• ঢাকা শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
অনুমোদনের অপেক্ষায় দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট
নতুন অর্থবছরের (২০২৪-২৫) জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের জন্য তোলা হবে এ বাজেট। সভায় সভাপতিত্ব করবেন এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, গত ৭ মে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এডিপির খসড়া চূড়ান্ত করা হয়।  পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরের জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৬৫ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে এক লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। কর্মকর্তারা আরও জানান, আগামী অর্থবছরের জন্য নতুন এডিপির যে আকার নির্ধারণ করা হয়েছে, এটি চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় দুই হাজার কোটি বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেশি। এছাড়া, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) তুলনায় ২০ হাজার কোটি টাকা বা ৮ দশমিক ১৬ শতাংশ বেশি। অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এই খাতে বরাদ্দ নির্ধারিত হয়েছে ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৬ লাখ টাকা। তবে, মন্ত্রণালয়ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পাবে স্থানীয় সরকার বিভাগ। তাদের জন্য বরাদ্দ থাকছে ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাখ টাকা। পরিকল্পনা কমিশন জানায়, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সরকারি ও বৈদেশিক সহায়তা মিলে বরাদ্দ দেওয়া হচ্ছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। এর বাইরেও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়ন আছে ১৩ হাজার ২৮৬ কোটি ১৯ লাখ টাকা। সব মিলিয়ে ধরলে নতুন এডিপির আকার দাঁড়াবে দুই লাখ ৭৮ হাজার ২৮৬ কোটি ১৯ লাখ টাকা। চূড়ান্ত খসড়া অনুযায়ী, এডিপির ১৫টি খাতের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য; ৪০ হাজার ৭৫১ কোটি ৮৬ লাখ এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে শিক্ষা খাতকে; ৩১ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। অন্যান্য খাতের মধ্যে গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে ২৪ হাজার ৮৬৮ কোটি তিন লাখ টাকা, স্বাস্থ্য খাতে ২০ হাজার ৬৮২ কোটি ৮৮ লাখ টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৭ হাজার ৯৮৬ কোটি ২১ লাখ টাকা এবং কৃষি খাতে ১৩ হাজার ২১৯ কোটি টাকা দেওয়া হচ্ছে।  এছাড়া, শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে ছয় হাজার ৪৯২ কোটি ১৮ লাখ টাকা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে চার হাজার ৭৮৬ কোটি ৯২ লাখ টাকা, ধর্ম-সংস্কৃতি ও বিনোদন খাতে তিন হাজার ৪৯২ কোটি, সামাজিক সুরক্ষা খাতে তিন হাজার ৩০৪ কোটি টাকা, জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে তিন হাজার ৩০৮ কোটি টাকা এবং সাধারণ সরকারি সেবা খাতে দুই হাজার ১৩৩ কোটি টাকা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে এক হাজার ৩৩৭টি। মোট প্রকল্পের মধ্যে চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকে স্থানান্তর হবে এক হাজার ২৭৭টি প্রকল্প। বাকিগুলোর মধ্যে নতুন অনুমোদিত প্রকল্প রয়েছে ৬০টি।
১৬ মে ২০২৪, ১৪:২১

অপেক্ষায় শ্রেয়সী শ্রেয়া
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লিখিয়ে নিয়মিত নাটকে কাজ করছেন অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। সম্প্রতি তিনি নাজমুল রনি পরিচালিত ‘দুই বধু এক স্বামী’ ও ‘বিয়ে বাজি’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী আফজাল সুজন। নাটক দুটি শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন এর নির্মাতা। এ ছাড়াও এই অভিনেত্রীর আল হারুনের ‘বিবাহ ডট কম’ ও রেজা মাহমুদের ‘প্রেম রোগের মহা ঔষধ’ নামের নাটক দুটি প্রচারের অপেক্ষায়। আসন্ন কোরবানির ঈদে নাটকের পাশাপাশি তাকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। ‘দুই বধু এক স্বামী’ নাটকটি নিয়ে শ্রেয়সী শ্রেয়া বলেন, টিপিক্যাল প্রেমিকার চরিত্রে অভিনয় করেছি। বয়ফ্রেন্ডকে জোর করে বিয়ে করে সংসার করি। নাটকে বিয়ে নিয়ে দারুণ একটি কাহিনি রয়েছে। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করছি, সব ধরনের দর্শকদের নাটকটি ভালো লাগবে। তিনি আরও বলেন, নিয়মিত অভিনয় চালিয়ে যেতে চাই। প্রতিনিয়ত ভিন্নধর্মী গল্প এবং চ্যালেঞ্জিং সব চরিত্রে নিজেকে ভেঙে মেলে ধরতে চাই। আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছে চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করে। এখন সব ট্রেন্ডিং গল্পের কাজ আসে। কিন্তু আমি চাই সব ধরনের গল্পে নিজেকে ভাঙতে। আশা করি, নির্মাতারাও আমাকে ভিন্নধর্মী গল্পে চিন্তা করবেন। নাটক কিংবা ওটিটি যে মাধ্যমই হোক না কেন নিজেকে একজন পরিপূর্ণ ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে দেখতে চাই। সে জন্য পরিপূর্ণভাবে নিজেকে তৈরি করছি। প্রতিনিয়ত শিখছি। চলচ্চিত্রেও আগ্রহ আছে। তবে অভিনয়ে আরও নিজেকে দক্ষ করে বড় পর্দায় পা রাখতে চাই। প্রসঙ্গত, জনপ্রিয় অভিনতো মোশাররফ করিমের বিপরীতে ‘হিরার আংটি’ নাটকের মাধ্যমে শ্রেয়সীর ছোট পর্দায় পথচলা শুরু হয়। ২০২১ সালে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হয়। এরপর খানিকটা বিরতি নিয়ে জুটি বেঁধে কাজ করেছেন শ্যামল মাওলা, আব্দুন নূর সজল, ইমন, শামীম হাসান সরকার প্রমুখের সঙ্গে।
১৩ মে ২০২৪, ১৬:৩৮

মেঘের লুকোচুরি, বৃষ্টির অপেক্ষায় মেহেরপুরবাসী
দেশের বিভিন্নস্থানে স্বস্তির বৃষ্টি হলেও মেহেরপুরের মানুষের বৃষ্টির অপেক্ষা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। রোববার (৫ মে) সকাল থেকে আকাশে সাদা-কালো মেঘের ভেলা বৃষ্টির আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে। এক মাসের বেশি সময় ধরে মেহেরপুর-জেলাসহ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্রতাপ প্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে পড়া জনজীবনে শুধুই বৃষ্টির প্রতীক্ষা। সকাল থেকে আকাশে দেখা মিলেছে কাঙ্ক্ষিত মেঘ। সূর্য আর মেঘের লুকোচুরিতে বৃষ্টির প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।  গেল দুদিন তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তি ফিরে আসেনি। সন্ধ্যা গড়িয়ে রাত আসলেও ভ্যাপসা গরম কমছে না। অব্যাহত তাপপ্রবাহে মানুষের পাশাপাশি গবাদি পশু আর খেতের ফসল নিয়ে নানা সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন এ জেলার মানুষ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস শনিবার সন্ধ্যা ৬টায় দিনের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।
০৫ মে ২০২৪, ১২:০৫

১৪ মাস পর চোখ মেলছেন নিবিড়, বাবা ডাক শোনার অপেক্ষায় কুমার বিশ্বজিৎ
জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের পরিবারে হঠাৎ একটি দুর্ঘটনা যেন মুহূর্তেই সব হিসাব-নিকাশ পাল্টে দেয়। কানাডায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় ছেলে কুমার নিবিড় এতটাই মারাত্মকভাবে আহত হন যে, স্বাভাবিক জীবনে ফিরে আসা শুধুই ভাগ্য ও স্বপ্নের মতো ছিলো। ১৪ মাস পর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিবিড় চোখ মেলে তাকিয়েছে, দেখেছে বাবা–মায়ের মুখ। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে জানান কুমার বিশ্বজিৎ। গত বছরের ১৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবিড়। তার পর থেকেই বাবা-মা দুজনেরই ঠিকানা কানাডার সেই সেন্ট মাইকেল হাসপাতাল। দীর্ঘ ১৪ মাস কুমার বিশ্বজিৎ ছিলেন সংগীতমঞ্চের বাইরে। এর মধ্যে দু’বার তিনি দেশে এসেছেন। ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কুমার বিশ্বজিৎ বললেন, শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে। আমি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে রিহ্যাবে নেওয়া হবে। কুমার বিশ্বজিৎ জানান, নিবিড়ের মা অনেক কষ্ট করছে। সকালে হাসপাতালে আসা, এরপর রাতে আবার বাসায় যাওয়া, সব মিলিয়ে কঠিন সময় কাটছে। যদিও আমাদের আত্মীয়স্বজনও আছেন। তারাও হাসপাতালে বিভিন্ন সময় আসেন, নিবিড়ের দেখাশোনায় সময় দেন। ছেলের মুখ থেকে বাবা-মা ডাক শোনার জন্য তার দিকে তাকিয়ে থাকেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাঈমা সুলতানা। কবে নিবিড়ের কণ্ঠ থেকে শব্দ বেরুবে, তা এখই বলতে পারছেন না চিকিৎসকরা। তারা চিকিৎসাবিদ্যার সব ধরনের চেষ্টা চালাচ্ছেন। যার ফলে এখন কিছুটা উন্নতির দিকে শারীরিক অবস্থা। কুমার বিশ্বজিৎ বলেন, নিবিড়ের এক্সপ্রেশন দেখে মনে হয়, বাবা-মাকে চিনছে। আমাদের চেনে। অনেক সময় তাকানো, ৩৬০ ডিগ্রিতে ঘোরা। এরপর যখন বলা হয়, বাবা আসছে, মা আসছে’, তখন বোঝা যায়, আমাদের চেনে। মা যখন বলে, আমাদের চিনতে পারো? তখন তার এক্সপ্রেশনে বুঝতে পারি, হয়তো চিনছে। অপেক্ষায় আছি কখন বাবা বলে ডাকবে।
৩০ এপ্রিল ২০২৪, ২১:১৯

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে ওঠার অপেক্ষায় ৬০ বছরের ‘তরুণী’!
আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। বয়স কেবলই যে একটি সংখ্যা, তার সবচেয়ে বড় দৃষ্টান্তই হয়তো স্থাপন করে ফেললেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন এ ‘তরুণী’। হ্যাঁ, ঠিকই দেখছেন, তরুণীই বটে! নয়তো যে বয়সে পা দিয়ে বেশিরভাগ মানুষই জীবনীশক্তি হারাতে থাকেন, সোজা হয়ে চলাফেরার শক্তিটাও যে বয়সে হারিয়ে ফেলেন অনেকে, সে বয়সেই কিনা মারিসা মাথায় পড়লেন সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট।  বুধবার (২৪ এপ্রিল) আর্জেটিনার বুয়েনস এইরেস প্রদেশের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতেছেন তিনি। আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজই বিশ্বের প্রথম নারী, যিনি ৬০ বছর বয়সে কোনো সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন।  পেশায় সাংবাদিক ও আইনজীবী মারিসা এখন প্রহর গুনছেন মিস ইউনিভার্স আর্জেন্টিনার ফাইনালে জেতার। আর এমনটা হলেই মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চ সাক্ষী হবে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার। বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীদের সঙ্গে এক মঞ্চে উঠতে দেখা যাবে ৬০ বছর বয়সী ব্যতিক্রমী এক তরুণীকে।    প্রাদেশিক সেরা সুন্দরীর মুকুট জয়ের পর উচ্ছ্বাস ঝরে পড়ছে মারিসার কণ্ঠেও। আন্তর্জাতিক সংবাদসংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিসা বলেন, সৌন্দর্য প্রতিযোগিতায় নতুন এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি, যেখানে কেবল নারীদের শারীরিক সৌন্দর্য নয়, মূল্যবোধ দিয়ে বিচার করা হয়।  আগামী মাসের শেষভাগে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স আর্জেন্টিনা জেতার ব্যাপারেও অনেকটা আত্মবিশ্বাসী বলে এ সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে মিস ইউনিভার্স অর্গানাইজেশন ঘোষণা করেছিল, এখন থেকে প্রতিযোগীদের জন্য আর বয়সের সীমা থাকবে না। এবার থেকে ১৮ বছরের বেশি বয়সী যে কোনো নারী সুন্দরী প্রতিযোগিতার জন্য যোগ্য বলে বিবেচ্য হবেন। এর আগে শুধুমাত্র ১৮-২৮ বছর বয়সী নারীরাই অংশ নিতে পারতেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। মিস ইউনিভার্স ২০২৪ এর মূল প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। এর আগে ১৯৭৮, ১৯৮৯, ১৯৯৩ ও ২০০৭ সালে মোট চারবার এই প্রতিযোগিতার আয়োজক হওয়ার সম্মান অর্জন করেছে উত্তর আমেরিকার এ দেশটি।   
২৯ এপ্রিল ২০২৪, ১১:৪৮

রজতজয়ন্তী মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অধ্যাপক আবদুল মজিদ কলেজ
প্রিয় প্রাঙ্গণ কুমিল্লার মুরাদনগরের প্রত্যন্ত গ্রাম রামচন্দ্রপুরের অধ্যাপক আবদুল মজিদ কলেজ ক্যাম্পাস। স্মৃতি কারো কাছে ২৯ বছর আগের। কারোর আবার ২০ কিংবা ১০ কিংবা তারও কম। ১৯৯৫ সালে শিক্ষার আলো জ্বালাতে নিজ শ্বশুর বাড়ি  এলাকায় গিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করেন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের বর্তমান সংসদ সদস্য পপি গাইডের রচয়িতা অধ্যক্ষ মো. আবদুল মজিদ। যে প্রতিষ্ঠান ঘরে ঘরে আলো জ্বালিয়ে আলোকিত করেছে বাংলাদেশকে। সেই প্রতিষ্ঠান হাটি হাটি পা পা করে শৈশব, কৈশর পেরিয়ে এখন যৌবনের উত্তাল তরঙ্গে আন্দোলিত হচ্ছে। ২৮ পেরিয়ে ২৯ বছর অতিক্রান্ত হচ্ছে অধ্যাপক আবদুল মজিদ কলেজের।  ২৫ বছর পূর্তিকে বলা হয় রজতজয়ন্তী। অধ্যাপক আবদুল মজিদ কলেজ সেই সময়টা পেরিয়ে এসেছে আরও চার বছর আগে। করোনা মহামারি, জাতীয় নির্বাচন ইত্যাদি নানা কারণে উৎসবটা আর হয়ে উঠেনি। অবশেষে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। আগামীকাল শনিবার অর্থাৎ ২০ এপ্রিল অপেক্ষার পালা শেষ হচ্ছে হাজার হাজার মজিদিয়ানের। পুরনো সেই দিনের কথা বলতে এক হচ্ছে সখি-সখারা।  রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যার আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রথম ব্যাচের (১৯৯৭-পরীক্ষার্থী) শিক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) ও উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।  তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এমন আয়োজন অবিস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীসহ পুরো মুরাদনগর উপজেলাতেই এই অনুষ্ঠান নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রীরা যে কলেজকে ভালোবাসে, রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যার আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রথম ব্যাচের (১৯৯৭-পরীক্ষার্থী) শিক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) ও উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এমন আয়োজন অবিস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীসহ পুরো মুরাদনগর উপজেলাতেই এই অনুষ্ঠান নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রীরা যে কলেজকে ভালোবাসে, বিশেষ করে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আবদুল মজিদকে ভালোবাসে এই অনুষ্ঠান তারই বহিঃপ্রকাশ। অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে। প্রাক্তনদের কথা...  ২০০২ ব্যাচের শিক্ষার্থী ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা) সাইফুল ইসলাম সাইফ বলেন, ২৯ বছর পর হলেও রজতজয়ন্তী উদযাপন করতে পারার আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। ভালো লাগার অন্যতম কারণ সবার সঙ্গে সবার দীর্ঘদিন পর দেখা হওয়ার সুযোগ। গ্র্যান্ড মিলনমেলায় রূপ নেবে রজতজয়ন্তী অনুষ্ঠান। ৫ হাজারের বেশি প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের সমাগম ঘটবে। এতে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এক সপ্তাহ ধরে আয়োজনের প্রস্তুতি চলছে। আশা করছি সুন্দর ও সফলভাবে রজতজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন হবে। ২০০৫ ব্যাচের শিক্ষার্থী ঢাকা মেট্রোপলিটনের সহকারী উপ পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম বলেন, প্রত্যেকটি গল্পেরই আলাদা একটা সত্ত্বা রয়েছে। ২৯ বছরে মজিদ কলেজ এমন শতশত গল্প রচনা করেছে। সব গল্প মিলেই রজতজয়ন্তীতে একটি গল্পসমগ্র হবে। রূপক অর্থে যার সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ। আমরা প্রত্যেকে গল্পের একেকটা চরিত্র।   ২০০৬ ব্যাচের শিক্ষার্থী সিলেটের সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সগির আহমেদ টুটুল বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর অনেকের সাথে দেখা হবে। বিষয়টি ভাবতেই গাঁ শিউরে উঠছে। মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি রজতজয়ন্তী উৎসবের মাধ্যমে নতুন কিছু স্মৃতি নিয়ে যেতে পারবো, যেগুলো সারাজীবন বয়ে বেড়ানো যাবে।  ২০০৭ ব্যাচের শিক্ষার্থী রাজধানীর মুগদা থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়ালীউল্লাহ বলেন, কত শত স্মৃতি আবদুল মজিদ কলেজকে ঘিরে। নদীতে গোসল করা, লঞ্চ ঘাটে ঘন্টার পর ঘণ্টা চুটিয়ে আড্ডা দেয়া, আশুলিয়ায় বসে বিকেলের হিমেল হাওয়ায় সিক্ত হওয়া, মাওলার দোকানে একসাথে সিনেমা দেখা আরও কত কি! সবকিছু যেন চোখের সামনে ভেসে উঠছে। রজতজয়ন্তী সেই স্মৃতিগুলো ঝালিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছে।  ২০১০ ব্যাচের শিক্ষার্থী ঢাকার ব্যবসায়ী মহিউদ্দিন সেলিম বলেন, অধ্যাপক আবদুল মজিদ কলেজ একটি আবেগের নাম। অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ ভালোবাসার আশ্রয়স্থল। আবেগ আর ভালোবাসার সম্মিলন ঘটাতেই আমাদের রজতজয়ন্তী উৎসবের আয়োজন। এর মাধ্যম নতুন আর পুরাতনের বন্ধন অঁটুট হবে। আমরা স্মৃতির ভেলায় চড়ে ফিরে যাবো এইচএসসির সেই দুটি বছরে। কারা থাকছেন অতিথি হিসেবে?  প্রথম ব্যাচের ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীন, ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: নিজামুল করিম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও হোমনা উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ মোঃ আবদুল মজিদের সহধর্মীনি রেহানা বেগম, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও কলেজের বর্তমান অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমদ চৌধুরী।  অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন মুরাদনগরের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো: আব্দুল হাকিম খান।  যা যা থাকছে বর্ণাঢ্য আয়োজনে?  রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের শুরুটা হবে বর্ণাঢ্য র‍্যালি দিয়ে। সকাল সোয়া নয়টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে এই র্যালি অনুষ্ঠিত হবে। ১০টা ৪০ মিনিটে অতিথিদের উত্তরীয় পরিধান ও ফুল দিয়ে বরণ করে নেয়া হবে। তারপরই সমবেত জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন অতিথিরা। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আবদুল মজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণার পর কলেজের যেসব শিক্ষার্থী এরইমাঝে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হবে। পৌনে ১২টার দিকে কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমদ চৌধুরী স্বাগত বক্তব্য রাখবেন এবং কলেজের সার্বিক বিষয়ে একটি উপস্থাপনা করবেন। তারপরই রজতজয়ন্তী উপলক্ষে যে স্যুভেনির প্রকাশ করা হচ্ছে তার মোড়ক উন্মোচন করবেন অতিথিরা।  এবার বক্তব্যের পর্ব শুরু। শুরুতেই প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন কয়েকজন। বেলা ১২ টায় বিশেষ অতিথিরা তাদের বক্তব্য দেবেন। তারপর অনুষ্ঠানের উদ্বোধক কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আবদুল মজিদ ও প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার বক্তব্য রাখবেন। পরে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান শেষে দুপুর ১টায় অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ধন্যবাদ জ্ঞাপন করবেন। মধ্যাহ্নভোজন ও নামাজের বিরতির আগে অতিথিদের সঙ্গে ব্যাচ ভিত্তিক ফটোসেশনে অংশ নেবেন শিক্ষার্থীরা। এর মধ্য দিয়েই শেষ হবে রজতজয়ন্তী উদযাপনের প্রথম পর্ব।  মধ্যাহ্নভোজন শেষে বেলা আড়াইটায় বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণায় মুখর হয়ে উঠবে অনুষ্ঠান স্থল। স্মৃতিচারণ শেষে শিক্ষকদের সাথে ব্যাচ ভিত্তিক ফটো সেশনে অংশ নেবেন শিক্ষার্থীরা। বিকাল সাড়ে চারটায় র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে রজতজয়ন্তী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।  সাড়ে ৫টা থেকে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। চলবে রাত নয়টা পর্যন্ত। এর মধ্য দিয়েই পর্দা নামবে রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের। ভাঙবে কোলাহল। ক্রমেই নেমে আসবে নীরবতা। যে নীরবতা ভাঙতে অপেক্ষা করতে আরও ২১ বছর। ৫০ বছর পূর্তিতে হয়তবা কলেজ প্রাঙ্গণে বসবে সুবর্ণজয়ন্তীর বিশাল মহাযজ্ঞ। তখন শোক প্রস্তাবের তালিকাটা অনেক দীর্ঘ হবে। বয়সের ভারে নুইয়ে পড়া অনেকেই সেদিন সাদা চুল আর সাদা দাঁড়ি নিয়ে ধীর পায়ে হেঁটে বেড়াবে কলেজ ক্যাম্পাসে। এইতো আর ক’দিন! ২০৪৫...  
১৯ এপ্রিল ২০২৪, ১৪:১৭

দক্ষিণের যে ৫ সিনেমার অপেক্ষায় দর্শক
গল্প, অভিনয় ও সুন্দর নির্মাণশৈলীর কারণে ভারতের দক্ষিণী সিনেমার নাম এখন বিশ্বজোড়া। দর্শকও আগ্রহভরে দেখে এসব সিনেমা। চলতি বছর এ ইন্ডাস্ট্রি থেকে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা। তার মধ্য থেকে পাঁচটি সিনেমা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। দ্য গ্রেটেস্ট অব অল টাইম  ৬০০ কোটি রুপি বাজেটের সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। ভেঙ্কট প্রভু পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন তারকা অভিনেতা থালাপাতি বিজয়। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মীনাক্ষি চৌধুরী, প্রভু দেবা, স্নেহার মতো শিল্পীরা। সিনেমাটি আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কল্কি ২৮৯৮ এডি নাগ অশ্বিন পরিচালিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। দক্ষিণী এ সিনেমায় অভিনয় করেছেন তারকা অভিনেতা প্রভাস। এতে সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। সবকিছু ঠিক থাকলে ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তি পাবে আগামী ৯ মে। পুষ্পা টু ভারতের সিনেমা দেখেন, অথচ ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা। আকাশচুম্বী সফলতার পর পরিচালক সুকুমার সিনেমাটির দ্বিতীয় সিক্যুয়াল ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ নির্মাণ করেছেন। এতেও একসঙ্গে অভিনয় করেছেন আল্লু-রাশমিকা। সব ঠিক থাকলে ৫০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  গেম চেঞ্জার ৪৫০ কোটি রুপি বাজেটের সিনেমা ‘গেম চেঞ্জার’। দক্ষিণী এই সিনেমায় অভিনয় করছেন মেগাস্টার রাম চরণ। তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি। এস. শংকর নির্মিত এ সিনেমায় রাম চরণ-কিয়ারা ছাড়াও অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ অভিনয় করছেন। আশা করা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাবে। দেবারা ‘জনতা গ্যারেজ’ সিনেমা নির্মাণের অর্ধ যুগ পর ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআরকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করেছেন পরিচালক কোরাতলা শিবা। নাম ‘দেবারা’। এতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে।  
১৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

বাসের অপেক্ষায় যাত্রীরা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা
পবিত্র ঈদুল ফিতরের আর বাকি কয়েক ঘণ্টা। সাধারণত ঈদের আগের দিন যানজট না থাকলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় এখনও রয়েছে। তবে গত দুদিনের মতো উপচেপড়া ভিড় নেই। কিন্তু পরিবহন স্বল্পতার জন্য কাউন্টারগুলোতে বাসের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে যাত্রীদের। বিলম্ব হচ্ছে গন্তব্যে যেতে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন ঘরমুখো যাত্রীরা। বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে এ মহাসড়কে গণপরিবহন কম চলতে দেখা যায়। ফলে অনেক মানুষ ট্রাক-পিকআপে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দূরপাল্লার স্বল্প কিছু যানবাহন এবং লোকাল পরিবহন চলাচল করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, চেরাগ আলী, টঙ্গী বাজার এলাকার বাসস্ট্যান্ডে ঘরমুখী মানুষের ভিড় রয়েছে। দ্বিগুণ ভাড়া দিয়ে হলেও তারা নাড়ির টানে বাড়ি ফিরতে সংকল্পবদ্ধ। এ বিষয়ে কথা হয় চান্দনা চৌরাস্তায় বাসের অপেক্ষায় বসে আছেন এমন কয়েকজন যাত্রীর সঙ্গে।  তারা বলেন, গত সোমবার থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হলেও ঈদের আগের দিন যানজট নেই বললেই চলে। টেলিভিশনের খবরে দেখে আজ পরিবার-পরিজন নিয়ে বের হয়েছি। এ মহাসড়ক ফাঁকা থাকলেও যাত্রীবাহী বাস খুবই কম। তাই বাসের জন্য কাউন্টারে বসে রয়েছি। নেত্রকোণার মদনে যাবেন হেলেন মিয়া। তার সঙ্গে কথা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিটি যাত্রবাহী বাসে অতিরিক্ত ভাড়া চাচ্ছে। দেখার কেউ নেই। তিনগুণ বেশি ভাড়া দিয়েও যাওয়ার জন্য বাস পাচ্ছি না। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের চাপ অনেক কম। অনেক বাস আগেই চলে গেছে। গতকাল দুপুরের পর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একেবারেই ফাঁকা। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে এবারের ঈদযাত্রায় বিভিন্ন পয়েন্টে যানজট থাকলেও ঘরমুখো মানুষ স্বস্তিদায়কভাবে যাতায়াত করেছেন।
১০ এপ্রিল ২০২৪, ১৭:৫০

বকেয়া বেতনের অপেক্ষায় দিন গুনছেন হাফিজ!
ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর জাতীয় ক্রিকেট দলের ডিরেক্টর ও হেড কোচ হিসেবে মোহাম্মদ হাফিজকে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ। দায়িত্ব পেয়ে মাত্র দুই সিরিজ (নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) দায়িত্ব পালন করতে পেরেছেন হাফিজ। এরপর মহসিন নকভি পিসিবির নতুন চেয়ারম্যান হয়ে আসলে পদ হারান হাফিজ। এতদিনেও হাফিজকে তার প্রাপ্য বেতন তাকে পরিশোধ করেনি পিসিবি। নিজের বকেয়া বেতন নিতে বেশ বিড়ম্বনায় পড়েছেন সাবেক এই ক্রিকেটার। জানা গেছে, যে বেতনে পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন হাফিজ, সে অর্থ পাননি তিনি। এমনকি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দৈনিক ভাতাও তাকে পরিশোধ করেনি দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এই সমস্যাটি সমাধানের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ব্যস্ততার কারণে মহসিন নকভির সঙ্গে দেখা করা এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেননি হাফিজ। ফলে বকেয়া বেতনও আদায় করতে পারেননি তিনি। হাফিজের অধীনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে পুরোপুরি ব্যর্থ হয় পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে তারা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। দলের দুই ব্যর্থ মিশন শেষে নতুন চেয়ারম্যান মহসিন নকভি সিদ্ধান্ত নেন বাবর-রিজওয়ানদের জন্য বিদেশি কোচ নিয়োগ দেওয়া হবে। এমন সিদ্ধান্তের প্রেক্ষিতেই কোচ ও ডিরেক্টরের পদ থেকে হাফিজকে সরানো হয়।
০৭ এপ্রিল ২০২৪, ১৭:০১

প্রথম লেগে হেরে মেসির অপেক্ষায় মায়ামি
ধারণা করা হচ্ছিলো কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে মাঠে দেখা যাবে মেসিকে। তার আভাস দিয়েছিলেন ইন্টার মায়ামি কোচ মার্টিনো। তবে শেষ পর্যন্ত মেসিকে ছাড়ায় মাঠে নামে যুক্তরাষ্ট্রের ক্লাব।  বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) সকালে ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেক্সিকোর মন্টেরির বিপক্ষে ২-১ গোলে হেরে গেলো মায়ামি। ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। জুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ট্যাপ ইনে জাল খুঁজে নেন টমাস আভিলেস। সেই লিড নিয়েই বিরতিতে যায় তাতা মার্তিনো শিষ্যরা। কিন্তু দ্বিতীয়ার্ধেই ছন্দপতন হয় তাদের। ম্যাচের ৬৫তম মিনিটে ডেভিড রুইজ তার দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় মায়ামি। একজন বেশি নিয়ে খেলার সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় মনতেরে। ৬৯তম মিনিটে মেক্সিকান ক্লাবটিকে সমতায় ফেরান মাক্সিমিলিয়ানো মেসা। এরপর ৮৯তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন হোর্হে রদ্রিগেস। মেক্সিকোর লিগা এমএক্স-এ শীর্ষে থাকা মন্টেরি আগামী বুধবার মায়ামিকে স্বাগত জানাবে। আঞ্চলিক টুর্নামেন্টের শেষ চারে ওঠার দৌড়ে তারাই ফেভারিট। অবশ্য দ্বিতীয় লেগে মেসিকে পাওয়ার আশা করছে মায়ামি। ডানপায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে এমএলএস-এর তিন ম্যাচে মেসি খেলেননি। মঙ্গলবার সকালে অনুশীলন করেন তিনি। 
০৪ এপ্রিল ২০২৪, ১৫:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়