• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ১৭:০৮
ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন
ফাইল ছবি

পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের ৩ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।

সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ, অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের পৃথক দুই মামলায় আজ আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা মুচলেকায় আসামিদের স্থায়ী জামিন দেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন ট্রান্সকম গ্রুপের ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক ও করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এর আগে, গত ২১ এপ্রিল আসামিদের জামিন বাতিল করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় পৃথক তিনটি মামলা করেন। মামলায় ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ আনা হয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদালতে নিপুণের রিট, যা বললেন মিশা সওদাগর 
সোহেলের চেয়ারম্যান পদ অবৈধ, ফেরত দিতে হবে ৫ বছরের বেতন-ভাতা
‘ক্যাসিনো’ সেলিমকে জরিমানা, প্রার্থিতা বাতিলের রায় বহাল
নারীর মাথায় পিস্তল তাক, আদালতে ডিবি পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
X
Fresh