• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পদ্মায় ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছেলেসহ প্রকৌশলী নিখোঁজ

আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২৪, ২১:২০
মুন্সীগঞ্জ, পদ্মায় গোসল
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের মধ্যে জুয়েল রানা নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও নিখোঁজ রয়েছেন দুই জন। তারা সম্পর্কে বাবা-ছেলে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা জুয়েলের মরদেহ উদ্ধার করেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান।

তিনি জানান, জুয়েল রানা (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা ব্যাংকের কর্মকর্তা। আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

এছাড়া নিখোঁজ রয়েছেন ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের রিয়াদ আহমেদ রাজু (৪৫)। তিনি বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তার ছেলে রিয়াদ রামিন আরিদ (২০)। রিয়াদ মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির ছাত্র।

এর আগে বিকেলে ঢাকা থেকে বেড়াতে আসা ৩০-৩৫ জন ট্রলার নিয়ে পদ্মা নদী ঘুরতে বের হন। এ সময় ধানকোড়ার কাছে পদ্মায় গোসলে নামেন ১০-১২ জন। এদের মধ্যে তিনজন তলিয়ে নিখোঁজ যান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বাগাড়, বিক্রি ৪৮ হাজার টাকায়
যে কারণে আজ চালু হচ্ছে না পদ্মা রেল সেতু সংযোগ
শুধু ব্যাংক খাতের মন্দ ঋণ দিয়ে করা যেত ১৪টি ‘মেট্রো সিস্টেম’
টেকনাফ সৈকতে ভেসে এল নিখোঁজ জেলের মরদেহ