• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল নগরে 

আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪০
সিলেটে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল নগরে 
ছবি : সংগৃহীত

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। এর মধ্যে যেন কিছুটা ব্যতিক্রম সিলেট। হাওর, পাহাড়, টিলা, আর অসংখ্যা গাছপালা ঘিরে থাকায় সিলেটে তাপদাহ তেমন প্রভাব ফেলছে না। তবে নগরে বিরাজ করছিল অস্বস্তিকর গরম। অবশেষে নগরেও স্বস্তির বার্তা বয়ে আনল এক ঘণ্টার ঝুম বৃষ্টি।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টা থেকে শুরু হয় এই বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে ছিলো ঝড়ো হাওয়া। এতে করে পুরো শহরে কমে গরমের অস্বস্তি ভাব।

এসময় অনেককেই দেখা যায় সড়কে নেমে বৃষ্টিস্নান নিতে। সারাদিনের গরম শেষে একটু বৃষ্টির ছোঁয়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শহরবাসী। বৃষ্টির ছোঁয়ায় যেন প্রাণের উচ্ছ্বাস ফিরেছে শহরে। এর আগে রাত আটটার পর থেকে নগরে বইতে শুরু করে বাতাস। পরে রাত নামে ঝুম বৃষ্টি।

এদিকে সমগ্র বাংলাদেশ যেখানে তাপদাহে পুড়ছে সেখানে অনেকটা ব্যতিক্রমী আবহাওয়া সিলেটে। আবহাওয়াবিদরা বলছেন, জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৫ ডিগ্রি আর সর্বনিম্ন ২০। তাপদাহ কমাতে তাই বেশি করে গাছ লাগানোর পরামর্শ আবহাওয়াবিদদের। গ্রীষ্মকালে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি রেকর্ড হয় ২০১৪ সালে। এর বেশি উত্তাপ কখনোই দেখেনি সিলেটবাসী।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে ঝড়ো বাতাস, নেই স্বস্তির বৃষ্টি 
বৃষ্টি আরও যতদিন থাকতে পারে
পোড়া বনের জন্য বৃষ্টি যেন আশীর্বাদ
৯ জেলায় বজ্রপাতে নিহত ১১ 
X
Fresh