• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর মাইলফলকের রাতে আল-নাসরের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২৪, ১২:৩৯
রোনালদো
ছবি-সংগৃহীত

কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন লিগে সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রল হয়েছে। তাই আল-আহলির বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা চাপেই ছিলেন তিনি। তবে সেই চাপ সামলে দলের জয়ের পাশাপাশি মাইলফলকে নাম তুলেছেন পর্তুগিজ এই সুপারস্টার।

রোনালদোর গোলে সৌদি প্রো লিগে জয় পেয়েছে আল-নাসর। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আল-আহলিকে ১-০ গোলে হারিয়েছে গ্লোবাল ওয়ান।

ম্যাচ জুড়ে আধিপত্য নিয়ে লড়ে নাসর। তবে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি রোনালদো-মানেরা।

বিপরীতে বেশ কিছু সুযোগ নষ্ট করেছে আল-আহলি। ম্যাচের ৩৬তম মিনিটে মেরিহ ডেমিরালের হেড বারে লেগে ফিরে আসে। এতে বেঁচে যায় আল-নাসর।

ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নাসর। সাদিও মানের থ্রু থেকে দারুণ এক গোল করেন রোনালদো। তবে দীর্ঘ সময় ভিএআর পরীক্ষা-নিরীক্ষার পর অফসাইড ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়।

বিরতি থেকে ফিরেও একাধিক সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয় নাসর। তবে ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি কাজে লাগিয়ে নাসরকে জয় এনে দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই সঙ্গে আল নাসরের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আদায় করে নেন ৫০তম গোল।

এ জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল নাসর। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। অন্যদিকে এক ম্যাচ কম খেলে আল হিলালের পয়েন্ট ৬৫। ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আল আহলি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
রোনালদোর আল-নাসরের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh