• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সোনাতলা উপজেলায় ফের চেয়ারম্যান নির্বাচিত লিটন

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ২১:০৪
মিনহাদুজ্জামান লিটন
ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আবারও বিজয়ী হয়েছেন অ্যাড. মিনহাদুজ্জামান লিটন। তিনি বগুড়া-১ আসনের সংসদ সংসদ সাহাদারা মান্নানের ছোট ভাই।‌

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মিনহাদুজ্জামান লিটন আনারস প্রতীকে মোট ২০ হাজার ৮৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকির হোসেন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৪৫ ভোট।

বগুড়ার সোনাতলা উপজেলার মোট ভোটার ১ লাখ ৬৪ হাজার ৩৩২ জন। এরমধ্যে উপজেলা পরিষদের নির্বাচনে বুধবার ভোট প্রদান করেন ২৮ হাজার ৩৪১ জন ভোটার।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় এক হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

প্রথম ধাপের নির্বাচনে ১১ হাজার ৫৫৬টি কেন্দ্র, ৮১ হাজার ৮০৪ ভোটকক্ষ, ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ ও ১৮৮ জন হিজড়া ভোটার রয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় বুধবার (৮ মে) ভোট অনুষ্ঠিত হয়, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে এমপি পুত্র সজল চেয়ারম্যান নির্বাচিত 
বগুড়ার গাবতলীতে অরুন কান্তি বিজয়ী
বগুড়ায় জাল ভোট: ২ সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি
টানা দাবদাহের পর বগুড়ায় স্বস্তির বৃষ্টি
X
Fresh