, তবে ভারতীয় ক্রিকেটাররা তাকে লক্ষ্য করতে পারেন।  ‘তাকে লক্ষ্য করে যেকোনো ধরনের তর্কবিতর্কে জড়াতে পারেন। আমরা এটি চাই না। ফলস্বরূপ বাংলাদেশ ও ভারতীয় নারী দলের মধ্যকার সিরিজে তাকে (তানভীর) আমরা অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছি।’ আগামী ২৮ এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। এবারের সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো হবে ৩০ এপ্রিল এবং ২, ৬, ৯ মে।
২১ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মিলনে-অ্যালেন
ইনজুরিতে আসন্ন পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে ও উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেন। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি থেকে দু’জনেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন ৫৩টি টি-টোয়েন্টি খেলা মিলনে। অন্যদিকে পিঠের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে অভিজ্ঞতা সম্পন্ন অ্যালেন। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের সুস্থ হওয়া নিয়েও শঙ্কা জেগেছে। অ্যালেন ও ফিনের বদলি হিসেবে ব্ল্যাক-ক্যাপসদের দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেল ও অলরাউন্ডার জ্যাক ফকস। দেশের হয়ে এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি ফকসের। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের কারণে প্রথম সারির ৯ জন ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামবে কিউইরা। পাশাপাশি বিভিন্ন কারণে দলে নেই টিম সাউদি ও টম ল্যাথামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল হবে পরের দুটি ম্যাচ। এ ছাড়া ২৫ ও ২৭ এপ্রিল শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে।
১২ এপ্রিল ২০২৪, ১৭:৩৫

টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে টিম টাইগার্স।  সিলেটে হারের পর চট্টগ্রাম টেস্টে ১৯২ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে নাজমুল হাসান শান্তর দল। তবে দলের এমন হারের দিনে শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলছিলেন অধিনায়ক শান্ত। সেখানে শান্তর ভাষ্য, আমরা ভালো খেলিনি, বোলাররা উইকেটে নিজেদের প্রমাণ করে দেখালেও ব্যাটাররা ভালো ব্যাটিং করেনি। সবাই ক্রিজে সেট হয়েছে; কিন্তু বড় রান করতে পারেনি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চিত করতে হবে যারা সেট হবে, তারা যেন বড় রান করে। এ সময়ে প্রথম শ্রেণীর ক্রিকেট বেশি খেলার জন্যও তাগিদ দেন শান্ত। টাইগার দলপতির মন্তব্য, একজন খেলোয়াড় হিসেবে আমাদের যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তবে আমরা যদি আরও বেশি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলি, তাহলে তা আমাদের কাজে আসবে। অভিষিক্ত পেসার হাসান মাহমুদ ও মিরাজের প্রশংসায় শান্তর দাবি, তার (হাসান) প্রথম ম্যাচে যেভাবে এসে বোলিং করেছে, সে সত্যিই ভালো বোলিং করেছে। সাকিব (ভাই) যেভাবে ব্যাট করেছে এবং বোলিং করেছে, মিরাজ যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে, তাতে কিছুটা ইতিবাচক দিক রয়েছে।
০৩ এপ্রিল ২০২৪, ১২:৫৫

বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লজ্জাজনকভাবে হেরেছিল বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে চট্টগ্রাম টেস্টে প্রত্যাশিত প্রতিরোধও গড়তে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। জয়-শান্ত-লিটনদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯২ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক দল। বুধবার (৩ এপ্রিল) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে ২৪৩ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। তাইজুলকে সঙ্গে নিয়ে অসম্ভব এই লক্ষ্য পূরণে মাঠে নামেন মিরাজ। তবে অসাধ্য সাধন করা সম্ভব হয়নি টাইগারদের। আগের দিনে ১০ রানে ইনিংস শেষ করা তাইজুল এদিন ৪ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফেরেন। কামিন্দু মেন্ডিসের বলে গালিতে দুর্দান্ত ক্যাচ নেন মাদুশকা। এতে ভাঙে মিরাজের সঙ্গে তাইজুলের ৩৮ রানের জুটি। এরপর ব্যাট করতে নেমে ভালোই শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। তাকে নিয়েই দলীয় ৩০০ পার করেন মিরাজ। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে এটিই টাইগারদের প্রথম ৩০০ রান করা। এমনকি টেস্ট ইতিহাসে পঞ্চমবারের মতো চতুর্থ ইনিংসে ৩০০ পার করে লাল-সবুজেরা। তবে লাহিরু কুমারার বাউন্সারে পরাস্ত হন হাসান মাহমুদ। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে সিলি মিড-অনে নিশান মাদুশকার হাতে ক্যাচ দেন টাইগার এই পেসার। এরপর শেষ উইকেটও নেন লাহিরু কুমারাই। খালেদকে বোল্ড করে দলের জয় নিশ্চিত করেন এই পেসার। এর আগে, ম্যাচের প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিড নিয়ে ১৫৭ রানে লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১১ রান। জবাবে চতুর্থ দিনে প্রথমবারের মতো এই সিরিজে ২০০ রান পার করে বাংলাদেশ। মুমিনুল হকের ৫০, সাকিব আল হাসানের ৩৬, লিটন দাসের ৩৮ রানের সুবাদে বলার মতো স্কোর পেয়েছিল টাইগাররা। এরপর শেষ বিকেলে মিরাজের ৪৪ রান চট্টগ্রাম টেস্টকে পঞ্চম দিন পর্যন্ত টেনে নিয়েছিল।
০৩ এপ্রিল ২০২৪, ১১:৫৯

টাইগ্রেসদের সামনে সিরিজ রক্ষার কঠিন চ্যালেঞ্জ
ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টিতেও এগিয়ে গেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি টাইগ্রেসদের জন্য সিরিজ রক্ষার। এই ম্যাচে জিততে না পারলে আরও একটি সিরিজ হাত ছাড়া হবে স্বাগতিকদের। মঙ্গলবার (২ এপ্রিল) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। মিরপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। প্রথম ম্যাচে অজিদের কাছে দশ উইকেট হেরেছিল টাইগ্রেসরা। আগে ব্যাট করে ৪ উইকেটে ১২৬ রানের লড়াকু সংগ্রহ পেয়েছিলেন জ্যোতি-মারুফারা। জবাবে সফরকারীরা কোনো উইকেট না হারিয়ে ১৩তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।   ১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। এরপর মাত্র ৩৪ বলেই ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করেন হিলি। অন্যপ্রান্তে ৩৫ বলে ফিফটি তুলে নেন আরেক ওপেনার মুনি। এই দুই ওপেনারের জোড়া অর্ধশতকে ১০ উইকেটের সহজ জয় পেয়েছে অজিরা। এর আগে, ব্যাট করতে নেমে বাজে শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন দিলারা। এরপর ব্যাট করতে নেমে ফেরেন সুবহানা মোস্তারিও। ৮ বল খেলেও রানের খাতা খোলা হয়নি টপ-অর্ডার এই ব্যাটারের। দলীয় ২ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে মুর্শিদা খাতুনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন জ্যোতি। চার নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন টাইগ্রেস দলপতি। ৫৭ বলে দেখা পেয়েছেন ব্যক্তিগত অর্ধশতকের। শেষ পর্যন্ত ৬৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। এ ছাড়া ২৭ বলে ২০ রান করেন মুর্শিদা। শেষ দিকে আগ্রাসী ব্যাটিংয়ে ২১ বলে ২৭ রান করেন ফাহিমা খাতুন। এতে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের পুঁজি পায় টাইগ্রেসরা।
০১ এপ্রিল ২০২৪, ২২:১৬

নতুন সিরিজ দিয়ে পর্দায় ফিরলেন নায়ক মান্না
ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না। দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপর দিয়েছেন মান্না; যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে। তবে সম্প্রতি জীবিতরূপে পর্দায় ফিরলেন অ্যাকশন হিরোর বেশে! মুক্তি প্রতীক্ষিত সায়েন্স ফিকশন সিরিজ ‘ব্ল্যাকস্টোন’-এ দেখা যাবে জীবন্ত মান্নাকে! এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার গালিব। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার, যা প্রশংসা কুড়িয়ে নিয়েছে নেটিজেনদের। মন্তব্যঘরে একজন লিখেছেন, পুরোই হলিউড ভাইবস। গর্বের সহিত বলব- আমরাও পারি।’ প্রকাশিত ১ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, একটি পাথরখণ্ডের স্পর্শে বদলে যায় সিরিজটির প্রধান চরিত্রের জীবন। রয়েছে ধুন্ধুমার অ্যাকশনের আভাসও। আর শেষ দৃশ্যে দেখা মেলে প্রয়াত অভিনেতা মান্নার। নির্মাতা শাহরিয়ার গালিব বলেন, এই সিরিজ নির্মাণে অনুপ্রাণিত হয়েছি জেমস ক্যামেরন ও ক্রিস্টোফার নোলানের কাছ থেকে। এখানে আমরা নায়ক মান্নাকে ট্রিবিউট করেছি। কারণ স্টার ওয়ার্স কিংবা অন্যান্য হলিউড মুভিতে দেখবেন প্রয়াত অভিনেতাদের কম্পিউটা কিংবা এআই প্রযুক্তির সাহায্যে আবারও অভিনয়ে ফেরানো হচ্ছে। এই জিনিসটি কিন্তু আমাদের এখানে অথবা বলিউডে তেমন প্রচলিত না। তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখি! অবশেষে কাজটি করলাম এবং ভালো সাড়া পাচ্ছি। নির্মাতা জানান, সিরিজটি নিয়ে প্রয়াত চিত্রনায়ক মান্নার পরিবারের অনুমতি নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন। কিন্তু এখনও যোগাযোগ করতে পারেননি। তবে তিনি মান্নার পরিবারের অনুমতি নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ‘ব্ল্যাকস্টোন’র গল্প প্রসঙ্গে শাহরিয়ার গালিব জানান, মহাকাশ থেকে একটা পাওয়ারফুল পাথর এসে পৃথিবীতে পড়ে। যেখানে পড়ে, সেখানে দৈবভাবে সিরিজটির প্রধান চরিত্রটিও থাকে। সে পাথরটি দেখতে পায় এবং ছুঁয়ে ফেলে। যে কারণে ওই পাথর থেকে একটা শক্তি তার ওপর ভর করে। সে এক ধরনের ম্যাজিক্যাল পাওয়ার পায়। এতে তার দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটে। সে আর আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। ছড়াতে থাকে গল্পের ডালপালা। এগিয়ে যায় কাহিনি। ব্ল্যাকবক্স স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন চট্টগ্রামের স্থানীয় অভিনয়শিল্পীরা। আছেন রাফি, রাজিব, শাহরিয়ার কবির প্রমুখ। প্রযোজনা করেছেন রবিউল করিম। নির্মাতা জানান, তিন ভাগে বিভক্ত করা সিরিজটির প্রথম অংশ আসবে আগামী ১ এপ্রিল। এরপর ১ মে উন্মুক্ত হবে দ্বিতীয় সিজন আর তৃতীয় সিজনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
২৮ মার্চ ২০২৪, ১৫:০২

জয়ার প্রথম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যে ঢালিউড-টালিউড মাতিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই দর্শকদের হৃদয় ছুঁয়ে যান তিনি। চলচ্চিত্রের পর এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নতুন এই সিরিজের নাম ‘জিম্মি’। এটি নির্মাণ করবেন আশফাক নিপুণ। মঙ্গলবার (২৬ মার্চ)  দুপুরে ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘জিম্মি’ তারই একটি। গল্পে দেখা যাবে, সরকারী নিম্নপদস্থ কর্মচারী একজন মহিলা ১০ বছর ধরে কোনো প্রমোশন পায়না। স্বামী স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙখী মহিলাটি একদিন অফিসের স্টোররুমে একটা বড় অংকের টাকার বাক্স পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে মহিলাটি।  খুব শিগগিরই সিরিজটির শুটিং শুরু হবে। তবে এতে জয়া আহসান ছাড়া আর কে রয়েছেন তা এখনও জানা যায়নি।
২৬ মার্চ ২০২৪, ১৬:১৮

বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক সিরিজ অস্ট্রেলিয়ার
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার ঘুরের দাঁড়ানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতেও ভাগ্য বদলায়নি টাইগ্রেসদের। ব্যাটারদের ব্যর্থতার গল্পে বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজেরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো অজি মেয়েরা। শনিবার (২৪ মার্চ) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৪ দশমিক ১ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৫৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারালেও কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিতে বেগ পেতে হয়নি সফরকারীদের। এলিস পেরির দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। তিন বাউন্ডারিতে ৫০ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন পেরি। অন্যদিকে ২৩ বলে ২৩ রানের ইনিংস খেলে তাকে সঙ্গে দেন অ্যাশলি গার্ডনার। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফোব লিচফিল্ডের উইকেট হারায় অজিরা। রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।  এরপর ব্যাট হাতে নেমে অজি অধিনায়ক অ্যালিসা হিলিও নিজের ইনিংস বড় করতে পারেননি। নিজের জন্মদিনে মাত্র ১৫ রানে আউট হয়েছেন তিনি। এরপর বেথ মুনি ও তাহিলা ম্যাকগ্রাথকেও দ্রুত ফেরায় টাইগ্রেসরা। ১২ বলে ৮ রানে মুনি ও ২২ বলে ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন তাহলিয়া ম্যাকগ্রা। তবে শেষ পর্যন্ত জমে উঠেনি লড়াই। অ্যাশলি গার্ডনারকে নিয়ে বাকি ম্যাচটা শেষ করেন পেরি। এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে বড় সংগ্রহ না পেলেও ইনিংসের অষ্টম ওভার পর্যন্ত কোনো উইকেট হারায়নি টাইগ্রেসরা। তবে নবম ওভারেই এলোমেলো হয়ে যায় সবকিছু। মেগান শুটের বলে সাজঘরে ফেরেন সুবহানা মুস্তারী। প্যাভিলিয়নে ফেরার আগে ২০ বলে এই ওপেনারের ব্যাট থেকে আসে ৩ রান। এরপর একে একে ফেরেন ফারজানা হক, মুর্শিদা খাতুন, জ্যোতিরা। অজি বোলারদের তোপের মুখে কেউই ক্রিজে থিতু হতে পারেননি। টাইগ্রেসদের হয়ে কেবল তিনজন ব্যাটারই দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন। ফাহিমা ১১, রিতু ১০ এবং শেষদিকে নাহিদার ২২ রান। দলের বাকিরা এক অঙ্ক ছুঁয়েই আউট হয়েছেন। নাহিদার সর্বোচ্চ ২২ রানের ইনিংসের সুবাদেই শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ৯৭ রানের পুঁজি দাঁড় করায় লাল-সবুজের প্রতিনিধিরা। অজিদের হয়ে সোফি মলিনিউ তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন অ্যাশলি গার্ডনার, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়্যারহাম। আর মেগান শ্যুটের শিকার এক উইকেট।
২৪ মার্চ ২০২৪, ১৪:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়