• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
ভেঙে গেল ভারতের ১২৭ বছরের পুরোনো গোদরেজ গ্রুপ
ভারতের জনপ্রিয় এবং পুরোনো ব্যবসায়ী গোষ্ঠী গোদরেজ গ্রুপের মালিকেরা তাদের ব্যবসা ভাগ করার বিষয়ে একমত প্রকাশ করেছেন। ফলে ১২৭ বছরের পুরোনো এই গ্রুপটি ভেঙে যাচ্ছে। নতুন করে গোদরেজ এন্টারপ্রাইজ এবং গোদরেজ ইন্ডাস্ট্রিজ নামে দুটো আলাদা গ্রুপ তৈরি হচ্ছে। ১৮৯৭ সালে গোদরেজ গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন দুই ভাই আরদেশির গোদরেজ এবং পিরোজশা বুরজোরজি গোদরেজ। গ্রুপের বর্তমান মালিকেরা প্রায় ৫৯ হাজার কোটি রুপির (৭০০ কোটি ডলার) ব্যবসা ভাগ করতে যাচ্ছেন। তবে গোদরেজ এন্টারপ্রাইজ এবং গোদরেজ ইন্ডাস্ট্রিজ নামে দুটো আলাদা গ্রুপে ভাগ হয়ে ব্যবসা পরিচালনা করলেও তারা গোদরেজ ব্র্যান্ড ব্যবহার করতে পারবে। ৭৫ বছর বয়সী জামশিদ গোদরেজ ‘গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের’ (জিইজি) নেতৃত্বে থাকবেন। যিনি গ্রুপটির চেয়ারপারসন এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। আর নির্বাহী পরিচালকের দায়িত্বে থাকবেন নিরিকা হোলকার। এই গ্রুপটি গোদরেজ অ্যান্ড বয়েস কোম্পানির মালিকানা পেয়েছে যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যারোস্পেস, তালা এবং নির্মাণ ব্যবসায় জড়িত। অন্যদিকে ৭৩ বছর বয়সী নাদির গোদরেজ ‌‘গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের’ (জিআইজি) নেতৃত্বে থাকবেন । তিনি গ্রুপটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। জিআইজির যেসব কোম্পানির মালিকানা পেয়েছে তার মধ্যে আছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট এসটেক লাইফসাইন্সেসের মত প্রতিষ্ঠান। নাদির গোদরেজের ভাই আদি গোদরেজ এবং পরিবারের সদস্যরা গ্রুপটির পরিচালনার দায়িত্বে থাকবেন। ২০২১ সালের আগস্টে গোদরেজ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ৮২ বছর বয়সী আদি গোদরেজ । তিনি তার ভাই নাদির গোদরেজের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ২০২৬ সালের আগস্টে নাদির গোদরেজের পরিবর্তে গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের মালিকানা পাবেন আদি গোদরেজের ছেলে পিরোজশা গোদরেজ। সূত্র : রয়টার্স
০২ মে ২০২৪, ১৫:৪৭

রিমান্ডে ট্রান্সকমের ৩ কর্মকর্তা
অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগে পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাদের জামিন বাতিল করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম। এরপর মামলার তদন্ত কর্মকর্তার পূর্বের রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এরপর শুনানি শেষে আদালত তিন আসামির জামিন বাতিল করেন এবং তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- কোম্পানিটির করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক এবং অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক। জানা গেছে, রাজধানীর গুলশান থানায় করা মামলায় করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মো. কামাল হোসেন। একই থানায় পৃথক মামলায় ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেকের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তিনি। পরে শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ২২ ফেব্রুয়ারি বাদী হয়ে গুলশান থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক। মামলায় কোম্পানির ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে শেয়ার হস্তান্তর করার অভিযোগ আনা হয়।
২১ এপ্রিল ২০২৪, ১৮:৩৩

পুড়ে যাওয়া সেই ভবন নিয়ে যা জানাল আমিন মোহাম্মদ গ্রুপ
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।   অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে শুক্রবার (১ মার্চ) রাতে রমনা থানার এসআই শহিদুল ইসলাম মামলাটি করেন।  মামলার এজাহারে ভবনটিতে থাকা ফাস্টফুড দোকান চুমুকের মালিক আনোয়ারুল হক (২৯), গ্রিন কজিকটেজের স্বত্বাধিকারী বলে উল্লেখ করা আমিন মোহাম্মদ গ্রুপ, কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ (৩৪) এবং ভবনের ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুলকে (৪০) আসামি করা হয়েছে। এদিকে, মামলার পর আমিন মোহাম্মদ গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান গাজী আহমেদ উল্লাহ্ জানিয়েছেন, গ্রিন কজিকটেজ ভবনের মালিক আমিন মোহাম্মদ গ্রুপ নয়। ভবনটি শুধু জয়েন্ট ভেনচারে নির্মাণ কাজটি (ডেভেলপার হিসেবে) সম্পন্ন করেছে আমিন মোহাম্মদ গ্রুপ।  তিনি বলেন, পুড়ে যাওয়ার ওই ভবনের জমির মালিক ছিলেন হামিদা খাতুন নামে একজন নারী। ডেভেলপার হিসেবে ২০১৫ সালে এ ভবন নির্মাণের পর তথা ৯ বছর আগে সম্পূর্ণভাবে তা মালিক বা স্পেস ক্রেতাদের বুঝিয়ে দিয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ।  গাজী আহমেদ উল্লাহ্ বলেন, বর্তমানে ‘গ্রিন কজিকটেজ ওনার্স অ্যাসোসিয়েশন’ নামে ওই ভবনের আলাদা মালিক সমিতি আছে। এই মালিক সমিতি ভবনটির ব্যবস্থাপনা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছে। ফলে ভুল তথ্য জেনে কোনোভাবে মামলায় আমিন মোহাম্মদ গ্রুপের নাম জড়ানো হয়েছে। আমিন মোহাম্মদ গ্রুপ সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি আরও বলেন, মামলা যেহেতু হয়েছে, তাই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। মামলার বিষয়টি তদন্তাধীন। তদন্তের পর আমিন মোহাম্মদ গ্রুপ সঠিক ও ন্যায়বিচার পাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে।  উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের বহুতল ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে।  অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার চারজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ৭ সদস্যের এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।  
০৩ মার্চ ২০২৪, ১৭:৫২

বেইলি রোড ট্রাজেডি / চার আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর 
রাজধানীর বেইলি রোডে 'গ্রিন কোজি কটেজ' ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার চারজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২ মার্চ) সন্ধ্যায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী। গ্রেপ্তার আসামিদের আদালতে হাজিরের পর ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আবু আনসারি এ আবেদন করেছিলেন। গ্রেপ্তার আসামিরা হলেন ভবনটির নিচতলায় অবস্থিত চুমুক রেস্টুরেন্টের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন, দোতলায় অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জয়নুদ্দিন জিসান এবং ভবনের ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুল।  শুক্রবার চুমুক রেস্টুরেন্টের দুজন মালিক আনোয়ারুল হক, শাকিল আহমেদ রিমন, কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জয়নুদ্দিন জিসানকে আটক করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। পরে ওইদিন রাতেই মামলা দায়ের করে শনিবার ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলকে আটক করে রমনা থানা পুলিশ। মামলায় অবহেলাজনিত হত্যাকাণ্ডসহ আরও কিছু আইনের ধারা উল্লেখ রয়েছে। মামলায় আসামির কোনও সংখ্যা উল্লেখ না থাকলেও ভবনের মালিক আমিন মোহাম্মদ গ্রুপ কর্তৃপক্ষকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। চারজনকে গ্রেপ্তার ছাড়াও তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে আরও কয়েকজনকে।  এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে 'গ্রিন কোজি কটেজ' নামে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন। 
০২ মার্চ ২০২৪, ১৯:১৯

এডুকেশন এক্সপোর জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করছে এমএইচ গ্লোবাল গ্রুপ
এমএইচ গ্লোবাল গ্রুপ দেশের একটি শীর্ষস্থানীয় গ্রুপ অব কোম্পানিজ যারা দেশের বাইরে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গঠন নিয়ে কাজ করছে। শনিবার (২ মার্চ) তাদের আয়োজনে এক ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন এক্সপো অ্যান্ড ইমারজিং লিডারস অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজনটি চলবে। বৃহৎ পরিসরে এই এডুকেশন এক্সপো এবং অ্যাওয়ার্ড আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এমএইচ গ্লোবার গ্রুপের আত্মপ্রকাশ হতে যাচ্ছে এদিন। আয়োজকরা জানিয়েছে, সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে থাকছে এডুকেশন এক্সপো যেখানে উচ্চশিক্ষা বিষয়ক সব ধরনের সহায়তা নেওয়া যাবে। থাকছে ক্যারিয়ার ফেয়ার যেখানে থাকছে ১৫০টিরও বেশি পদে চাকরির সুযোগ, নেটওয়ার্কিং, স্বীকৃতিসহ আরও অনেক সুযোগ সুবিধা। এমএইচ গ্লোবাল গ্রুপ শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত এবং পেশাগত জীবনে ক্ষমতায়নের জন্য শিক্ষামূলক বৃত্তি এবং ক্যারিয়ার মেন্টরশিপ প্রোগ্রামসহ আরও বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। এই সংস্থার লক্ষ্য বাংলাদেশ এবং এর বাইরে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের মাধ্যমে নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। বৃহৎ পরিসরে আয়োজিত এই ইভেন্ট সম্পর্কে এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া বলেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন এক্সপো অ্যান্ড ইমারজিং লিডারস এ্যাওয়ার্ড-২০২৪ এ আমাদের এই অফুরন্ত সুযোগগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত। তিনি আরও জানান, আমাদের লক্ষ্য হল তাদের একাডেমিক প্রচেষ্টায় শ্রেষ্ঠত্ব অর্জন করানো এবং সফল ক্যারিয়ার তৈরি করতে সহায়তা প্রদান করা। আমরা আমাদের উদ্যোগের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত ও ক্ষমতায়িত করার লক্ষ্য রাখি। তাই আমরা আপনাদের সকলকে শিক্ষা সাফল্য উদ্‌যাপন করতে এবং সুযোগগুলো গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইভেন্টটি শুধু এমএইচ গ্লোবাল গ্রুপের শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতিই প্রদর্শন করে না বরং অংশগ্রহণকারীদেরকে গ্রুপ অব কোম্পানিজের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার, মূল্যবান সংযোগ করার সুযোগও দিচ্ছে।
০১ মার্চ ২০২৪, ১২:৪৩

'কর্পোরেট গ্রুপ চাইলে খাদ্যপণ্যের সংকট তৈরি করতে পারে'
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেন, আমাদের ফুড ব্যবসাটা ৫-৬ টি কর্পোরেট গ্রুপের হাতে চলে গেছে। যারা চাইলে দেশে খাদ্যপণ্যের সংকটও তৈরি করতে পারে। তারাই এখন সব কিছু করে কারণ আইনে তো বাধা নেই। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সফিকুজ্জামান বলেন, আমরা সব কিছুতে পাকিস্তানের চেয়ে ভাল আছি কিন্তু বাংলাদেশে কর্পোরেট কালচারের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ এসএমই বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে চলতে দেয়া হলে একটা সময় ভয়াবহ হয়ে উঠবে। যে কোন পণ্য অস্থির হয়ে উঠতে পারে। তিনি বলেন, জনগণকে বুঝাতে হবে খোলা ড্রামের তেলে কি কি ক্ষতি আছে। কারণ ক্যামিকেলের ড্রাম গুলো ঠিক মত পরিস্কার পর্যন্ত না করেই তেল ভর্তি করে তা বাজারজাত করছে। এ সব কারা করছে যারা মেঘনা ঘাট থেকে শুরু করে শীতলক্ষ্যার পাড়ে সামরাজ্য তৈরি করেছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রধান প্রফেসর সোহেল রেজা চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫

ট্রান্সকমের ৫ কর্মকর্তার জামিন
প্রতারণার পৃথক তিন মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আফনান সুমী তাদের জামিন মঞ্জুর করেন। পাঁচ আসামি হলেন- ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভুইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার আবু ইউসুফ মো. সিদ্দিক এবং সহকারি কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক। এদিন গ্রেপ্তার পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। এরপর আসামি মামুনকে পাঁচ দিন এবং অপর আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করে তদন্ত সংস্থা পিবিআই।  অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত  পরবর্তী তারিখ পর্যন্ত প্রত্যেকের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার প্রতারণার মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচজন কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই জানায়, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের বড় মেয়ে সিমিন রহমানের বিরুদ্ধে ছোট মেয়ে শাযরেহ হক প্রতারণা মামলাটি করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গ্রুপটির শীর্ষ ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ এনে শাযরেহ হক এই মামলা করেছেন। গ্রুপটির অধীনে পরিচালিত কোম্পানিগুলোর মধ্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, ট্রান্সকম বেভারেজেস, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন, ট্রান্সকম কনজিউমার প্রোডাক্টস, ট্রান্সকম ফুডস, ট্রান্সকম ইলেকট্রনিকস, ট্রান্সক্রাফট, মিডিয়াস্টার অন্যতম।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৭

নিউইয়র্কে দুই কিশোর গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত ১, আহত ৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে কিশোরদের দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন একজন। একই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ বয়স্ক মানুষও আছেন।  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।  কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএনের ওই প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার (১২ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। ঘটনাটি সন্ধ্যা সময় ঘটেছে এবং সেসময় বিভিন্ন অফিসের কর্মী ও শিক্ষার্থীরা এটি ব্যবহার করে যাতায়াত করে থাকেন। পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আর আহতদের মধ্যে একজন ১৪ বছর বয়সী মেয়ে, একজন ১৫ বছর বয়সী ছেলে এবং একজন ৭১ বছর বয়সী ব্যক্তিও রয়েছেন।  পুলিশ বলছে, তারা অন্তত একজন বন্দুকধারীর সন্ধান করছে। যদিও গোলাগুলির এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়নি তারা। এক সংবাদ সম্মেলনে পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেছেন, ‘এটি এলোমেলো কোনও গোলাগুলির ঘটনা ছিল না। আমরা বিশ্বাস করি, ট্রেনে দুটি গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এই গোলাগুলি হয়েছে।’ উল্লেখ্য, অন্যান্য উন্নত দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা খুবই সাধারণ। যদিও নিউইয়র্ক সিটিসহ অন্যান্য প্রধান শহর তুলনামূলক নিরাপদ এবং শহরের সাবওয়েগুলোতে গুলির ঘটনাও বেশ বিরল।  
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০১

আমদানিকৃতদের মধ্যে আদানির বিদ্যুতের দাম ৮১ শতাংশ বেশি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভারতের সরকারি ও বেসরকারি পাঁচটি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানি করে। বাকি কোম্পানিগুলোর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৮০ দশমিক ৫৭ শতাংশ বেশি। বিপিডিবির ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া, পিটিসি ইন্ডিয়া লিমিটেড, এনভিভিএন লিমিটেড, সেম্বকর্প এনার্জি ইন্ডিয়া লিমিটেড এবং আদানি গ্রুপের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানি করে বিপিডিবি। এরমধ্যে ৪টি কোম্পানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে খরচ পড়েছে ৪ দশমিক ২২ থেকে ৯ দশমিক ৯৫ টাকা। অন্যদিকে আদানির প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশকে গুনতে হয়েছে ১৪ দশমিক শূন্য ২ টাকা। গত বছর ভারতের পাঁচটি কোম্পানির মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করেছে ৪টি কোম্পানির ৬টি বিদ্যুৎকেন্দ্র। আদানির ২টি কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ আমদানি করা হয়নি। বিদ্যুৎ আমদানি বাবদ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ সরকার ভারতের ৫টি কোম্পানির ৮টি বিদ্যুৎকেন্দ্রকে ৯ হাজার কোটি টাকার বেশি পরিশোধ করেছে। সেখানে আদানির ২টি কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ না নিয়েও পরিশোধ করেছে ১৫০ কোটি টাকার বেশি। প্রতিবেদনে উল্লেখ আছে, এনভিভিএন লিমিটেড ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে ১৮০ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৪২৮ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে। অন্যদিকে ঝাড়খণ্ডে আদানি পাওয়ার লিমিটেড থেকে কেনা হয় ১৫৯ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ৮২২ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ। এনভিভিএন লিমিটেডের তুলনায় আদানি গ্রুপ ২০ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ৬০৬ কিলোওয়াট ঘণ্টা কম বিদ্যুৎ সরবরাহ করেছে। এনভিভিএন লিমিটেডকে পরিশোধ করা হয়েছে ৭৬০ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার ৩৬২ টাকা। অথচ কম বিদ্যুৎ সরবরাহ করা আদানিকে পরিশোধ করা হয়েছে ২ হাজার ২৪১ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৩০৮ টাকা। এতে আরও উল্লেখ আছে, ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে ভারত থেকে আমদানি করা সব বিদ্যুতের দাম বেড়েছে। গত অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুৎ আমদানি করতে গড়ে ব্যয় হয়েছিল ৬ দশমিক ১১ টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে তা ৮ দশমিক ৭৭ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, দেশটি থেকে আমদানিকৃত বিদ্যুতের দাম ৪৩ দশমিক ৫৩ শতাংশের বেশি বেড়েছে। এ ব্যাপারে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন বলেন, আদানির সঙ্গে করা চুক্তিটিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি; যার মাশুল এখন বাংলাদেশকে দিতে হচ্ছে। অন্যদিকে দেশটির সঙ্গে প্রথম দিকে বিদ্যুৎ আমদানি করার যে চুক্তি করা হয়েছিল, সেখানে বাংলাদেশ লাভবান হয়েছিল।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৯

উয়েফা নেশন্স লিগ / গ্রুপ অব ডেথে ইতালি-ফ্রান্স-বেলজিয়াম
২০২৪-২৫ উয়েফা নেশন্স লিগে একই গ্রুপে পড়েছে বিশ্বকাপ রানার্স-আপ ফ্রান্স, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালি এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাবেক শীর্ষ দল বেলজিয়াম। এ ছাড়া প্রথমবারের মতো শীর্ষ টায়ারে উন্নীত হওয়ার কারণে দিদিয়ের দেশমের ফ্রান্সের সঙ্গে গ্রুপ এ-২ এর চতুর্থ দল হিসেবে খেলবে ইসরায়েল। অন্যদিকে ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সার্বিয়ার সঙ্গে গ্রুপ পর্বে অন্যতম ফেবারিট হিসেবে মাঠ নামবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। গত বছর ফাইনালে স্পেনের কাছে পরাজিত ক্রোয়েশিয়া গ্রুপ এ-১ এর সাবেক বিজয়ী পর্তুগাল, পোল্যান্ড ও স্কটল্যান্ডের মোকাবিলা করবে। ইউরো ২০২৪ আয়োজক জার্মানি গ্রুপ এ-৩’তে নেদারল্যান্ডস, হাঙ্গেরি ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে। লিগ বি’তে রেলিগেটেড হওয়া গ্যারেথ সাউথ গেটের ইংল্যান্ড গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও গ্রিসের সঙ্গে লড়াইয়ে নামবে। বড় দূরত্বে দলগুলোর যাত্রা সীমিত রাখার উয়েফা আইনের অধীনে এই দলগুলো কাজাকিস্তানের সঙ্গে একই গ্রুপ এড়াতে সক্ষম হয়েছে। গ্রুপ বি-৪’এ ওয়েলসের প্রতিপক্ষ আইসল্যান্ড, মন্টিনেগ্রো ও তুরস্ক। প্রতিটি লিগে চারটি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। এক্ষেত্রে ব্যতিক্রম লিগ-ডি। এখানে মোট ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ইউক্রেন আগ্রাসনের কারণে রাশিয়া এখনও নিষিদ্ধ। আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর মধ্য নভেম্বরে গ্রুপ পর্বের খেলা শেষ হবে। এবারের নেশন্স লিগের সূচি নতুন নক-আউট রাউন্ডে আয়োজিত হবে। নতুন নিয়ম অনুযায়ী, লিগ-এ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল দুই লেগের কোয়ার্টার ফাইনালে খেলবে। চার ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে লিগ-বি, সি ও ডি’র গ্রুপ বিজয়ীরা সরাসরি উন্নীত হবে। আগের মতই লিগ-এ ও বি’র শেষ দল রেলিগেটেডে হয়ে যাবে। লিগ-সি’র নিচের দুই দল লিগ-ডি’তে নেমে যাবে। লিগ-এ’র তৃতীয় ও লিগ-বি’র দ্বিতীয় স্থান পাওয়া দলগুলো যথারীতি প্লে-অফে খেলবে। লিগ-বি ও সি’র প্রোমোশন ও রেলিগেশন আগের নিয়মানুযায়ী চলবে। নতুন ফরম্যাটে লিগ-ডি’র দুই রানার্স-আপ দলের সামনে সুযোগ থাকবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করার। তাদের সঙ্গে খেলবে লিগ-সি’র চতুর্থ স্থানে থাকা সেরা দুই দল। নেশন্স লিগের ড্র :  লিগ এ গ্রুপ এ১ : ক্রোয়েশিয়া, পর্তুগাল, পোল্যান্ড, স্কটল্যান্ড গ্রুপ এ২ : ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, ইসরায়েল গ্রুপ এ৩ : নেদারল্যান্ডস, হাঙ্গেরি, জার্মানি, বসনিয়া এন্ড হার্জেগোভিনা গ্রুপ এ৪ : স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া   লিগ বি গ্রুপ বি১ : চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, আলবেনিয়া, জর্জিয়া গ্রুপ বি২ : ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রীস গ্রুপ বি৩ : অস্ট্রিয়া, নরওয়ে, স্লোভেনিয়া, কাজাকিস্তান গ্রুপ বি৪ : ওয়েলস, আইসল্যান্ড, মন্টিনেগ্রো, তুরস্ক   লিগ সি গ্রুপ সি১ : সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া গ্রুপ সি২ : রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুনিয়া/জিব্রালটার গ্রুপ সি৩ : লুক্সেমবার্গ, বুলগেরিয়া, নর্দান আয়ারল্যান্ড, বেলারুশ গ্রুপ সি৪ : আর্মেনিয়া, ফারো আইসল্যান্ড, নর্থ মেসিডোনিয়া, লাটভিয়া   লিগ ডি গ্রুপ ডি১ : লিথুনিয়া/জিব্রালটার, সান মারিনো, লিখেনস্টেইন গ্রুপ ডি২ : মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা।  
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়