• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২৪, ১৪:০৬
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন।

এর আগে বেলা ১১টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগার এ ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা বলেন, ‘আমাদের ঘরবাড়ি পুড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে অবস্থান করছি।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে শতাধিক দোকানসহ রোহিঙ্গাদের ঘর পুড়ে গেছে।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল শুরু
সেন্টমার্টিন থেকে ট্রলারে ফিরছেন দুই শতাধিক মানুষ
বিকল্প পথে সেন্টমার্টিনে পাঠানো হবে পণ্য, যাতায়াত করবে মানুষও
একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন তসলিমা