• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাহিদুর রহমান নিহত হয়েছে।  শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার কাটদহ রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।  নিহত সাহিদুর রহমান নড়াইল জেলার মৃত আবুল হাসেম ভূঁইয়ার ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এসআই সাইদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে মাজিহাট পুলিশ ক্যাম্পে ফেরার পথে কাটদহ রেলগেটে খুলনাগামী মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে যান। মালবাহী ট্রেনটি মোটরসাইকেলসহ সাহিদুর রহমানকে প্রায় ১ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  তিনি আরও বলেন, পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রেলগেটে সতর্কতামূলক কোনো ব্যবস্থা ছিল কি না, না কারও গাফিলতি ছিল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
০৩ মে ২০২৪, ১৯:২৮

ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন
পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের ৩ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ, অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের পৃথক দুই মামলায় আজ আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা মুচলেকায় আসামিদের স্থায়ী জামিন দেন। জামিনপ্রাপ্ত আসামিরা হলেন ট্রান্সকম গ্রুপের ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক ও করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এর আগে, গত ২১ এপ্রিল আসামিদের জামিন বাতিল করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় পৃথক তিনটি মামলা করেন। মামলায় ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ আনা হয়।  
৩০ এপ্রিল ২০২৪, ১৭:০৯

দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
চট্টগ্রামের মীরসরাইয়ে আদালতের নির্দেশে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য দাফনের ১৫ দিন পর কবর থেকে আজম খান (৪৬) নামের এক ব্যাংক কর্মকর্তার মরদেহ তুলেছে পুলিশ।  বুধবার (২৪ এপ্রিল) দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে আজম খানের মরদেহ তোলে মীরসরাই থানা পুলিশের নিজামপুর তদন্তকেন্দ্রের কর্মকর্তারা। আজম খান মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী এলাকার রফিকুল ইসলামের ছেলে। মামলার নথি সূত্রে জানা যায়, আজম খান ফেনী শহরে একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন। গত ৯ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে মারা গেছেন বলে একটি বেসরকারি হাসপাতালের ছাড়পত্র নিয়ে তড়িঘড়ি মরদেহ দাফন করে ফেলেন আজম খানের স্ত্রী কামরুন নাহার ও তার পক্ষের আত্মীয়রা। পরে বিভিন্ন মাধ্যমে মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ করে ফেনী সদর কোর্টের সিআর আমলি আদালতে একটি মামলার আবেদন করেন আজম খানের বোন নারগিছ আক্তার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফেনী সদর মডেল থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন। এরপর গত ১৮ এপ্রিল ব্যাংক কর্মকর্তা আজম খানের বোন নারগিছ আক্তার বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন। নির্যাতন করে ভাইকে হত্যার অভিযোগে আজম খানের স্ত্রী কামরুন নাহারকে প্রধান আসামি ও তার পক্ষের আরও তিন আত্মীয়কে মামলায় আসামি করা হয়। মামলার পর ২১ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য প্রধান আসামি কামরুন নাহারকে হেফাজতে নেয় পুলিশ। মামলাটি তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত করতে আদালতের নির্দেশে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে আজম খানের মরদেহ উত্তোলন করেন মীরসরাই থানার নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তারা। এ বিষয়ে মরদেহ উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাসুদ খান বলেন, আদালতের নির্দেশ পেয়ে বুধবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ব্যাংক কর্মকর্তা আজম খানের মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মরদেহ উত্তোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশে ব্যাংক কর্মকর্তার মরদেহ কবর থেকে উত্তোলনের বিষয়টি তদারক করেছি।
২৫ এপ্রিল ২০২৪, ১১:১৭

অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি
জনপ্রশাসনে ১২৭ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। প্রায় এক বছর পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো।  সোমবার (২২ এপ্রিল) পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৮তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। ১৮তম ব্যাচ ছাড়াও এবার আগেরবার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কর্মকর্তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে। সবশেষ গত বছরের মে মাসে প্রশাসনের ১১৪ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল। প্রায় এক বছর পর এই পদে পদোন্নতি দেওয়া হলো। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে বেশ কিছুদিন ধরেই প্রক্রিয়া চলছিল। নিয়মানুযায়ী পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিবদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এখন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেবেন। তারপর পৃথক আদেশে তাদের পদায়ন করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে উপসচিব পর্যায়েও পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদে নিয়মিত ব্যাচ হিসেবে ৩০তম বিসিএসের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হচ্ছে। উপসচিব পদে সাধারণত প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
২২ এপ্রিল ২০২৪, ২২:০৫

হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলের এক সেনা কর্মকর্তা রোববার (২১ এপ্রিল) মারা গেছেন। তার নাম মেজর ডর জিমেল (২৭)। ইসরায়েলের সামরিক বাহিনীতে সংরক্ষিত সেনাসদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। খবর টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল–আরামশে এলাকায় ১৭ এপ্রিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ওই হামলায় ডর জিমেল ছাড়াও আরও ১৩ সেনাসদস্য ও ৪ বেসামরিক মানুষ আহত হন। হামলার পর দায় স্বীকার করে হিজবুল্লাহ। মেজর ডর জিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইতজিওনি ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রোববার (২১ এপ্রিল) তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে ১৭ এপ্রিলের ওই হামলার জবাবে উত্তর–পূর্ব লেবাননের বালবেক শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল।রোববার দক্ষিণ লেবাননের দুটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। হিজবুল্লাহর সংশ্লিষ্টতা রয়েছে করে এ হামলা চালায় ইসরায়েল। প্রসঙ্গত, ৭ অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপর ইসলায়েল–লেবানন সীমান্তে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ।
২২ এপ্রিল ২০২৪, ০৫:৪৪

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪) নামে এক বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এ ঘটনা ঘটে। নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট (AVP) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার নোয়াব মিয়া মোক্তার বাড়ির একে এম জাকির হোসেনের ছেলে। তার মৃত্যুতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন তার বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। তিনি বলেন, আমার ভাই খুব শান্ত স্বভাবের ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার দুইদিনের মাথায় বন্ধুদের নিয়ে সমুদ্রপাড়ে ঘুরতে যায়। হঠাৎ ঢেউ এসে তাদের চারজনকে তলিয়ে নেয়। তিন বন্ধু ফিরলেও আমার ভাই ফিরতে পারেনি। জানা যায়, গত ১১ এপ্রিল এক মাসের সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। রোববার (১৪ এপ্রিল) দুপুরে বন্ধুদের নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপকূলে ঘুরতে যান। সেখান থেকে বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। তার কিছুক্ষণের মধ্যে ঢেউ এসে তাদের চার বন্ধুকে গভীরে নিয়ে যায়। তিনজন ফিরলেও ফিরতে পারেনি নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। পরবর্তীতে উদ্ধারকারী দল এসে তার মরদেহ উদ্ধার করে।
১৪ এপ্রিল ২০২৪, ২২:৫৪

রাজবাড়ীতে হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৪
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের মিশ্রীপাঁচবাড়িয়া গ্রামে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে দুদফা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই পরিবারে চার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।  শুক্রবার (১২ এপ্রিল) রাত ৩টার দিকে রাজবাড়ী জেলা অ্যাকাউন্টস অফিসের হিসবারক্ষণ কর্মকর্তা প্রদীপ মণ্ডলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পাংশা থানায় মামলা করা হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।   তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলায় চারজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থী দলের সদস্যরা এ হামলা চালায়। এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুলিবিদ্ধ আহতরা হলেন কানু মণ্ডলের ছেলে লক্ষ্মণকুমার মণ্ডল (৩৭), বিকাশ চন্দ্র মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২২), গেদুনাথ মণ্ডলের ছেলে রুপ চাঁদ মণ্ডল (৩৭) ও নীল মণ্ডলের ছেলে বিবেক চন্দ্র মণ্ডল (৪৮)। আহতরা সবাই মিশ্রীপাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা। প্রদীপ মণ্ডল বলেন, ‘আমি গতরাতে বাড়িতে এসেছি। রাত ৩টার দিকে আমাদের বাড়ির পেছন দিকে আমার ছোট ভাইয়ের ঘরের দরজা ভেঙে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এরপর তারা আমার বাবার ঘরে যায়। আমি বিষয়টি বুঝতে পারার পর তাদের সঙ্গে কথা বলে ব্যস্ত রাখি। এ সুযোগে আমার এক ভাই পুলিশকে ফোন করে। পাশাপাশি আশেপাশের প্রতিবেশীদের ডেকে তোলে। তখন প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। হামলাকারীরা চলে যাওয়ার পরেও প্রতিবেশীরা আমাদের বাড়িতে ছিল।’ প্রদীপ মণ্ডল আরও বলেন, ‘পুলিশ চলে যাবার পর ভোরের আজানের ঠিক পাঁচ-সাত মিনিট আগে আবারও দুর্বৃত্তরা হাজির হয়। এ সময় পুলিশকে জানিয়েছি কেন, কাজটি ঠিক করিস নাই বলে গুলি ছোঁড়ে। গুলিতে চারজন আহত হয়। আর যাবার সময় বলে যায় পাঁচ লাখ টাকা সাত দিনের মধ্যে না দিলে তোদের কপালে কষ্ট আছে। আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় বাড়ির দেয়াল ও প্রাচীরে ক্ষত হয়।’ এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিফাত রাব্বী প্রিয়ম বলেন, ‘আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনকে ভর্তি করা হয়। আহতদের মধ্যে লক্ষ্মণ কুমার মণ্ডল ও সুজন মণ্ডলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
১৩ এপ্রিল ২০২৪, ১৪:৪৯

পদ্মায় রেল ও ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্কুলছাত্র নিখোঁজ
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের মধ্যে রিয়াদ আহমেদ রাজু ও মো. জুয়েলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো নিখোঁজ রয়েছেন স্কুলছাত্র রামিন আরিদ। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার তাদের মরদেহ উদ্ধার করে সার্ভিসের সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান। তিনি জানান, মো. জুয়েল (৪০) ও রিয়াদ আহমেদ রাজু (৪৫) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. জুয়েল ঢাকা ব্যাংকের কর্মকর্তা ও রাজু বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ছিলেন। তিনি আরও জানান, এখনো নিখোঁজ রয়েছেন ওই রেলওয়ের কর্মকর্তার ছেলে রিয়াদ রামিন আরিদ (২০)। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এর আগে শুক্রবার বিকেলে ট্রলারে করে ঢাকা থেকে আসা ৩০-৩৫ জন মিলে দিঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হন। পরে বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামেন। এ সময় রামিন নদীর স্রোতে ভেসে যেতে থাকলে তার বাবা রিয়াদ আহমেদ রাজু ও খালু মো. জুয়েল উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতে ভেসে নিখোঁজ হন।
১৩ এপ্রিল ২০২৪, ০৩:৪২

পদ্মায় ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছেলেসহ প্রকৌশলী নিখোঁজ
মুন্সীগঞ্জের পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের মধ্যে জুয়েল রানা নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও নিখোঁজ রয়েছেন দুই জন। তারা সম্পর্কে বাবা-ছেলে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা জুয়েলের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান। তিনি জানান, জুয়েল রানা (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা ব্যাংকের কর্মকর্তা। আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এছাড়া নিখোঁজ রয়েছেন ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের রিয়াদ আহমেদ রাজু (৪৫)। তিনি বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তার ছেলে রিয়াদ রামিন আরিদ (২০)। রিয়াদ মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির ছাত্র। এর আগে বিকেলে ঢাকা থেকে বেড়াতে আসা ৩০-৩৫ জন ট্রলার নিয়ে পদ্মা নদী ঘুরতে বের হন। এ সময় ধানকোড়ার কাছে পদ্মায় গোসলে নামেন ১০-১২ জন। এদের মধ্যে তিনজন তলিয়ে নিখোঁজ যান।
১২ এপ্রিল ২০২৪, ২১:৩৫

কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।  সোমবার (৮ এপ্রিল) ভোরে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম হাসানুজ্জামান (৪৫)। তিনি সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। জানা যায়, নিহত হাসানুজ্জামান সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।  প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ভোরে ঝিনাইদহ থেকে হাসানুজ্জামান মোটরসাইকেলে করে কর্মস্থল সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ।  তিনি জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে।
০৮ এপ্রিল ২০২৪, ১৪:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়