• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
সব জল্পনা-কল্পনার অবসান, শাকিবের ‘তুফান’-এ চঞ্চল
গত বছরের শেষের দিকে বেশ ঘটা করে ঘোষণা দেওয়া হয় বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘তুফান’-এর। অভিনেতা শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি চলছে। মাঝে ঘোষণা দেওয়া হয়, এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এরপর ছবিটির ভিলেন কে হচ্ছে তা নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। এবার তুফান সিনেমায় যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী।  সিনেমায় কাজ করার বিষয়টি  নিশ্চিত করে চঞ্চল বলেন, তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। এছাড়া  শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এতো বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে। পরিচালক রায়হান রাফির এখন সময় যাচ্ছে সিনেমার শুটিং-এর শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। রাফি বলেন, চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফান-এ শাকিব ভাইয়ের সঙ্গে সঙ্গে তাকে পাওয়াটা আমার জন্য আনন্দের। এসভিএফ-এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, চঞ্চল চৌধুরীর সঙ্গে এর আগে ওটিটি কনটেন্টে কাজ হয়েছে। অনেকদিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিল। আমি নিশ্চিত তিনি তুফান-কে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান ‘তুফান’ এর আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। সিনেমাটির নাম ‘দম’। আর পরিচালনা করবেন রেদওয়ান রনি। ‘দম’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
২৩ এপ্রিল ২০২৪, ১৭:০৫

তারকাদের পহেলা বৈশাখ
আজ পহেলা বৈশাখ। দিনটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করছেন সবাই। পিছিয়ে নেই শোবিজ তারকারাও। ফেসবুকে তারা লিখছেন মনের কথা। এ রকম বেশ কয়েকজন তারকার ফেসবুক পোস্ট নিয়ে আমাদের এই আয়োজন। চঞ্চল চৌধুরী এপার বাংলা-ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেতা ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩১। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর মঙ্গলময় হোক। ’ তারিন জাহান অভিনেত্রী তারিন জাহান বাংলা নববর্ষ উপলক্ষে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, শুভ নববর্ষ ১৪৩১। পূর্ণতা পাক সব স্বপ্ন ,আশা ও আনন্দময় হউক জীবন। ভালো থাকুন সুস্থ থাকুন। বছর ঘুরে আবার এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সব অশুদ্ধ দূর হোক, বছর শুরু হোক বিশুদ্ধতায়, সাজুক বাঙালিয়ানায়।’ শাহনাজ খুশি বাংলা নববর্ষে অভিনেত্রী শাহনাজ খুশি নিজের ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ। অনন্ত শুভ কামনা সবার জন্য। ১লা বৈশাখ, ১৪৩১।’ সাজু খাদেম অভিনেতা সাজু খাদেম তার ব্যক্তিগত ফেসবুকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। তিনটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘মঙ্গল হোক সবার...শুভ নববর্ষ ১৪৩১।’ এফ এস নাঈম অভিনেতা এফ এস নাঈম মাত্র দুটি শব্দে সবাইকে জানিয়েছেন বাংলা নববর্ষের শুভেচ্ছা। ফেসবুকে তিনি লিখেছেন,‘শুভ নববর্ষ ।’
১৪ এপ্রিল ২০২৪, ১৪:২৯

চঞ্চলের প্রশংসায় মীর আফসার আলী
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। চরিত্র যাই হোক না কেন, পর্দায় বাস্তব রূপ দিতে যেন কোনো জুড়ি নেই তার। নিজ অভিনয়গুণেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন চঞ্চল। অন্যদিকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা মীর আফসার আলী। তিনিও খুব কম সময়ের মধ্যেই নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন ইন্ডাস্ট্রিতে। এবার চঞ্চলের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন মীর। গত ১১ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুকে চঞ্চলকে নিয়ে স্ট্যাটাস দেন মীর। ক্যাপশনে চঞ্চলের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন ওপার বাংলার এই অভিনেতা। পাঠকদের সুবিধার জন্য মীরের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—  চঞ্চলের চোখের নিষ্পলক চাউনি কারাগারে মুগ্ধ করেছিল। সেই চোখ এবার দৃষ্টিহীন। ‘হইচই’র নতুন সিরিজ ‘রুমি’ যেন এক অদ্ভুত চ্যালেঞ্জ। গোয়েন্দার সবচেয়ে বড় অস্ত্র চোখ। আর সেই চোখ যদি হারিয়ে ফেলে তার ক্ষমতা, কতটা চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হয় একজন গোয়েন্দাকে? সিরিজের শুরু থেকেই টানটান উত্তেজনা আর মোড়কে মোড়কে ঘটনার ঘনঘটা নিশ্বাস ফেলতে দেয় না। কেসের তদন্তের পাশাপাশি রুমির ব্যক্তিগত জীবনের রহস্যও জমে উঠতে থাকে সিরিজ জুড়ে।   ঈদ, নববর্ষ, সামনে লম্বা ছুটি। সব মিলিয়ে রহস্যের হইচই একেবারে জমজমাট হয়ে উঠেছে ‘রুমি’র সঙ্গে। আর চঞ্চলের সব ফ্যানদের তকদির তো খুবই ভালো। চঞ্চল আরও একবার প্রমাণ করলেন, চরিত্র যাই হোক, দশর্কের মনে হইচই তিনি ফেলে দেবেনই।      সবশেষে একটাই কথা— বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে ৩৬ ঘা আর কানা পুলিশে ছুঁলে ৭২ ঘা।  
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৫১

তারকাদের বৈশাখী স্মৃতি / আগে কী সুন্দর দিন কাটাইতাম
বছরঘুরে আবারও এলো ‘পহেলা বৈশাখ’। এই বৈশাখ ঘিরে সবারই আছে কিছু-না কিছু স্মৃতি। শোবিজ অঙ্গনের তারকাদের সেই স্মৃতি নিয়ে আমাদের এই বৈশাখী আয়োজন।  ফেরদৌস চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। পহেলা বৈশাখের স্মৃতিচারণ করে বলেন, ছাত্রজীবন বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনকার পহেলা বৈশাখ ছিল সবচেয়ে বেশি মজার; যা কখনও ভুলে যাওয়ার নয়। সে সময়ট রমনার বটমূল, টিএসসি, চারুকলায় সারাদিন বন্ধুদের নিয়ে মজা করতাম। এরপর দুপুরে বন্ধুরা মিলে হোটেল নীরবে খাবার খেতে যেতাম। বলতে গেলে সে সময়টার পহেলা বৈশাখের মজা ছিল একেবারেই ভিন্ন।   অপু বিশ্বাস ঢালিউড কুইন অপু বিশ্বাস। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। পহেলা বৈশাখ নিয়ে তিনি বলেন, ছোটবেলায় পহেলা বৈশাখকে ঘিরে অন্যরকম এক ভালো লাগা কাজ করত। সারাবছর ধরে অপেক্ষা করতাম, কখন আসবে কাঙ্ক্ষিত দিনটি। কারণ, এদিন ঘুরে বেড়াতাম নানান জায়গায়, তাও আবার বাধাহীনভাবে। কিন্তু এখন চাইলেও আর সব জায়গায় যাওয়া হয় না। দিনগুলো সত্যিই আর ফিরে আসবে না। চঞ্চল চৌধুরী এপার-ওপার দুবাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘মনোগামী’। বৈশাখ নিয়ে পাবনার এই কৃতী সন্তান বলেন, আমার শৈশব কেটেছে গ্রামে। আমাদের গ্রামে বৈশাখে হালখাতা হতো। বাড়ির পাশে যে বাজার ছিল সেখানে আমরা বিভিন্ন দোকানে যেতাম। হালখাতার দিন বিভিন্ন দোকান থেকে জিলাপি, মিষ্টি, শিঙাড়া খেতে দিত। এটা এখন খুব মিস করি।  আরিফিন শুভ ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ। সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। বৈশাখের স্মৃতিচারণ করে এই চিত্রনায়ক বলেন, পহেলা বৈশাখে ছোটবেলায় কী যে আনন্দ করেছি তা বলে বোঝাতে পারব না। পুরো দিনটাই নিজের করে নিতাম। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে পান্তা-ইলিশ খাওয়া। এরপর বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে যাওয়া। মফস্বল শহরে পহেলা বৈশাখের অন্যরকম আমেজ ছিল। শহরে যার ছিটেফোঁটাও নেই। সাইমন সাদিক চিত্রনায়ক সাইমন সাদিকের শৈশব-কৈশোর পুরোটাই কেটেছে কিশোরগঞ্জে। গ্রামীণ আবহের সেই বৈশাখ দেখেই তিনি বড় হয়েছেন। বন্ধুদের সাথে মেলায় ঘুরেছেন। পুতুলনাচ দেখেছেন, চড়েছেন নাগরদোলাতেও। এগুলো এখন খুব মিস করেন তিনি।
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৪৪

ঈদে জেফারকে নিয়ে পর্দা মাতাবেন চঞ্চল
বছরজুড়ে প্রিয় তারকার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। আর তাই প্রতি ঈদেই ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হন তারকারা। সেই ধারাবাহিকতায় ওটিটি প্ল্যাটফর্মে আসন্ন ঈদে জেফারকে নিয়ে পর্দা মাতাতে আসছেন চঞ্চল চৌধুরী।       ঈদে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে জেফার-চঞ্চল অভিনীত সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী।’ সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।  শনিবার (২৩ মার্চ) ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ সিনেমার একটি লোগো পোস্টার উন্মোচন করে ঈদে মুক্তির বিষয়ে আভাস দেওয়া হয়েছে। পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে চঞ্চল লেখেন— ‘ঈদুল ফিতরেই আসছে এটি।’ সিনেমাটি নিয়ে ফারুকী বলেন, আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কী কী ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। ‘মনোগামী’ তে অনেক দিন পর নারী-পুরুষের রিলেশনশিপের কিছু দিক নিয়ে এই রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি।  সিনেমার পোস্টারটি প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন জেফার। প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে কোনো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাও চঞ্চলের মতো একজন গুণী অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই গায়িকা।   এ প্রসঙ্গে তিনি বলেন, একজন সংগীতশিল্পী হিসেবে আগে পর্দায় হাজির হলেও  এবারই প্রথম অভিনেত্রী হিসাবে পর্দায় আসব। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, সঙ্গে চ্যালেঞ্জিং। সেই সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্রে অভিনয় করতে পারা এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের পাশাপাশি ভীষণ রোমাঞ্চকরও।    জানা গেছে, গেল বছরের আগস্টে বড় আয়োজনে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ঘোষণা দেয় চরকি। এই প্রকল্পে নির্মিত হচ্ছে ১২টি সিনেমা। সবগুলো সিনেমাই ভালোবাসার গল্পের আদলে নির্মিত। ইতিপূর্বে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার আসছে ‘মনোগামী’।   প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে জেফার-চঞ্চলের ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। এবারের ঈদের সিনেমায় সম্ভাব্য মুক্তির তালিকায় রয়েছে— ‘রাজকুমার’,  ‘দেয়ালের দেশ’, ‘ওমর’, ‘মোনা: জ্বীন ২’, ‘পটু’, ‘মায়া’, ‘সোনার চর’, ‘লিপস্টিক’, ‘ডেডবডি’, ইত্যাদি।   
২৪ মার্চ ২০২৪, ১৩:৪৬

‘প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে ফেসবুক’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। মাঝে মধ্যেই নানান ইস্যুতে নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন এই অভিনেতা। এবারও তার ব্যতিক্রম হলো না। মঙ্গলবার (৫ মার্চ) রাতে হঠাৎ ফেসবুক বন্ধ হয়ে যায়। সাধারণ ব্যবহারকারীর মতো তারকাদের মধ্যেও বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে বেশির ভাগ  ব্যবহারকারীই ভেবেছিলেন— ফেসবুক হ্যাকড হয়েছে। অন্য সবার মতো অভিনেতা চঞ্চলের অবস্থাও একই। পরে অবশ্য জানতে পারেন, সবার একই সমস্যা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করতেও দেরি করেননি চঞ্চল। এদিন রাতেই তার ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।  পাঠকদের সুবিধার জন্য চঞ্চলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরে হলো— ‘প্রথমে যখন ফেসবুকে ঢুকতে পারছিলাম না, ভেবেছিলাম হ্যাক হয়েছে। অনেক খারাপ লাগছিল। যখন জানতে পারলাম সবারই একই অবস্থা, তখন বেশ ভালো লেগেছিল। মনে মনে ভাবছিলাম, যাক সারা পৃথিবী থেকে একটা জঞ্জাল বিদায় হলো। এরপর যখন ফেসবুক ফিরে পেলাম, তখন মনে হলো, এই এক ঘণ্টার ফেসবুক হারানোর শোক অনেকের কাছে অতি প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক। কোন নেশায় আক্রান্ত পুরো দেশ, পুরো বিশ্ব। আমিও এর বাইরে নই। এর থেকে কি আমরা কিছু শিখতে পারলাম? সবাই একটু ভাবুন। এখনও আমরা সবাই পরীক্ষা করে দেখছি, অ্যাকাউন্টটা ঠিক আছে তো? ধন্য তুমি জাকারবার্গ। ভদ্রলোক হয়তো সৎ উদ্দেশ্যেই জিনিসটা তৈরি করেছিলেন। কিন্তু কথা একটাই, ফেনসিডিল ছিল কাশির সিরাপ, পরে সেটা হয়ে গেল নেশার দ্রব্য।’ প্রসঙ্গত, মঙ্গলবার রাত নয়টার পর থেকে হঠাৎই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যা দেখা দেয়। আর এ কারণেই ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। যদিও এর কিছু সময় পরেই ঠিক হয়ে যায় সব। 
০৬ মার্চ ২০২৪, ১৫:২৯

চঞ্চলের চিকিৎসায় সামন্ত লালকে চিঠিতে যা লিখেছিলেন এ টি এম শামসুজ্জামান
বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। ২০২১ সালের এই দিনে ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এ শিল্পী। তাকে স্মরণ করে অনেক অভিনেতা-অভিনেত্রী স্মৃতি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।তাদের মধ্যে একজন চঞ্চল চৌধুরী।  তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আজ বাংলাদেশের দুজন কিংবদন্তি অভিনেতার প্রয়াণ দিবস।তারা হলেন জনাব গোলাম মুস্তাফা এবং জনাব এ টি এম শামসুজ্জামান। গভীর শ্রদ্ধা জানাই তাঁদের বিদেহী আত্মার প্রতি। তিনি লেখেন,  গভীর শ্রদ্ধা জানাই তাঁদের বিদেহী আত্মার প্রতি। গোলাম মুস্তাফা সাহেবের সঙ্গ লাভ বা তার সঙ্গে অভিনয় করবার সৌভাগ্য আমার কখনো হয়নি। তবে ছোটবেলা থেকে তাঁর অভিনয় ও আবৃত্তির একনিষ্ঠ ভক্ত আমি। যথারীতি এ টি এম ভাই ডা. সেন স্যারকে একটা চিঠি লিখে দিলেন, আমি দেখা করলাম। সেন স্যার হলেন বিখ্যাত ডা. সামন্ত লাল সেন। যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। সেন স্যার আমাকে দেখেই চিনে ফেললেন। তারপর এ টি এম ভাইয়ের লেখা চিঠিটা পড়ে হাসতে লাগলেন। চিঠির লেখাগুলো ছিলো সেন, প্রীতস্তি কুশল রইলো। চঞ্চলকে পাঠালাম। ও ইদানীং ওর অভিনয়ে আমাদের সবাইকে চঞ্চল করে তুলেছে। কপাল জোড় কদমে দৌড়চ্ছে। সেই কপালে কি যেন হয়েছে। দেখে যদি মনে করেন ফাটিয়ে দেবেন। একবার ফাটলে আর ধরে কে ওকে। ভালো আছেন। ভালো থাকবেন। বৌদিকে নমস্কার। বাকী পরিবারের সবাইকে ভালবাসা।  এ টি এম শামসুজ্জামান ২৯ শে শ্রাবন, ১৪১৩ বাংলা।” তারপর সত্যিই আমার কপালটা ফাটিয়ে দিলেন ডা. সামন্ত লাল সেন। এ টি এম ভাই যখন খুব অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি ছিলেন, একদিন বৃন্দাবনদা, খুশী আর আমি ওনাকে দেখতে গেলাম। আমাদেরকে দেখে উনি আনন্দে কেঁদে ফেললেন। বললেন, আল্লার রহমতে, সকলের দোয়ায় আমি সুস্থ হইয়া যামু…..আবার অভিনয় করমু, তোমরা রেডি হও। আমরা সত্যিই রেডি ছিলাম ওনার অভিনয়ে ফেরার আশায়, রেডি ছিলাম না ওনার চির বিদায় নেওয়ার সংবাদ শোনার জন্য। হাসপাতালে ওনার সাথে সেই শেষ দেখা। শেষের ছবিটা আমাদের শেষ স্মৃতি। আর ডা. সেন স্যারকে লেখা তাঁর হাতের লেখা চিঠিটা আগলে রেখেছি অনেক যত্নে। পরপারে শান্তিতে থাকুন হে কিংবদন্তি।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮

চঞ্চলকে নিয়ে যে মন্তব্য করলেন অঞ্জন দত্ত
চঞ্চল চৌধুরী। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক-সিনেমা উপহার দিয়েছেন তিনি। দেশের পাশাপাশি পশ্চিবঙ্গের দর্শকদেরও মন জয় করেছেন এই অভিনেতা। এবার চঞ্চলকে নিয়ে মন্তব্য করলেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক-পরিচালক অঞ্জন দত্ত।   অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন চঞ্চল। তার অভিনয়ের ভক্ত অঞ্জন নিজেও। আর এ কারণেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে চঞ্চলের ভূয়সী প্রশংসা করেছেন এই গায়ক।     অঞ্জন বলেন, চঞ্চল খুবই পাওয়ারফুল একজন অভিনেতা। আমি তার অভিনয়ের ভক্ত। এখন অবশ্য বাংলাদেশে অনেক ভালো এবং শক্তিশালী অভিনেতা আছে।  তিনি আরও বলেন, ‘মনের মানুষ’ সিনেমায় চঞ্চলের অভিনয় দেখার পরে তার সঙ্গে যোগাযোগ করি আমি। তার সঙ্গে আমার সিনেমাতেও কাজ করার কথা ছিল। কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। শুধু অঞ্জন দত্ত নয়, পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমাতেও মূল চরিত্র মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। আর এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মনামী ঘোষকে।  
২৮ জানুয়ারি ২০২৪, ১৬:১৩

ঘুম থেকে উঠেই দুঃসংবাদটা পেলাম : চঞ্চল চৌধুরী
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ জানুয়ারি)  রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। নায়কের মায়ের মৃত্যুতে ঢালিউডে নেমেছে শোকের ছায়া। অভিনেতার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন শোক। চঞ্চল চৌধুরী জানিয়েছেন দুঃসংবাদটি শুনেই ঘুম ভেঙেছে তার। অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ঘুম থেকে উঠেই দুঃসংবাদটা পেলাম। আমাদের খুব কাছের মানুষ, ছোট ভাই, অভিনেতা আরিফিন শুভর আম্মা গতরাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। খালাম্মার আত্মার চিরশান্তি কামনা করছি।’ এরপর পর্দার কালুয়া লিখেছেন, বাবা-মা হারানোর কষ্ট যেকোনো সন্তানের জন্যই পৃথিবীর গভীরতম বেদনার অভিজ্ঞতা। বলতে গেলে শুভর শেষ আশ্রয় ছিল ওর মা। খুব কাছ থেকে জানা শুভ এবং খালাআম্মার কুশল জানাটা বেশ কিছুদিনের অভ্যাস হয়ে গিয়েছিল আমার। শেষ কুশল সংবাদটা আর জানা হলো না। সবশেষে শুভর উদ্দেশে চঞ্চল লেখেন, তোকেও এই গভীরতম কষ্ট বুকে নিয়েই বাকি জীবনটা কাটাতে হবে শুভ। শোক আর সমবেদনা জানানো ছাড়া আর কিছু বলার নেইরে ভাই। মায়েরা চলে যায়, মায়ের বাড়িটাই শুধু থেকে যায়। বুধবার (২৪ জানুয়ারি) রাতে মৃত্যু হয় শুভর মা খায়রুন নাহারের। সামাজিকমাধ্যমে এ খবর জানান চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। জানা গেছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শুভর মা। ২০১৭ সাল থেকে আক্রান্ত ছিলেন সিজোফ্রেনিয়া রোগে। গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায় থাকতেন। কাজের ফাঁকে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়ে ছোটাছুটির মধ্যে থাকতে হতো শুভকে। ইহলোক বা পরলোকে সকল বাবা মায়ের জন্য প্রার্থনা।
২৫ জানুয়ারি ২০২৪, ১৮:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়