• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মেঘের লুকোচুরি, বৃষ্টির অপেক্ষায় মেহেরপুরবাসী

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মে ২০২৪, ১১:৫২
ছবি : আরটিভি

দেশের বিভিন্নস্থানে স্বস্তির বৃষ্টি হলেও মেহেরপুরের মানুষের বৃষ্টির অপেক্ষা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর।

রোববার (৫ মে) সকাল থেকে আকাশে সাদা-কালো মেঘের ভেলা বৃষ্টির আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে। এক মাসের বেশি সময় ধরে মেহেরপুর-জেলাসহ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্রতাপ প্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে পড়া জনজীবনে শুধুই বৃষ্টির প্রতীক্ষা। সকাল থেকে আকাশে দেখা মিলেছে কাঙ্ক্ষিত মেঘ। সূর্য আর মেঘের লুকোচুরিতে বৃষ্টির প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

গেল দুদিন তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তি ফিরে আসেনি। সন্ধ্যা গড়িয়ে রাত আসলেও ভ্যাপসা গরম কমছে না। অব্যাহত তাপপ্রবাহে মানুষের পাশাপাশি গবাদি পশু আর খেতের ফসল নিয়ে নানা সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন এ জেলার মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস শনিবার সন্ধ্যা ৬টায় দিনের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোমবার পর্যন্ত সারাদেশে যেমন থাকবে আবহাওয়া
বৃষ্টি ঝরবে কবে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টির সঙ্গে তাপমাত্রা ৩ ডিগ্রি কমার পূর্বাভাস
মেহেরপুরে রসুন ও কাঁচা মরিচের দাম লাগামহীন
X
Fresh