• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নিউইয়র্কে দুই কিশোর গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত ১, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২
সোমবার (১২ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে গোলাগুলি হয়
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে কিশোরদের দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন একজন। একই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ বয়স্ক মানুষও আছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএনের ওই প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার (১২ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। ঘটনাটি সন্ধ্যা সময় ঘটেছে এবং সেসময় বিভিন্ন অফিসের কর্মী ও শিক্ষার্থীরা এটি ব্যবহার করে যাতায়াত করে থাকেন।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আর আহতদের মধ্যে একজন ১৪ বছর বয়সী মেয়ে, একজন ১৫ বছর বয়সী ছেলে এবং একজন ৭১ বছর বয়সী ব্যক্তিও রয়েছেন।

পুলিশ বলছে, তারা অন্তত একজন বন্দুকধারীর সন্ধান করছে। যদিও গোলাগুলির এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়নি তারা।

এক সংবাদ সম্মেলনে পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেছেন, ‘এটি এলোমেলো কোনও গোলাগুলির ঘটনা ছিল না। আমরা বিশ্বাস করি, ট্রেনে দুটি গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এই গোলাগুলি হয়েছে।’

উল্লেখ্য, অন্যান্য উন্নত দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা খুবই সাধারণ। যদিও নিউইয়র্ক সিটিসহ অন্যান্য প্রধান শহর তুলনামূলক নিরাপদ এবং শহরের সাবওয়েগুলোতে গুলির ঘটনাও বেশ বিরল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবরাজের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার কারণ খোলাসা করলেন পাপন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
X
Fresh