• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
অদ্ভুত যুক্তিতে বিশ্বকাপ দলে লিটন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এই দলে জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। এ নিয়ে চলছে নানান আলোচনা–সমালোচনা। তবে ঠিকই জায়গা পেয়েছেন দীর্ঘদিন ধরে অফ-ফর্মে থাকা ওপেনার লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে মোটের ওপর ৩৬ রান। ফর্মে না থাকার কারণে জায়গা হয়নি সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির একাদশেও। বিশ্বকাপের আগে লিটনের এমন পারফরম্যান্সে হতাশ দেশের ক্রীড়াপ্রেমীরা। শুধু এই সিরিজই না, চলতি বছরের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তিনি।  তবে সব সমালোচনা ছাপিয়ে ঠিকই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। দল ঘোষণার সময় বিষয়টি নিয়ে অদ্ভুত যুক্তি দাড় করিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার দাবি, উইকেটকিপিং বিবেচনায় নিয়েই তাকে দলে টেনেছেন তারা।   লিপুর ভাষ্য, ‘লিটনকে তৃতীয় (মূলত চতুর্থ) ম্যাচে বাদ দেওয়ার কারণ সেটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। সেজন্য ওই বিশেষ ম্যাচের জন্য আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছিল। লিটন কেবল ওপেনারই নয়, তার বিষয়টা তুললে উইকেটকিপিং সামর্থ্যের কথাও চলে আসে। আমাদের দুটো উইকেটকিপার নিয়ে যেতেই হবে। ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারছি।’ এ সময়ে এনামুল হক বিজয়ের নামও উঠে আসে। লিটনকে ফর্মে ফেরাতে কাজ চলছে বলেও জানান তিনি। লিপুর দাবি, ‘এক্ষেত্রে আবার আমরা এনামুল হক বিজয়কে নিয়েও আলোচনা করেছিলাম। তবে ফর্মহীন থাকার পরও আমাদের লিটনের ওপর আস্থা রাখতে হয়েছে। কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরা। কতটুকু উন্নতি হয়েছে সেটা তো বলা যায় না। তবে বল বাছাই ও শট খেলার দিক থেকে তাকে আরও দৃঢ় করার জন্য কোচরা কাজ করছেন।’
১৪ মে ২০২৪, ১৬:৪৫

সোনাতলা উপজেলায় ফের চেয়ারম্যান নির্বাচিত লিটন
বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আবারও বিজয়ী হয়েছেন অ্যাড. মিনহাদুজ্জামান লিটন। তিনি  বগুড়া-১ আসনের সংসদ সংসদ সাহাদারা মান্নানের ছোট ভাই।‌ বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মিনহাদুজ্জামান লিটন আনারস প্রতীকে মোট ২০ হাজার ৮৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকির হোসেন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৪৫ ভোট। বগুড়ার সোনাতলা উপজেলার মোট ভোটার ১ লাখ ৬৪ হাজার ৩৩২ জন। এরমধ্যে  উপজেলা পরিষদের নির্বাচনে বুধবার ভোট প্রদান করেন ২৮ হাজার ৩৪১ জন ভোটার। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় এক হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। প্রথম ধাপের নির্বাচনে ১১ হাজার ৫৫৬টি কেন্দ্র, ৮১ হাজার ৮০৪ ভোটকক্ষ, ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ ও ১৮৮ জন হিজড়া ভোটার রয়েছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় বুধবার (৮ মে) ভোট অনুষ্ঠিত হয়, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।
০৮ মে ২০২৪, ২২:১৮

অনুশীলনে চোট পেয়েছেন লিটন
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন চট্টগ্রামে বাংলাদেশ দল। আগামী ৩ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। তবে এর আগে বন্দরনগরীতে চলছে অনুশীলন ক্যাম্প। সেখানেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা। মঙ্গলবার (৩০ এপ্রিল) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল থেকেই অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। এ সময়ে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চোট পান ওপেনার লিটন দাস। অনুশীলনের সময় কোমরে চোট পেয়ে তৎক্ষণাৎ মাটিতে নুইয়ে পড়েন উইকেট-কিপার এই ব্যাটার। খোঁড়াতে খোঁড়াতে বাউন্ডারি লাইনে পৌঁছালে লিটনকে ম্যাসাজ দেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফিজিও বায়জেদুল ইসলামের সঙ্গে ড্রেসিংরুমের পথ ধরেন এই ওপেনার। তবে ডানহাতি এই ব্যাটারের চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। এদিকে গেল এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ফিফটির দেখা পাননি লিটন। গেল বছরের ২৯ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবশেষ ৮৩ রানের ইনিংস খেলেছিলেন উইকেট-কিপার এই ব্যাটার। এরপর সবশেষ ৭ ইনিংসে লিটনের রান ৫, ১৮, ৩৫, ৪১*, ০, ৩৬ ও ৭।  অন্যদিকে ওয়ানডে ফরম্যাটেও সবশেষ ১০ ম্যাচে কোনো হাফ-সেঞ্চুরির দেখা পাননি ডানহাতি এই ব্যাটার। এর মধ্যে শেষ ম্যাচে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। উল্লেখ্য, বন্দরনগরী চট্টগ্রামে ৩, ৫ এবং ৭ মে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১০ ও ১২ মে মিরপুর শের-ই-বাংলায় গড়াবে সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচ। অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১, ২৩ ও ২৫ মে গড়াবে ম্যাচ তিনটি।
৩০ এপ্রিল ২০২৪, ১৭:০৯

বাগেরহাটে গোপালপুর ইউপি চেয়ারম্যান হলেন লিটন মোল্লা 
বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে ২ হাজার ৩৩৬ ভোট পেয়ে লিটন মোল্লা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর তকদীরুজ্জামান পেয়েছেন ১ হাজার ৫৪১ ভোট।  রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হিমাংশু প্রকাশ বিশ্বাস বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮ হাজার ৫২৫ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৮৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন; যা শতকরা হিসেবে ৬৯ দশমিক ১০ শতাংশ। এবারের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। দলীয় প্রতীক না থাকায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে দাবি স্থানীয়দের। গরম ও ধান কাটার মৌসুম না থাকলে ভোটার সংখ্যা আরও বাড়ত বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হিমাংশু প্রকাশ বিশ্বাস। তিনি বলেন, বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে ২ হাজার ৩৩৬ ভোট পেয়ে মো. লিটন মোল্লা নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে। গত ৩১ জানুয়ারি গোপালপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বক্কর সিদ্দিক মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
২৯ এপ্রিল ২০২৪, ১১:৪১

ডিপিএল থেকে ছুটি নিলেন লিটন
ক্রিকেট মাঠে সব থেকে বাজে সময় পার করছেন টাইগার ওপেনার লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া লিগেও আলো ছড়াতে পারছেন না তিনি। তাই এবার কিছু দিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ডান হাতি ব্যাটার। অধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেকেই লিটন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি থাকায় লিটন সুযোগটা খুব ভালো মতোই নিলেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি ব্যাটার। তার দল আবাহনী লিমিটেডও ছুটি মঞ্জুর করেছে।  রোববার (৭ এপ্রিল) লিটনের ছুটিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। গণমাধ্যমকে খালেদ মাহমুদ বলেন, লিটন ছুটি চেয়েছিল। তার সময়টা ভালো যাচ্ছে না বলেই হয়তো একটা বিরতি প্রয়োজন।  ‘সে নিজেও বিষয়টা বুঝতে পেরেছে। আমরা তাকে আটকাইনি কারণ, সে আমাদের সেরা ক্রিকেটার এবং সেরা ওপেনার। এখানে খেলে পারফর্ম না করলে আরও বিমর্ষ হয়ে যেত।’  এর ফলে প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের শেষ দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না। ঈদের পর সুপার লিগ শুরু হলে দলে ফিরবেন বলে জানা গেছে। ছুটিটা খুব লম্বা না হলেও কার্যকরী হবে এমনটাই মনে করছেন আবাহনীর কোচ সুজন। তিনি বলেন, এখন খেলার চেয়ে সুপার লিগে লিটন ফ্রেশ হয়ে ফিরুক। আবাহনীর হয়ে পারফর্ম করুক এবং জাতীয় দলে ওই ছন্দটা নিয়ে যাক এটাই আমাদের চাওয়া। হি উইল ডেফিনেটলি কাম ব্যাক।
০৭ এপ্রিল ২০২৪, ২০:২৮

ব্যাট হাতে টানা ব্যর্থতার মাশুল গুনলো লিটন
ক্যারিয়ারের সব থেকে খারাপ সময় হয়তো পার করছেন লিটন কুমার দাস। ব্যাট হাতে টানা ব্যর্থতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝ পথে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। টেস্ট দলে জায়গা পেলেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি লিটন। তার মাশুলও গুণতে হয়েছে এই টাইগার ওপেনারকে। মাঠের ক্রিকেটে বাজে পারফরম্যান্সের দরুন এবার র‌্যাঙ্কিংয়েও বড় অবনতি হয়েছে তার।  বুধবার (২৭ মার্চ) টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ব্যাটসম্যানদের তালিকায় সাত ধাপ নিচে নেমেছে লিটন। এখন যৌথভাবে তিনি ২৪তম স্থানে আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুটা ভালো করেছিলেন মিডল অর্ডারে নামা এই ব্যাটার। তবে ২৫ রানে তার সেই ইনিংস থামে। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে ৩০ গজ বৃত্তের ভেতরেই ক্যাচ দেন লিটন।  এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও, ফলে তারও অবনতি হয়েছে। দুই ইনিংস মিলিয়ে ১১ রান করা বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৯ ধাপ পিছিয়ে এখন ৫৩ নম্বরে।  তবে টেস্ট ব্যাটারদের তালিকায় এগিয়েছেন মুমিনুল হক। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ৩২৮ রানে হারের ম্যাচে একমাত্র রান পেয়েছিলেন মুমিনুল। চারে নেমে তিনি ৮৭ রান করেন। ফলে ৯ ধাপ এগিয়ে তিনি উঠে গেছেন ৫০ নম্বরে। অন্যদিকে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়ে টাইগার পেসার খালেদ আহমেদের। ওই ম্যাচে মোট ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় তিনি ৯ ধাপ এগিয়েছেন। ফলে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে খালেদ এখন ৮৯তম স্থানে।  ম্যাচে তেমন প্রভাব রাখতে না পারা তাইজুল ইসলাম পিছিয়েছেন দুই ধাপ। দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছিলেন ৩ উইকেট, যা নিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন পঞ্চদশ। তবে এটাই টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান। তবে ব্যাটারদের শীর্ষ র‍্যাঙ্কিংয়ে কারও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে আগে থেকেই শীর্ষ তিনের মধ্যে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম। আর বোলারদের মধ্যে এক নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা আছেন তিন নম্বরে। 
২৭ মার্চ ২০২৪, ১৯:৩৮

জাতীয় দলের পর ডিপিএলেও ব্যর্থ লিটন
অফফর্মে কারণে একদিন আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের স্কোয়াডে জায়গা হয়নি তার। নতুন বলে অধারাবাহিক হওয়ার কারণেই ৫০ ওভারের সংস্করণে নির্বাচকদের আস্থা হারিয়েছেন তিনি। দল থেকে বাদ পড়ার পরই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেছেন ক্ল্যাসিক এই ব্যাটার। তবে ঘরোয়া এই টুর্নামেন্টেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি উইকেটকিপার এই ব্যাটার। রোববার (১৭ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুরের মুখোমুখি হয় আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে আবাহনীর হয়ে ওপেনিংয়ে নামেন নাঈম শেখ ও সাব্বির হোসেন। তবে ১১ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাব্বির। এরপর ক্রিজে নামেন লিটন। ওয়ান-ডাউনে ব্যাট করতে নেমে জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া উইকেটরক্ষক এই ব্যাটারকে শুরু থেকেই রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। আরাফাত সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে মোটের ওপর ৫ রান। উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে ডিপিএল-ই নিজেকে প্রমাণের সুযোগ লিটনের। কিন্তু সেখানেও সফল হতে পারলেন না ডানহাতি এই ব্যাটার।
১৭ মার্চ ২০২৪, ১৫:১৮

লিটন কেন বাদ, জানালেন প্রধান নির্বাচক
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। ক্ল্যাসিক এই ওপেনারের পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। এদিকে লিটনের বাদ পড়ার নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।  তার ভাষ্যমতে, যেহেতু সিরিজ চলছে, পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। দলে আগে থেকে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম রয়েছে, যারা ওপেন করতে পারে। আরেকজন ওপেনার আছে সৌম্য সরকার। লিটনকে যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত করলাম না, তখন এই জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজন দেখিনি। ইতোমধ্যে দুটি অপশন আছে এর মধ্যে একটি আমাদের কোচ-ক্যাপ্টেনকে বেছে নিতে হবে। লিপু যোগ করেন, এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা অবশ্যই কোচ-ক্যাপ্টেনের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল-অর্ডারে কাউকে সংযোজন করা যায়, সেখানে একটা গ্যাপ আছে। সেখানে অনিককে মনে করেছি, এই জায়গায় যথার্থ হবে। সাদা বলে সে টি-টোয়েন্টি খেলেছে, রান করেছে, রান পেয়েছে ডিপিএলেও। একাধিক ভূমিকা পালন করতে পারে, মিডল-অর্ডারে ওপরের দিকে খেলতে পারে; আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে। তিনি আরও বলেন, ক্রিকেটে কনকাশনেরও ঝুঁকি থাকে। আমরা মনে করেছি লিটনের পরিবর্তে জাকেরকে দলে নিলে দলের ভারসাম্য অনেক ভালো থাকবে। তৃতীয় ম্যাচ দিবারাত্রির নয়, সকাল ১০টায় শুরু হবে। সেই আলোকে আমরা মনে করেছি জাকের বেশি যোগ্য দাবিদার।
১৬ মার্চ ২০২৪, ১৭:৪১

তৃতীয় ওয়ানডেতে ঢুকলেন জাকের, বাদ লিটন
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে সফরকারীরা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার লিটন দাস। দুইবারই রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকেই ছিটকে গেলেন ক্ল্যাসিক এই ব্যাটার। মূলত স্কোয়াডে থাকা অন্য দুই ওপেনারকেও পরখ করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর শেষের দিকের বিষয়টি বিবেচনায় জাকেরকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এর আগে, লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন জাকের। এই সিরিজের প্রথমটিতে ৩৪ বলে ৬৮ রানের মারকাটারি এক ইনিংস খেলেছিলেন তিনি। এর সুবাদে এবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জাকের। এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর আজই ঢাকায় ফিরছেন লিটন। এর আগে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও একবার বাদ পড়েছিলেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জাকেরের। লিটনের বাদপড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য, লিটনে জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের জায়গায় দলে মিডল-অর্ডারে কাউকে যদি যুক্ত করা যায়, সেখানে একটি ফাঁকা জায়গা আছে। সেখানে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলী উপযুক্ত মনে হচ্ছে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
১৬ মার্চ ২০২৪, ১৫:০৯

ফাইনালের আগে লিটনকে যে পরামর্শ সালাহউদ্দিনের
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়কত্ব করছেন লিটন দাস। প্রথমবার নেতৃত্ব পেয়েই দলকে ফাইনালে তুলেছেন এই ওপেনার। এবার তার সামনে শিরোপা জয়ের হাতছানি। পুরো মৌসুমে লিটনের অধিনায়কত্বে সন্তুষ্ট দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। গ্রুপ পর্বের ১২ ম্যাচে ৮ জয়ের বিপরীতে ৪ পরাজয়ের স্বাদ নিয়েছে কুমিল্লা। পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছিল ভিক্টোরিয়ানরা। এরপর প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠে লিটনের দল। ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটনের অধিনায়কত্ব নিয়ে সালাহউদ্দিনের ভাষ্য, আমি খুবই সন্তুষ্ট তার অধিনায়কত্বে। তার ক্রিকেট জ্ঞান নিয়ে অনেক আগেও কথা বলেছি যে তার ক্রিকেট জ্ঞান অনেক ভালো। আরেকটু ঠান্ডা মাথার হলে তার ভবিষ্যতের জন্য আরও ভালো হবে। কুমিল্লার প্রধান কোচ যোগ করেন, আমার মনে হয় যে খেলোয়াড়দের সামলানো থেকে শুরু করে, অনুশীলন বলেন, ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা বলেন; একটা অধিনায়কের যে গুণাবলী থাকা দরকার, সেগুলো সবই আছে তার। কিন্তু যেহেতু নতুন, প্রথম প্রথম আমিও যখন নতুন ছিলাম; আমারও অনেক উত্তেজনা চলে আসতো অনেক কিছুতে। এটা করতে করতে একটা সময় ঠিক হয়ে যাবে। আমার মনে হয় যে ভবিষ্যতে সে আরও ভালো করবে। উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।
০১ মার্চ ২০২৪, ০৯:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়