• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

বৃষ্টিতে কপাল পুড়লো রাজস্থানের, কলকাতার সঙ্গী হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ২৩:৪১
আইপিএল ২০২৪
ছবি- গেটি ইমেজ

চলমান আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল রাজস্থান। তবে শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে রাজস্থান। এবার শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় স্থানটাও হারালো স্যামসন-পরাগরা।

লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান র‌য়্যালস। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি ক্রিকেটাররা। প্রায় তিন ঘণ্টা বৃষ্টির মাঠে গড়াই খেলা। এতে ম্যাচের দৈর্ঘ্য নির্ধারণ হয় সাত ওভার।

রোববার (১৯ মে) টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং নামার আবারও হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হয় আম্পায়ার। এতে কপাল খুলেছে হায়দ্রাবাদের। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে কামিন্সের দল।

অন্যদিকে হায়দ্রাবাদের সমান ১৭ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে রাজস্থান। তাই তিন নম্বরে থেকে এলিমিনেটর পর্ব খেলতে হবে রাজস্থানকে। সেখানে বেঙ্গালুরুকে হারিয়ে তারপর দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত করতে হবে।

অন্যদিকে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ। এই ম্যাচে যারা জিততে তারা সরাসরি ফাইনালের টিকিট পাবে এবং পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে এলিমিনেটর পর্বে বিজয়ী দলের সঙ্গে।

মন্তব্য করুন

  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হৃদয়-মোস্তাফিজরা বাদ, প্লে-অফে শরিফুল ও তাসকিনের দল
কলকাতায় শাকিবের ‘তুফান’র ভরাডুবি
কলকাতার জলাশয়ে বাংলাদেশি যুবকের মরদেহ
কলকাতার মেন্টর রাহুল দ্রাবিড়!