• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
  প্রথম বাংলাদেশি হিসেবে আফ্রিকার ডারবানে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত ফেরদৌস। জিতেছেন ম্যান্ডেলা কাপে স্বর্ণপদক। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এটিকে গেল দেড় দশকে দেশের সেরা সাফল্য মনে করেন। বিদেশের মাটিতে এমন সফলতার পর গর্বিত দেশের বক্সিং সংশ্লিষ্টরা। জিন্নাত ফেরদৌসের বক্সিংয়ে আবির্ভাব গত বছর হঠাৎ করেই। তিনি  লাল-সবুজের হয়ে অংশ নেন এশিয়ান গেমসেও। সেখানে যদিও প্রথম বিশ্বমঞ্চে তেমন ভালো কিছু করতে পারেননি। এরপর যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত কোচের কাছে ট্রেনিং চালিয়ে যান জিন্নাত। তার ঝুলিতে অবশেষে সাফল্য ধরা দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা কাপে গোল্ড জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত।  বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেছেন, জিন্নাতের স্বর্ণপদক জয় দেশের বক্সিংয়ের জন্য অনেক বড় একটি সফলতা। তার স্বর্ণ জয়ই দেশের সেরা সাফল্য। জিন্নাতের পারফরম্যান্স, অভিজ্ঞতা ও ফাইটিং দক্ষতা খুবই ভালো। আগামী মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া ফাইটে ভালো কিছু আশা করতে পারি।’  উল্লেখ্য, ২৭ দেশের এই টুর্নামেন্টে স্বর্ণ জয়ের পথে জিন্নাত হারিয়েছেন ইথিওপিয়ার সেরা বক্সার গাজিয়া বেথেলহামকে। আর এটাকেই সাম্প্রতিক দেশের বক্সিংয়ে সেরা সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা কাজে দেবে আসন্ন প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে।
২৪ এপ্রিল ২০২৪, ১১:৪৯

এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
ক্রিকেটে এশিয়ার দুটি পরাশক্তি হলো ভারত ও পাকিস্তান। তবে দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের রেশ এতটাই প্রকট হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে ২২ গজে। এর প্রমাণও মিলেছে গত এশিয়া কাপে। বাধ্য হয়ে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে হয় পাকিস্তানকে। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাবে ভারত, এমন আশ্বাস দেওয়ায় গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। তাই দুই দেশের দ্বন্দ্বের কথা মাথায় রেখে ভবিষ্যতে এশিয়া কাপ দুই দেশের বাইরের ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হচ্ছে। ফলে টুর্নামেন্টের সামনের আসরগুলোর আয়োজকের তালিকা থেকে বাদ পড়তে পারে তারা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এশিয়া কাপ নিয়ে নতুন সিদ্ধান্তে আসতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।  আগামী মাসে পরবর্তী চার থেকে আট বছরের জন্য এশিয়া কাপের মিডিয়া স্বত্ব নিয়ে বিড করার পরিকল্পনা করতে যাচ্ছে এসিসি। সেখানেই আয়োজক নির্ধারণ নিয়েও হয়েছে সিদ্ধান্ত।  ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়, চার অথবা আট বছর মেয়াদি এই চুক্তির আওতায় রয়েছে এশিয়া কাপের চারটি আসর। যার দুটি হবে ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ফরম্যাটে। তাতে আয়োজক হিসেবে ভারত-পাকিস্তানের নাম বাতিলের খাতায় পড়তে যাচ্ছে বলে জানিয়েছে তারা। সবশেষ এশিয়া কাপে আয়োজনে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বেশ প্রভাব ফেলেছে বলেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে এসিসি। এমনিতে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এক যুগেরও বেশি সময় হলো। দুই দলের সাক্ষাতের একমাত্র সুযোগ আইসিসি বা এসিসির কোনো আসর।    তাই এসিসি জানিয়েছে, বির্তক এড়াতে ভারত-পাকিস্তানকে রাখা হচ্ছে না স্বাগতিকদের তালিকায়। যার ফলে স্বাগতিকদের তালিকায় নাম এসেছে চার দেশের।   বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হওয়ার কথা রয়েছে পরের চার আসর। বিডে অংশ নিলে বাংলাদেশের সামনে রয়েছে একক আয়োজক হওয়ার সুযোগ। এশিয়া কাপের সামনের আসরগুলো থেকে বেশ ভালো অঙ্কের অর্থ আয়ের দিকে মনোযোগ দিয়েছে এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এশিয়া কাপের পরের চারটি আসরের জন্য মিডিয়া স্বত্ব চুক্তি ছিল প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার। এবার তা আরও বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। 
১৭ এপ্রিল ২০২৪, ১৪:৫৮

৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ২৫ ওভারে ১০২/৬   ডি সিলভার পর মেন্ডিসও ব্যর্থ ১৭:০৫, এপ্রিল ১ এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অধিনায়ক ডি সিলভা। ৭ বলে ১ রানে হাসানের চতুর্থ শিকার হন এই ডান হাতি ব্যাটার। এরপর ৯ রানে কামিন্দু মেন্ডিসকে আউট করেন খালেদ আহমেদ।   মাদুশকার পর চান্দিমালের বিদায় ১৬:৪৪, এপ্রিল ১ মাদুশকার বিদায়ের পর ৭ বলে ৯ রান করে আউট হন চান্দিমাল। এবারেও দলের উইকেট  শিকারী হাসান। অভিষেক ম্যাচের পঞ্চম উইকেট শিকার করেন তিনি। দলীয় ৭২ রানে চার উইকেট হারিয়েছে লঙ্কানরা। মাদুশকাকে ফেরালেন হাসান মাহমুদ ১৬: ৩৬, এপ্রিল ১ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সঙ্গে নিয়ে লঙ্কান শিবিরে হাল ধরেন নিশান মাদুশকা। দুজনের ব্যাটে ভর করে দলীয় ফিফটি পূরণ করে লঙ্কানরা। ৪৫ বলে ৩৪ রান করে আউট হন মাদুশকা। হাসানের দ্বিতীয় শিকার হন তিনি। কুশল মেন্ডিসও বোল্ড ১৫: ৩৬, এপ্রিল ১ করুনারত্নের পর ক্রিজে নেমেছিলেন কুশল মেন্ডিস। এবার ডানহাতি এই ব্যাটারও বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। খালেদ আহমেদের অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে চেয়েছিলেন। ঠিকঠাক টাইমিং না হওয়ায় ২ রানে ফিরলেন এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে ২ উইকেটে ১৫ রান শ্রীলঙ্কার।   করুনারত্নেকে হারাল শ্রীলঙ্কা ১৫: ১৬, এপ্রিল ১ যেভাবে খেলতে চেয়েছিলেন, সেভাবে বলটি উঠেনি। ব্যাটের নিচের অংশে লেগে ঢুকেছে স্টাম্পে। অভিষিক্ত হাসানের বলে বোল্ড হয়েচ ফিরেছেন করুনারত্নে। ১২ রানে প্রথম উইকেট হারাল সফরকারীরা।    ফের ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ১৫: ১৬, এপ্রিল ১ ৩৫৩ রানে এগিয়ে ছিল লঙ্কানরা। চাইলে বাংলাদেশকে ফলো-অন করাতে পারতো তারা। তবে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। চা-বিরতি শেষেই ব্যাট হাতে নেমেছেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা ও দিমুত করুনারত্নে।   ১৭৮ রানে থামল বাংলাদেশ ১৪: ৫৬, এপ্রিল ১ আসিতার বলে বোল্ড হয়েছেন খালেদ। এতে ১৭৮ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে ৩৫৩ রানে এগিয়ে থাকল শ্রীলঙ্কা। এখন চাইলেই স্বাগতিকদের ফলো-অন করাতে পারবে সফরকারীরা।   ফার্নান্দোর তৃতীয় শিকার ১৪: ৪৫, এপ্রিল ১ ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন মুমিনুল হক। তবে এবার তাকেও থামতে হলো।  ফার্নান্দোর ফুললেংথের বলে এলবিডব্লু হয়েছেন সাবেক এই দলপতি। রিভিউ নিয়ে আম্পায়ার্স কলে কাটা পড়েছেন তিনি। বাংলাদেশের বাকি আর মাত্র ১ উইকেট।   ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ ১৪: ২৯, এপ্রিল ১ জীবন পেয়েও কাজে লাগাতে পারেনি মিরাজ। অল্প সময়ের মধ্যেই ফিরেছেন ড্রেসিং রুমে। এতে ১৬৫ রানের মাথায় ৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ল বাংলাদেশ। জায়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের আর্ম ডেলিভারি ভুল লাইনে ডিফেন্ড করেন মিরাজ। সেটি প্যাডে লাগে তার। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই অলরাউন্ডার। ৬২ ওভারে বাংলাদেশ ১৬৫/৮। ফলো-অন এড়াতে প্রয়োজন আরও ১৬৭ রান।   আরেকটি ক্যাচ মিস ১৪: ১০, এপ্রিল ১ বল মোকাবিলায় ধৈর্য ধরে রাখতে পারছিলেন না মিরাজ। তাই জয়াসুরিয়াকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে হাঁকাতে চেয়েছিলেন। যা ক্যাচ উঠেছিল। শর্ট কাভারে দীর্ঘ সময় পেয়েও সহজ ক্যাচ ফেলে দেন সাদিরা সামারাবিক্রমা।  বাংলাদেশ ১৫৫/৭, ৩৭৬ রানে পিছিয়ে   ফিরলেন দিপুও ১৩: ৪৬, এপ্রিল ১ ৭ রানে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তবে বেশিক্ষণ আর স্থায়ী হলেন না। লাহিরু কুমারার বলে স্কয়ারড আপ হয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।  ফলে উইকেট সপ্তম হারাল বাংলাদেশ। স্কোর ১৪৮/৭, প্রথম ইনিংসে পিছিয়ে ৩৮৩ রানে। ফলো-অন এড়াতে চাই আরও ১৮৩ রান।   অল্পের জন্য বাঁচলেন দিপু ১৩: ০৭, এপ্রিল ১ ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন তাইজুল-জাকির। তবে ফিল্ডার পর্যন্ত পৌঁছায়নি সেগুলো। এবার বেঁচে গেলেন শাহাদাতও।  জয়াসুরিয়াকে ড্রাইভ করতে গিয়ে ফিরতি ক্যাচ তুলেছিলেন এই ব্যাটার। নাগালের মধ্যেই ছিল, তবে রাখতে পারেননি তিনি। এতে ৭ রানে জীবন পেলেন শাহাদাত।  বাংলাদেশ ৫০ ওভারে ১৪১/৬, ৩৯০ রানে পিছিয়ে    চিরচেনা ব্যর্থতায় লিটন ১৩: ০৭, এপ্রিল ১ এবারও ব্যর্থ লিটন। তবে কিছুটা পার্থক্য আছে। এবার প্রথম না, তৃতীয় বলে আউট হয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। প্রথম বলটি দেখেশুনে ডিফেন্ড করেছিলেন। পরের বলেই হাঁকান বাউন্ডারি। এরপর লেংথ খানিকটা কমিয়ে দিয়েছিলেন ফার্নান্দো। সেটা বুঝতে পারেননি লিটন। ডেকে এনেছেন মহাবিপদ। খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কুশল মেন্ডিসের হাতে। এতে ৪ বলের মধ্যেই সেরা দুই ব্যাটারকে হারাল বাংলাদেশ।   সাকিব এলবিডব্লু ১২: ৫৯, এপ্রিল ১ সাকিবের বিদায়ে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। আসিতা ফার্নান্ডোর ভেতরের দিকে ঢোকা বল লাইন মিস করেন সাকিব। বাকি গল্পটা এলবিডব্লু। এরপর রিভিউতেও বদলাল না রড টাকারের সিদ্ধান্ত।  বল ট্র্যাকিং দেখিয়েছে, আম্পায়ার্স কল। এতে বাঁচল বাংলাদেশের রিভিউ। তবে ঠিকই উইকেট হারাল লাল-সবুজেরা।  বাংলাদেশ ১২৬/৫, পিছিয়ে ৪০৫ রানে।   প্রথম সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৩ উইকেট ১২: ০৭, এপ্রিল ১ চট্টগ্রামে তৃতীয় দিনের শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ। তবে এরপরই দুই উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় টাইগার শিবির। প্রথম ঘণ্টার মতো পরের ঘণ্টায়ও ৩০ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় উইকেট জিইয়ে রাখলেও দ্বিতীয় ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে চাপে শান্তর দল। তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত ৪১ ওভারে বাংলাদেশ ১১৫/৪। ফলো-অন এড়াতে আরও ২১৭ রান করতে হবে ৪১৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও মুমিনুল হক।   ২ ওভারে ২ উইকেট ১১: ৪৭, এপ্রিল ১ প্রথমে শান্ত! পরের ওভারে তাইজুলও। এতে পরপর দুই ওভারে ২ উইকেট হারাল বাংলাদেশ। ওপেনার জাকিরের মতো বোল্ড হয়েছেন নাইটওয়াচম্যান তাইজুল।  ফার্নান্দোর অফ স্ট্যাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন তাইজুল। তবে ব্যাটের কোনায় লেগে লেগ স্ট্যাম্পে আঘাত করে বল। এতে ৬৬ বলে ২২ রানে সমাপ্তি ঘটে তাইজুলের ইনিংসের। ৩৭ ওভারে ১০৬/৪, ৪২৫ রানে পিছিয়ে বাংলাদেশ।   দ্রুতই ফিরলেন শান্ত ১১: ৩২, এপ্রিল ১ ব্যর্থতার ধারা বজায় রেখে দ্রুতই ড্রেসিং রুমের পথ ধরলেন নাজমুল হোসেন শান্ত। জায়াসুরিয়ার ফুল লেংথ ডেলিভারি অন ড্রাইভে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়েছেন টাইগার দলপতি। আউট হওয়ার আগে ১১ বলে করেছিলেন স্রেফ ১ রান। এতে চলতি সিরিজের তিন ইনিংসেই দুই অঙ্ক ছোঁয়ার আগে থামলেন শান্ত। ৩৬ ওভারে বাংলাদেশ ১০১/৩   প্যাভিলিয়নে জাকির ১১: ২৪, এপ্রিল ১ বেশ ভালোই বোলিং করছিলেন বিশ্ব ফার্নান্ডো। সেটারই পুরস্কার পেলেন। তার নৈপুণ্যে ফিফটির পরপরই থামলেন জাকির। এতে দিনের প্রথম উইকেট হারাল বাংলাদেশ, এতে তাইজুলের সঙ্গে ভাঙল তার ৪৯ রানের জুটি।  ৯৬/২, ৪৩৫ রানে পিছিয়ে বাংলাদেশ   জাকিরের অর্ধশতক ১১: ১৭, এপ্রিল ১ লঙ্কানরা রিভিউ হারানোর পরপরই ফিফটি তুলে নিয়েছেন জাকির। বিশ্ব ফার্নান্ডোকে চার মেরে ৯৭ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। অভিষেকে সেঞ্চুরির মাঠেই ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পেলেন এবার।  বাংলাদেশ ৯০/১, ৪৪১ রানে পিছিয়ে   শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ ১১: ০৪, এপ্রিল ১ জাকির-তাইজুলের প্রতিরোধ ভাঙতে গিয়ে নিজেদের প্রথম রিভিউ হারাল শ্রীলঙ্কা। জাকিরের কট-বিহাইন্ডে রিভিউ নিয়ে কোনো লাভ হয়নি সফরকারীদের। ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারিতে জাকিরের ব্যর্থ ড্রাইভ উইকেটরক্ষকের গ্লাভসে যেতেই জোরাল আবেদন। তবে তাতে সাড়া দেননি ফিল্ড আম্পায়ার। রিপ্লেতে দেখা যায়, বল ও ব্যাটের মাঝে স্পষ্ট দূরত্ব ছিল। মূলত জাকিরের ব্যাট মাটিতে আঘাত করার শব্দেই বিভ্রান্ত হন লঙ্কানরা।  দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে বাংলাদেশ। ৩০ ওভারে ৮৫/১। জাকির ৪৯* ও তাইজুল ৮*।   অল্পের জন্য বাঁচলেন জাকির ১০: ৩২, এপ্রিল ১ তৃতীয় দিনের ষষ্ঠ ওভারেই কঠিন পরীক্ষায় পড়েছিলেন জাকির। কুমারার অফ স্টাম্পের লেংথ ডেলিভারি আলতোভাবে জাকিরের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যায়। এরপর সামনে এগিয়ে বল ধরেন দ্বিতীয় স্লিপে থাকা কামিন্দু মেন্ডিস। তবে অল্পের জন্য ঘটেনি বিপদ।  শঙ্কা থাকায় টিভি আম্পায়ারের কাছে যায় বিষয়টি। রিপ্লেতে দেখা যায়, হাতে জমা পড়ার আগেই বল মাটি স্পর্শ করেছে। ২২ ওভারে বাংলাদেশ ৭২/১; জাকির ৪২* ও তাইজুল ৩*   ৪৭৬ রানে পিছিয়ে বাংলাদেশ ০৯: ৫৭, এপ্রিল ১  শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫৩১ বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫ ওভারে ৫৫/১ বাংলাদেশের জন্য কাজটা কতটা কঠিন হবে, তা দ্বিতীয় দিনের স্কোরকার্ডই আভাস দিচ্ছে।   নাইটওয়াচম্যান তাইজুলকে নিয়ে তৃতীয় দিন শুরু করবেন জাকির। ২৮ রানে অপরাজিত এই ওপেনার, অন্যদিকে ৯ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তাইজুল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের মতো স্বাগতম।   সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) : ০৯: ৫৬, এপ্রিল ১ শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫৩১ বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫ ওভারে ৫৫/১ (জয় ২১, জাকির ২৮*, তাইজুল ০*; ভিশ্ব ৩-১-১২-০, আসিথা ৪-০-২১-০, কুমারা ৪-৩-৪-১, জায়াসুরিয়া ৪-১-১৩-০)  
০১ এপ্রিল ২০২৪, ১৮:১২

ভালো শুরুর পর ফিরলেন জয়
সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৯  ওভারে ৫৩১/১০, বাংলাদেশ প্রথম ইনিংস : ১৩ ওভারে ৫১/১ রান   ব্যাটিংয়ে বাংলাদেশ  ১৬: ৩৫, মার্চ ৩১ চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫৩১ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। বড় লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।   ৫৩১ রানে থামল শ্রীলঙ্কা ১৬: ১০, মার্চ ৩১ টাইগার বোলারদের হতাশায় ডুবিয়ে অবশেষে ৫৩১ রানে থামল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৯২ রানে অপরাজিত থাকলেন কামিন্দু মেন্ডিস। পাহাড় সমান রানের চাপ মাথায় নিয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামবে স্বাগতিক দল।   অবশেষে উইকেট পেলেন মিরাজ ১৫: ৫৯, মার্চ ৩১ চট্টগ্রাম টেস্টে দুই দিনে ৪৫ ওভারের বেশি বল করেছেন মিরাজ। অবশেষে পেলেন কাঙ্ক্ষিত উইকেট। লাহিরু কুমারকে বোল্ড করেছেন তিনি।  ৯ উইকেটে শ্রীলঙ্কা ৫১৮।   ২ বছর পর বাংলাদেশের বিপক্ষে ৫০০ রান ১৫: ৫২, মার্চ ৩১ দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০০ ছাড়াল সফরকারীরা। ফলে প্রায় দুই বছর ও ৯ টেস্ট পর বাংলাদেশের বিপক্ষে কোনো দল ৫০০ বা তার বেশি রান করল। সবশেষ ২০২২ সালের মে মাসে মিরপুরেই ৫০৬ রান করেছিল লঙ্কানরা। এবার চট্টগ্রামে এলো ৫০০ রান। ১৫৬ ওভারে শ্রীলঙ্কা ৫১৬/৮   রান আউট বিশ্ব ১৫: ৩৫, মার্চ ৩১ সাকিবের গুড লেংথের বলটি স্কয়ার লেগে খেলেছিলেন ফার্নান্দো। এরপরই দ্রুত প্রান্ত বদলের চেষ্টা। তবে সার্কেল থেকে শান্তর দুর্দান্ত এক থ্রোয়ে উইকেট হারিয়েছে সফরকারীরা।  ১৫২ ওভারে ৪৯৭/৮   ক্যাচ ছাড়লেন হাসান ১৫: ২৫, মার্চ ৩১ ফিল্ডিং ব্যর্থতায় যেন বিশাল গল্প লিখছে বাংলাদেশ। এবার কামিন্দু মেন্ডিসের ক্যাচ মিস করেছেন হাসান মাহমুদ। ফলে ৬০ রানে বেঁচে গেলেন কামিন্দু। এ নিয়ে ষষ্ঠবার ক্যাচ ছাড়লো বাংলাদেশের ক্রিকেটাররা। ১৫০ ওভারে ৪৯২/৭   দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট ১৪: ৫০, মার্চ ৩১ এই সেশনেও লঙ্কানদের দাপট। ৫ উইকেটে ৪১১ রানে মধ্যাহ্নবিরতিতে যাওয়া লঙ্কানরা ৭ উইকেটে ৪৭৬ রানে দ্বিতীয় সেশন শেষ করেছে। সিলেট টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির পর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেছেন কামিন্দু মেন্ডিস। তার সঙ্গে আছেন বিশ্ব ফার্নান্দো।   জুটি ভাঙলেন সাকিব ১৪: ৩৪, মার্চ ৩১  সাকিবের ঘূর্ণিতে লেগ-বিফোর হয়ে ফিরেছেন জয়সুরিয়া। রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। তবে তাতেও শেষ রক্ষ হয়নি। ৪৭৬ রানে সপ্তম উইকেট হারাল শ্রীলঙ্কা।   এবার ক্যাচ ছাড়লেন লিটন ১৪: ২০, মার্চ ৩১  আরও একবার বাঁচলেন জায়াসুরিয়া। ব্যাট করতে নেমে ৬ রানেই জীবন পেয়েছিলেন। এবার উইকেটরক্ষক লিটন জীবন দিয়েছেন তাকে। তার ক্যাচ নিতে পারেননি লিটন। তাইজুলের টেনে করা ডেলিভারি অফ সাইডে খেলার চেষ্টা করেছিলেন জয়াসুরিয়া। তবে তা লাগে ব্যাটের ভেতরের কানায়। গ্লাভসে জমাতে পারেননি লিটন। এতে ২৪ রানে বেঁচে যান জায়াসুরিয়া।   বাঁচলেন কামিন্দু ১৪: ১০, মার্চ ৩১ মিরাজের অফ স্ট্যাম্পের বাইরের টসড-আপ ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন কামিন্দু মেন্ডিস। তবে এতে পরাস্ত হন এই ব্যাটার। আর লিটনের হাতে বল যেতেই জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। সময়ক্ষেপণ না করেই রিভিউ নেন কামিন্দু।  রিপ্লেতে দেখা যায়, ব্যাট ও বলের দূরত্ব অনেকটাই স্পষ্ট। এতে বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। বেঁচে যান কামিন্দু। ১৩৫ ওভারে শ্রীলঙ্কা ৪৫৯/৬   অবিশ্বাস্য ক্যাচ মিস ১৩: ০৯, মার্চ ৩১ আরও একটি সুযোগ তৈরি করেছিলেন খালেদ। কিন্তু বাজে ফিল্ডিংয়ের কারণে সেটিও হাতছাড়া হলো। ৬ রানের মাথায় জীবন পেলেন প্রবাথ জয়াসুরিয়া। ইনিংসের ১২১তম ওভারে খালেদের বলে প্রথম স্লিপে ক্যাচ তুলেছিলেন জয়াসুরিয়া। বাতাসে ভাসমান সেই ক্যাচ মুঠোবন্দি করতে পারেননি শান্ত। তবে শান্ত একা না, স্লিপে দাঁড়ানো তিনজনেই ক্যাচটি মিস করেছেন। শান্তর হাত থেকে ছুটে যাওয়া বল মুহূর্তেই লাফিয়ে দিপুর কাছে গিয়েছিল। সেখান থেকে হাত ছুঁয়ে বল জাকিরের কাছেও গিয়েছিল। তবে কেউই বলটি তালুবন্দি করতে পারেননি।   ধনাঞ্জয়াকে ফেরালেন খালেদ ১২: ৫৪, মার্চ ৩১ মধ্যাহ্নবিরতি থেকে ফিরেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফিরেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। খালেদের লেগ স্ট্যাম্পের ওপরের ডেলিভারি কিছুটা ভুল করেই ব্যাট চালিয়ে বসেন ধনাঞ্জয়া। তবে বল আঘাত লাগে প্যাডে, আর জোরালো আবেদনে আম্পায়ারও সাড়া দেন। রিভিউ নিলেও তাতে লাভ হয়নি। আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। ৬ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৭০ রান করে ফিরলেন এই ব্যাটার  ১২০ ওভারে ৪১৭/৬   বড় সংগ্রহের আভাস দিয়ে মধ্যাহ্নবিরতিতে শ্রীলঙ্কা ১২: ১০, মার্চ ৩১ চট্টগ্রাম শহরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত সময়েই মাঠে গড়ায় দ্বিতীয় দিনের খেলা। ধারণা করা হচ্ছিল, বৈরী আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে দ্রুত উইকেট তুলে নেবেন টাইগার পেসাররা। কিন্তু হয়েছে উল্টো। দিনের প্রথম সেশনে একটি সাফল্য পেয়েছে বাংলাদেশ, তা-ও সাকিবের হাত ধরে। হাফ-সেঞ্চুরি করা চান্ডিমালকে ৫৯ রানে থামিয়েছেন সাকিব। ইনিংসের ১০৬তম ওভারে সাকিবের বলে কট বিহাইন্ড হন এই ব্যাটার। লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে খেলেন ১০৪ বলে ৫৯ রানের ইনিংস। লঙ্কানদের সংগ্রহ ৪০০ ছাড়িয়ে নিয়ে গেছেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা ৫ উইকেটে ৪১১ রান নিয়ে মধ্যাহ্নভোজে গেছে। ধনাঞ্জয়া ৭০ রান ও কামিন্দু মেন্ডিস ১৭ রানে অপরাজিত আছেন।  ১১৮ ওভারে ৪১১/৫   ব্রেক-থ্রু এনে দিলেন সাকিব ১১:২১, মার্চ ৩১ দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান। তার অফ স্ট্যাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন চান্দিমাল। লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০৪ বলে তার ব্যাট থেকে এসেছে ৫৯ রান।   ধনাঞ্জয়ার ফিফটি ১১:১৯, মার্চ ৩১ চট্টগ্রামেও সিলেট টেস্টের ছন্দ জিইয়ে রাখলেন সিলভা। টানা তৃতীয়বারের মতো খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি ছুঁতে ৭০ বল লেগেছে তার। বাংলাদেশের বিপক্ষে এটি তার দ্বিতীয় অর্ধশতক। ১০৫ ওভারে শ্রীলঙ্কা ৩৭৫/৪     চান্দিমালের হাফ-সেঞ্চুরি ১১:০৪, মার্চ ৩১ সিলেট টেস্টের ব্যর্থতা মুছে চট্টগ্রাম টেস্টে রানের দেখা পেয়েছেন চান্দিমাল। ৮৭ বলে তুলে নেন ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি। টাইগারদের বিপক্ষে এটি তার চতুর্থ ফিফটি। এর সঙ্গে পাঁচটি সেঞ্চুরিও আছে। সব মিলিয়ে তার ক্যারিয়ারের ২৬তম ফিফটি এটি। দিনের শুরুতেই উইকেট থেকে কিছুটা সহায়তা পেয়েছেন চান্দিমাল। খালেদ ও হাসানের অন্তত তিনবার ব্যাটের কানায় লেগেছে বল। তবে তা বিপদ ঘটনার মতো জায়গায় পৌঁছায়নি। অন্যপ্রান্তে ফিফটি ছোঁয়ার অপেক্ষায় ডি সিলভা। ৬৬ বলে ৪৭ রানে অপরাজিত লঙ্কান অধিনায়ক। ১০৩ ওভারে ৩৬৯/৪     চান্দিমাল-ধনাঞ্জয়ার জুটিতে পঞ্চাশ ১০:৪১, মার্চ ৩১ দ্বিতীয় দিনের শুরুর ৩০ মিনিটেও হতাশ বাংলাদেশ। ভাগ্যও সহায় হয়নি লাল-সবুজ শিবিরের। তবে ভাগ্যের ছোঁয়া কাজে লাগিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েছেন ডি সিলভা ও চান্দিমাল। ৯৭ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৩৪০ রান। দিনের প্রথম ৭ ওভারে ২৬ রান তুলেছেন এই জুটি।     দ্বিতীয় দিনের খেলা শুরু ১০: ০৫, মার্চ ৩১ চট্টগ্রামে এখনও মেঘ আছে। তবে বৃষ্টি না থাকায় নির্ধারিত সময়েই শুরু হয়েছে টেস্টের দ্বিতীয় দিনের খেলা। পেসার খালেদ আহমেদ প্রথম ওভারটি করেছেন। তিনটি স্লিপ নিয়ে বল করছেন তিনি।     বড় লক্ষ্য শ্রীলঙ্কার ১০: ০৪, মার্চ ৩১ দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে মেন্ডিসের ভাষ্য, আমরা ভালো অবস্থানে আছি। এই পিচে যদি ৪৫০ থেকে ৫০০ রান করতে পারি, তাহলে ভালো হবে। আমাদের তিন পেসার আছে। গত ম্যাচে বোলাররা ভালো বোলিং করেছে। উইকেটে কিছু টার্ন আছে। তাই বোলারদের জন্যও ভালো সুযোগ আছে।     রান-পাহাড়ে চাপা পড়ার শঙ্কা ১০: ০২, মার্চ ৩১ চট্টগ্রাম টেস্টে প্রথম দিন জুড়ে দাপট দেখিয়েছে সফরকারীরা। বড় স্কোরের ভিত গড়ে ৪ উইকেট ৩১৪ রান তুলে নিয়েছে লঙ্কানরা। অন্যদিকে লঙ্কানদের দ্রুত অলআউটের অভিযানে নামবে বাংলাদেশ। প্রথম দিনে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন সফরকারীদের তিন ব্যাটার। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফেরেন দিমুথ কারুনারাত্নে (৮৬) ও কুসাল মেন্ডিস (৯৩)। চান্দিমাল ৩৪ ও ধানাঞ্জয়া ১৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।     শ্রীলঙ্কা সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে ): ১০: ০১, মার্চ ৩১ শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৯০ ওভারে (মাদুশকা ৫৭, কারুনারাত্নে ৮৬, কুসাল ৯৩, ম্যাথিউস ২৩, চান্দিমাল ৩৪*, ধানাঞ্জয়া ১৫*; খালেদ ১০-১-৪১-০, হাসান ১৭-৫-৬৪-২, সাকিব ১৮-২-৬০-১, মিরাজ ২৮-৪-৯৫-০, তাইজুল ১৭-৪-৪৮-০) বিস্তারিত : চট্টগ্রামে প্রথম দিনে ক্যাচ মিসের মাশুল গুনলো টাইগাররা   চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতম ০৯: ৪৭, মার্চ ৩১ চট্টগ্রাম শহরে সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এখনও আকাশজুড়ে কালো মেঘ রয়েছে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো স্বাগতম।  
৩১ মার্চ ২০২৪, ১৭:২৭

দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা
সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই পেসার খালেদ আহমেদের তোপের মুখে পড়েছিল শ্রীলঙ্কা। দ্রুতই তিন উইকেট শিকার করে স্বাগতিকদের চোখ ধাঁধানো শুরু এনে দেন এই পেসার। শুরুর দিকে টপ-অর্ডারের ৩ উইকেট হারানোর পর ৫ উইকেটে ৯২ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় সফরকারীরা।  তবে অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের নৈপুণ্যে শুরুর সেই ধাক্কা সামলে দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। এই জুটির কল্যাণে দ্বিতীয় সেশন শেষে ৫ উইকেটে ২১৭ রান নিয়ে চা বিরতিতে গেছে সফরকারীরা।চা বিরতির আগে টাইগার বোলারদের সামলে দুজনে মিলে স্কোরবোর্ডে তুলেছেন ১৬০ রান।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২১৭ রান। এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিল্ডিংয়ে নেমে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলে শুরুতেই প্রমাণ করেন পেসাররা। সবুজ উইকেটে নতুন বলে একের পর এক দুর্দান্ত ডেলিভারি দিতে থাকেন খালেদ-শরিফুলরা। টাইগার পেসারদের সুইংয়ে রীতিমত খাবি খায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় লঙ্কানরা। খালেদের অফ-স্ট্যাম্পের বাইরে এক আউট সুইংয়ে ড্রাইভ করতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার নিশান মাদুশকা। মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে জুটি। তবে এই জুটিকে স্বস্তি দেয়নি টাইগারদের পেস আক্রমণ ত্রয়ী। একপাশে শরিফুল-খালেদের সুইং অন্যপাশে নাহিদ রানার গতির ঝড়ে সংগ্রাম করতে হয় তাদের। খালেদ নৈপুণ্যেই ভাঙে এই জুটি। এই পেসারের লাফিয়ে উঠা ডেলিভারিতে গালি পয়েন্টে জাকির হাসানের হাতে তুলে দেন মেন্ডিস। একই ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন করুণারত্নেও। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৪১ রানের মাথায় ৩ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। পরের ওভারেই বিপদ বাড়ে লঙ্কানদের। রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। অফসাইডে বল ঢেলে দিয়ে দ্রুত সিঙ্গেল নিতে চেয়েছিলেন চান্দিমাল। কিন্তু টাইগার দলপতির সরাসরি এক থ্রোতে ফিরতে হয় ম্যাথিউসকে। শরিফুলের হাত ধরে আসে এর পরের ব্রেকথ্রু। এই পেসারের লেগ স্ট্যাম্পের বল সামাল দিতে পারেননি চান্দিমাল। ফলে ৬৭ রানেই অর্ধেক উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
২২ মার্চ ২০২৪, ১৬:১৮

রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়
কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন লিগে সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রল হয়েছে। তাই আল-আহলির বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা চাপেই ছিলেন তিনি। তবে সেই চাপ সামলে দলের জয়ের পাশাপাশি মাইলফলকে নাম তুলেছেন পর্তুগিজ এই সুপারস্টার। রোনালদোর গোলে সৌদি প্রো লিগে জয় পেয়েছে আল-নাসর। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আল-আহলিকে ১-০ গোলে হারিয়েছে গ্লোবাল ওয়ান।  ম্যাচ জুড়ে আধিপত্য নিয়ে লড়ে নাসর। তবে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি রোনালদো-মানেরা। বিপরীতে বেশ কিছু সুযোগ নষ্ট করেছে আল-আহলি। ম্যাচের ৩৬তম মিনিটে মেরিহ ডেমিরালের হেড বারে লেগে ফিরে আসে। এতে বেঁচে যায় আল-নাসর। ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নাসর। সাদিও মানের থ্রু থেকে দারুণ এক গোল করেন রোনালদো। তবে দীর্ঘ সময় ভিএআর পরীক্ষা-নিরীক্ষার পর অফসাইড ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়। বিরতি থেকে ফিরেও একাধিক সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয় নাসর। তবে ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি কাজে লাগিয়ে নাসরকে জয় এনে দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই সঙ্গে আল নাসরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আদায় করে নেন ৫০তম গোল। এ জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল নাসর। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। অন্যদিকে এক ম্যাচ কম খেলে আল হিলালের পয়েন্ট ৬৫। ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আল আহলি। 
১৬ মার্চ ২০২৪, ১২:৩৭

মুশফিক ও শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
  ছয় উইকেটের জয় বাংলাদেশের ২২:১৫, মার্চ ১৩ শেষ পর্যন্ত মুশফিকের ৮৪ বলে ৭৩ রান এবং শান্তর ১২৯ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে ৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।   শান্তর দুর্দান্ত সেঞ্চুরি   ২১:৩৫, মার্চ ১৩ ইনিংসে দ্বিতীয় বলে ব্যাট করতে নামেন নাজমুল হাসান শান্ত। এদিন আশা যাওয়ার মিছিলে লিটন-সৌম্যরা যোগ দিতে যখন ব্যস্ত ছিলেন, তখন নিজেকে বেশ শান্ত রাখেন টাইগার অধিনায়ক। দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৮ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত।   মুশফিকের ফিফটি ২১:৩৫, মার্চ ১৩ নিয়ন্ত্রিত ব্যাটিংযে ৫৯ বলে নিজের ফিফটি তুলে নেন মুশফিক। অন্যদিকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান শান্ত।   শান্ত-মুশফিকের ১০০ রানের জুটি ২১:৩১, মার্চ ১৩ মাহমুদউল্লাহর আউটের পর শান্তকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ১১৭ বলে ১০০ রানের জুটি গড়ে এই দুই ব্যাটার।     অধিনায়ক শান্তর ফিফটি ২০:২৭, মার্চ ১৩ মাহমুদউল্লাহ ৩৭ রানে আউট হলেও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৫২ বলে নিজের ফিফটি তুলে নেন শান্ত। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।   ফিফটির আক্ষেপ মাহমুদউল্লাহর ২০:০০, মার্চ ১৩ তিন উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ১৩ রানের আক্ষেপ নিয়ে আউট হন তিনি। ৩৭ বলে ৩৭ রান করে কুমারার বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।   ব্যর্থ হয়ে ফিরলেন হৃদয়ও   ১৯:১০, মার্চ ১৩ এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীত হৃদয়ও। ৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ২৩ রানে তিন উইকেট হারায় টাইগাররা।   লিটনের পর সৌম্যর বিদায় ১৮:৫৫, মার্চ ১৩ লিটনের পর পিচে থিতু হতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ৯ বলে ৩ রান করে ভুল শট খেলে ক্যাচ আউট হন তিনি। এতে দলীয় ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।   প্রথম বলেই সাজঘরে ফিরলেন লিটন ১৮:৪৪, মার্চ ১৩ জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ইনিংসে প্রথম বলেই মাদুশানকার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস।   ২৫৬ রানের লক্ষ্য পেল টাইগাররা ১৮:০৯, মার্চ ১৩ ১৫ বলে ৮ রান করে আউট হন প্রামোদ মাদুশান। ৪৯তম ওভারে  দিলশান শূন্য রানে আউট হলে ২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা।     লিয়ানাগেকে ফিরিয়ে শরিফুলের আঘাত ১৭:৫৩, মার্চ ১৩ মেন্ডিসের আউটের পর এক প্রান্ত থেকে একাই লড়াই করে যাচ্ছিল জানিথ লিয়ানাগে। ৬৮ বলে ৬৭ রানের দায়িত্বশীলি ইনিংস খেলেন তিনি। ৪৭ তম ওভারে শরিফুলের বলে আউট হন এই লঙ্কান ব্যাটার।   তাসকিনের তৃতীয় শিকার ১৭:৩৬, মার্চ ১৩ ৪১তম ওভারে হাসানাঙ্গাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। এক ওভার পরেই থিকশানাকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এতে ৪ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা।   তাসকিনের দ্বিতীয় শিকার ১৭:২৬, মার্চ ১৩ মেন্ডিসের আউটের পর পিচে এসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন ওয়েনিন্দু হাসানাঙ্গা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ বলে ১৩ রান করে তাসকিনের দ্বিতীয় শিকার হন হাসানাঙ্গা।   জানিথ লিয়ানাগের ফিফটি ১৭:২৩, মার্চ ১৩ ষষ্ঠ উইকেটে ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলতে থাকেন জানিথ লিয়ানাগে। ৫০ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার।   তাসকিনের প্রথম শিকার মেন্ডিস ১৭:০৮, মার্চ ১৩ লিয়ানাগে এবং মেন্ডিস জুটি বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে শ্রীলঙ্কা। ৩৭তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে টাইগারদের খেলায় ফেরান পেসার তাসকিন আহমেদ। ৭৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন মেন্ডিস।   কুশল মেন্ডিসের ফিফটি ১৬:৪৯, মার্চ ১৩ দলের বাকিরা যখন ইনিংস লম্বা করতে ব্যর্থ হচ্ছে, তখন এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। ৬৭ বলে নিজের ফিফটি তুলে নেন এই লঙ্কান অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন জানিথ লিয়ানাগে।   মিরাজের প্রথম শিকার ১৬:২৫, মার্চ ১৩ তিন উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন চারিথ আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক কুশল মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেনি আসালাঙ্কা। ৩৭ বলে ১৮ রান করে ২৬তম মিরাজের বলে বোল্ড আউট হন তিনি। এতে দলীয় ১২৮ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা।   শ্রীলঙ্কার ১০০ ১৬: ০১, মার্চ ১৩ ইনিংসের ১৯তম ওভারে তাসকিনকে ফিরিয়েছিলেন শান্ত। এই পেসারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় ১০০ রান পূরণ করেছেন আভিস্কা ফার্নান্ডো। এর আগে, প্রথম ৫০ রান ৪০ বলে পেরিয়েছিল লঙ্কানরা, এবার পরের ৫০-এ লাগল ৭২ বল।      তানজিমের তৃতীয় শিকার ১৫: ৩৫, মার্চ ১৩ পরপর ৩ ওভারে তানজিমের ৩ উইকেট! তরুণ এই পেসারের সর্বশেষ শিকার সামারাবিক্রমা। তানজিমের ভেতরে ঢোকা ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন সামারাবিক্রমা। তবে তাতে সফল হয়নি। ব্যাটের কানায় লেগে উল্টো উইকেটের পেছনে গেছে। সেখানে ডান দিকে ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মুশফিক। ফলে ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা।   ফের তানজিমের আঘাত ১৫: ২৫, মার্চ ১৩ ক্যাচ নেওয়ার পর সৌম্য সরকারও হতবাক হয়েছিলেন। গালিতে অপ্রত্যাশিত এক ক্যাচ নিয়েছেন এই ওপেনার। তানজিমের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ফাঁদে পড়েছেন লঙ্কান ওপেনার। তবে একটু তাড়াতাড়ি শট খেলায় ব্যাটের কানায় লেগে তা সৌম্যর হাতে গিয়েছে। পরপর ২ ওভারে দুই ওপেনারকে ফেরালেন এই পেসার। ২৮ বলে ৩৬ রানে থামলেন নিশাঙ্কা।   অবশেষে ব্রেকথ্রু ১৫: ১৮, মার্চ ১৩ নিজের প্রথম ওভারেই বেশ আঁটসাঁট বোলিং করেছেন তানজিম। এরপর অফ-স্টাম্পের বাইরে কিছুটা চেষ্টা করেছিলেন। তাতে ব্যাট ছুড়েছিলেন আভিস্কা। উইকেটের পেছনে ভুল করেননি মুশি। সহজেই লঙ্কান ওপেনারকে মুঠোবন্দি করেছেন। এতে প্রথম পাওয়ারপ্লের ১ বল বাকি থাকতে উইকেট খুইয়েছে সফরকারীরা।   এবার স্পিন...  ১৫: ১২, মার্চ ১৩ নিজের প্রথম ওভারে বেশ খরুচে বোলিং করেছেন শরিফুল। তাই অনুমিতভাবেই তাকে সরিয়ে স্পিনে আস্থা রাখতে চেয়েছেন টাইগার দলপতি। প্রথমবার আক্রমণে তাইজুল ইসলাম। তবে তার প্রথম ওভারে দ্বিতীয় ডেলিভারিতেই স্লগ করে ছক্কা মেরেছেন নিশাঙ্কা। তবে পরের ৪ বলে এসেছে ১ রান। ৯ ওভারে ৬৮/০   শ্রীলঙ্কার ৫০ ১৫: ০৫, মার্চ ১৩ ৬ দশমিক ৪ ওভারে ৫০ পেরিয়ে গেছে শ্রীলঙ্কা। প্রথম স্পেলে ৪ ওভারে শেষে ৩১ রান দিয়েছেন শরিফুল।   এবার তাসকিনের মেডেন ১৪: ৫৩, মার্চ ১৩ নিজের ব্যক্তিগত প্রথম ওভারে বেশ এলোমেলো ছিলেন তাসকিন। কিন্তু পরের ওভারে আক্রমণে এসেই ভেলকি দেখালেন। এই পেসার থেকে কোনো সুযোগই পাননি আভিস্কা ফার্নান্ডো। এই ওপেনারকে চাপে রেখে ইনিংসের প্রথম মেডেন তুলে নিয়েছেন টাইগার স্পিডস্টার। তবে মাঝের ওভারে চাপে জিইয়ে রাখতে পারেননি শরিফুল। ৪ ওভারে শ্রীলঙ্কা ২১/০   এলোমেলো তাসকিন ১৪: ৪১, মার্চ ১৩ ইনিংসের প্রথম ওভারে মাত্র ২ রান খরচায় বেশ ভালো শুরুটা করেছিলেন শরিফুল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাসকিনের। নিজের ব্যক্তিগত প্রথম ওভারে লাইন বা লেংথ—কোনোটিই ঠিক করতে পারেননি তিনি। তার এই ওভারে থেকে সফরকারীরা তুলেছে ১২ রান। ২ ওভারে ১৪/০ ‘২৮৬’ ১৪: ৩১, মার্চ ১৩  এটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে জয়ীয় দলের গড় স্কোর।  সাগরিকায় ২৯ ম্যাচের মধ্যে আগে ব্যাটিং করা দল ১১ বার জিতেছে, বিপরীতে ১৭ বার হেরেছে।   পিচ রিপোর্ট ১৪: ২৪, মার্চ ১৩ রাসেল আরনল্ড বলছেন, উইকেট সিলেটের টি-টোয়েন্টি সিরিজের উইকেটের মতই। পিচে ঘাস আছে, বেশ শক্তও। তাই স্বাভাবিকভাবেই ব্যাটিং নিয়েছে লঙ্কানরা।   শ্রীলঙ্কা একাদশ ১৪: ১৮, মার্চ ১৩ চোট কাটিয়ে লঙ্কান স্কোয়াডে ফিরেছেন পাতুম নিশাঙ্কা, লাহিরু কুমারা। দুজনই আছেন প্রথম ওয়ানডের সেরা একাদশে।  শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।   একাদশে নেই ফিজ ১৪: ১০, মার্চ ১৩ নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে একাদশ থেকে এই ম্যাচে তিনটি পরিবর্তন এসেছে। এনামুল, রিশাদ ও মোস্তাফিজের জায়গায় মাহমুদউল্লাহ, তাসকিন ও তাইজুল একাদশে এসেছেন। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।     বাংলাদেশের সাফল্য... ১৪:০৮, মার্চ ১৩ ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে ৯টি সিরিজের মধ্যে মাত্র একটিতেই জিতেছে লাল-সবুজেরা। সেটিই দুই দলের সবশেষ মুখোমুখি লড়াই। সেবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অন্য ৯টি সিরিজের দুটি ড্র। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।     টস ১৪:০৫, মার্চ ১৩ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। তাই তো ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিদের।   স্বাগতম ১৩:৫৫, মার্চ ১৩ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা আড়াইটায় মাঠে নামবে টাইগার।  
১৩ মার্চ ২০২৪, ২২:৩২

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আগামী মঙ্গলবার (৫ মার্চ) থেকে শুরু হচ্ছে।  প্রতি বছরই বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সাংবাদিকরা। পেশাগত ব্যস্ততার মাঝেও সাংবাদিকদের এই মিলনমেলা ফের আয়োজন করতে পেরে দেশের একমাত্র পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন-বিএসজেএ গর্বিত বিগত বছরগুলোর ন্যায় এবারও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আয়োজিত হচ্ছে।  এবারও ৩২টি মিডিয়া হাউজ ৮ গ্রুপে বিভক্ত হয়ে নক-আউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে আগামী ৫ মার্চ টুর্নামেন্ট শুরু হবে এবং ৯ মার্চ টুর্নামেন্টের পর্দা নামবে। এর আগে, রোববার (৩ মার্চ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহকারী বিপণন কর্মকর্তা তেহসিনা খানম ও জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। তেহসিনা খানম বলেন, বিএসজেএ’র সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় তিন দশকের। আশা করি, সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রেখে সমানতালে চলতে পারবে বিএসজেএ ও কুল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবার জন্য শুভকামনা থাকবে। আয়োজন সফল ও সুন্দর হোক। জাহিদ হাসান এমিলি বলেন, সাংবাদিকরা সারা বছর সব ধরনের খেলাধুলা কাভার করেন। তাদের নিজেদের টুর্নামেন্ট নিশ্চিতভাবেই খুব আকর্ষণীয় একটি বিষয়। অতীতেও আমি মাঠে বসে এই টুর্নামেন্টের খেলা দেখেছি। আশা করছি, এবারও মাঠে বসে সবার খেলা উপভোগ করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, টুর্নামেন্টের চেয়ারম্যান রায়হান আল মুঘনি, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান বাবু।
০৪ মার্চ ২০২৪, ০৯:৩৪

এশিয়া কাপ আর্চারিতে দুটি স্বর্ণ হাতছাড়া করলো বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারির চারটি ইভেন্টে পদক জয়ের জন্য লড়াই করেছিল বাংলাদেশ। এরমধ্যে দু’টি ইভেন্টে স্বর্ণ আর দু’টিতে ব্রোঞ্জ পদক। তবে দুই স্বর্ণের লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে রুপা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর ব্রোঞ্জের দুই লড়াইয়ে একটিতে জিতেছে আরেকটি ইভেন্টের খেলা পরে অনুষ্ঠিত হবে। রবিবার (২৫ ফেব্রুয়ারিÑ ইরাকের রাজধানী বাগদাদে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ স্বর্ণের লড়াইয়ে ভারতের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরেছে। যদিও ফাইনালে বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল।  বাংলাদেশের তিন আর্চার আলিফ আব্দুর রহমান, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল প্রথম সেটে ৫৫ স্কোর করেছেন। বিপরীতে ভারতীয় আর্চাররা ৫৪ স্কোর করলে বাংলাদেশ প্রথম সেট জিতে এগিয়ে গিয়েছিল। এরপর প্রতিদ্বন্দ্বিতা হলেও জিততে পারেনি মার্টিন ফ্রেডরিকের দল। সবশেষ চতুর্থ সেটে ভারত ৫৬ আর বাংলাদেশ ৫৩ স্কোর করলে ৬-২ সেট পয়েন্টে স্বর্ণ হাতছাড়া হয় বাংলাদেশের। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ হারানোর কয়েক মিনিটের মধ্যেই রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে খেলেন সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী। জিততে পারেননি তারা। মিশ্র ইভেন্টে ভারত টানা তিন সেট জিতে ৬-০ সেট পয়েন্টে স্বর্ণ নিশ্চিত করেছে। এর আগে দিনের শুরুতেই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। রিকার্ভ নারী দলগত ইভেন্টে স্বাগতিক ইরাকের বিপক্ষে বাংলাদেশ সরাসরি ৬-০ সেটে জয়লাভ করে। বাংলাদেশ রিকার্ভ নারী দলে খেলছেন দিয়া সিদ্দিকী, শিমা আক্তার ও নিশা ফাহমিদা সুলতানা।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

এশিয়া কাপ আর্চারিতে দুই ইভেন্টের ফাইনালে বাংলাদেশ
এশিয়া কাপ স্টেজ-১ (ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং) আর্চারিতে দুই ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুটি ফাইনালই অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজের আর্চাররা।লাল সবুজের বাংলাদেশের হয়ে খেলেছেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ড্র করে বাংলাদেশ ও পাকিস্তান। পরে উভয় দলের আর্চাররা একটি করে তিড় ছোড়ে। এতে পাকিস্তানকে ১৭-১৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।  পরে সেমিফাইনালে ৫-৩ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। তবে মেয়েদের দলগত ইভেন্টে ফাইনালে যেতে না পারলেও সরাসরি সেমিফাইনালে খেলেছিল মেয়েদের দল। কিন্তু সেমিতে উজবেকিস্তানের কাছে ৩-৫ সেটে হেরে যান তারা। রোববার ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাকের বিপক্ষে লড়বেন দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানারা।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়