• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
সিনেমা দেখলে বিরিয়ানি ফ্রি, যা বললেন আদর-পূজা
গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে চালু করেই দর্শক টানতে অভিনব পন্থা অবলম্বন করে হল কর্তৃপক্ষ। দেয় বিশেষ অফার। ১০০ টাকার টিকিট কাটলেই এক প্যাকেট বিরিয়ানি ফ্রি। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে দেশব্যাপী।  যা চোখ এড়ায়নি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিপস্টিক’-এর অভিনয়শিল্পী আদর-পূজারও। তার সূত্র ধরেই শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের পর হলটিতে যান এই অভিনয়শিল্পীরা। পরে দর্শক সারিতে বসে দেখেন নিজেদের অভিনীত সিনেমাও। এ সময় উপস্থিত দর্শকরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি ভিড় জমান প্রিয় নায়ক-নায়িকার সঙ্গে ছবি ও সেলফি তুলতেও।  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিত্রনায়ক আদর আজাদ বলেন, এখনো আমাদের দেশে ভালো সিনেমা তৈরি হয়। যেগুলো আসলে ওইভাবে প্রচার পায় না। পেলে ভালো কিছুই হতো। তবুও আমি দর্শকদের বলবো, আপনারা সবাই হলে আসুন। সিনেমা দেখুন। তবেই ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো সিনেমা তৈরি হবে। চলচ্চিত্র ফিরে যাবে আবারও তার সোনালী দিনে। এ সময় তিনি দর্শকদের উদ্দেশে আরও বলেন, ‘লিপস্টিক’ সিনেমায় আপনাদের যে সাড়া পেয়েছি, তাতে আমি আপ্লুত। ভীষণ আনন্দিত। এভাবেই সবাই আমাদের পাশে থাকবেন।   একইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন চিত্রনায়িকা পূজাও। তিনি বলেন, আমাদের দর্শকরা আসলে ‘লিপস্টিক’ এর মতো ভালো গল্পের সিনেমা দেখতে চায়। হলে সবার উপস্থিতি সেটাই প্রমাণ করে। আশা করছি, ভবিষ্যতে আমাদের সিনেমা আবারও ঘুরে দাঁড়াবে।  দর্শকদের ধন্যবাদ জানিয়ে এই চিত্রনায়িকা আরও বলেন, আমি জানি মফস্বলের সিনেমা হলগুলো সিনেপ্লেক্সের মতো নয়। সেখানে এসিও নেই। তারপরও দর্শকরা গরম সহ্য করে সিনেমা দেখছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।    প্রসঙ্গত, ১৯৮৪ সালে ঝংকার সিনেমা হলটি নির্মাণ করা হয়। ঈসা খানের মালিকানাধীন এ হলটি শুরুতে ভালো চললেও এক পর্যায়ে তা দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়। যা পুনরায় গত ২০ এপ্রিল চালু করা হয় বিশেষ অফারের মাধ্যমে। বর্তমানে হলটিতে চলছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এবং কামরুজ্জামান রোমান পরিচালিত ঈদের সিনেমা ‘লিপস্টিক’।  
২৭ এপ্রিল ২০২৪, ১৯:০৯

টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, সেই হলে যাচ্ছেন আদর-পূজা
গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে চালু করেই দর্শক টানতে অভিনব পন্থা অবলম্বন করে হল কর্তৃপক্ষ। দেয় বিশেষ অফার। ১০০ টাকার টিকিট কাটলেই এক প্যাকেট বিরিয়ানি একদম ফ্রি। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে দেশব্যাপী। যা চোখ এড়ায়নি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিপস্টিক’-এর অভিনয়শিল্পী আদর-পূজারও। তার সূত্র ধরেই শুক্রবার (২৬ এপ্রিল) হলটিতে যাচ্ছেন তারা। জানা যায়, ১৯৮৪ সালে ঝংকার সিনেমা হলটি নির্মাণ করা হয়। ঈসা খানের মালিকানাধীন এ হলটি শুরুতে ভালো চললেও এক পর্যায়ে তা দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়। যা পুনরায় গত ২০ এপ্রিল চালু করা হয় বিশেষ অফারের মাধ্যমে। বর্তমানে হলটিতে চলছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এবং কামরুজ্জামান রোমান পরিচালিত ঈদের সিনেমা ‘লিপস্টিক’। নিজেদের সিনেমায় টিকিটের সঙ্গে বিরিয়ানি দেওয়ার খবরটি ‘ভাইরাল’ হলে দৃষ্টিগোচর হয় আদর-পূজার। এতে উচ্ছ্বসিত হন তারা। তারই প্রেক্ষিতে নেন এই ভালোলাগার বিষয়টি দর্শকদের সঙ্গে শেয়ার করার পরিকল্পনা। সব ঠিক থাকলে আদর, পূজা, নির্মাতা রোমানসহ সংশ্লিষ্টরা শুক্রবার (২৬ এপ্রিল) হাজির হচ্ছেন ঝংকার সিনেমা হলে। বিষয়টি নিয়ে আদর আজাদ বলেন, আজ আমরা বগুড়ার ধুনটের ঝংকার সিনেমা হলে যাচ্ছি। সেখানে তিনটার শো’তে উপস্থিত থাকবো। দর্শকদের সঙ্গে আড্ডা দেবো। তারপর আজ রাতেই আবার ঢাকায় ফিরবো। তিনি আরও বলেন, টিকিটের সঙ্গে বিরিয়ানি দেওয়ার ব্যাপারটা ব্যতিক্রম। সে কারণে আসলে আলাদা করে সাড়া পড়েছে। মূলত এজন্যই আমরা হল মালিক ও দর্শকদের কৃতজ্ঞতা জানাতেই সেখানে যাচ্ছি। ঈদের মুক্তির পর শুরুতে কম পেলেও ধীরে ধীরে বাড়ছে ‘লিপস্টিক’ সিনেমার হল সংখ্যা। বিষয়টি নিয়েও কথা বলেন আদর আজাদ। তিনি বলেন, প্রথমে যখন আমরা হল কম পেয়েছিলাম, তখনই বলেছিলাম এই সিনেমার দম আছে। আস্তে ধীরে হল বাড়বে। এখন সেটাই হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
২৬ এপ্রিল ২০২৪, ১৩:৫০

রাস্তায় বিরিয়ানি রান্না, এ কী দুর্দশা সুপারস্টারের (ভিডিও)
রাস্তার ধারে বিরিয়ানি রাঁধছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা অজিত কুমার। কয়েকদিন আগেই অস্ত্রোপচার হয়েছে তার। তারপরই হঠাৎ রাস্তার ধারে বিরিয়ানি রান্না করতে দেখা গেল অভিনেতাকে। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  কী কারণে রাস্তার ধারে বিরিয়ানি রান্না করছেন অজিত? সত্যিই কি অর্থাভাব নাকি বিরিয়ানি তৈরির নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে অভিনেতার ভক্তদের মনে।  নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়— বড় মাপের একটি পাত্রে বিরিয়ানি রান্না করছেন অজিত। পাশে আরও কয়েকটি স্টোভ রয়েছে। স্তরে স্তরে মাংস সাজিয়ে, ভাজা পেঁয়াজ ভাতের উপরে ছড়িয়ে দিচ্ছিলেন অজিত। ভাতের প্রতিটি লেয়ারও সুন্দর করে সাজাচ্ছিলেন তিনি। রাস্তার ওপর এভাবে তাকে বিরিয়ানি রান্না করতে দেখে রীতিমতো ভিড় জমায় সাধারণ মানুষ। জানা গেছে, বন্ধুদের সঙ্গে বাইক ট্রিপে গিয়েছিলেন অজিত। ওই ট্রিপের মাঝেই বন্ধুদের সঙ্গে বিরিয়ানি রান্নার প্ল্যানিং করেন তিনি। রীতিমতো ঘাম ঝরিয়ে বিরিয়ানি রান্না করতে দেখা গেছে অজিতকে। তবে এই ভিডিও থেকে এটা স্পষ্ট— দাপুটে অভিনেতা, ভিলেনের পাশাপাশি ভালো রাঁধুনিও তিনি।          প্রসঙ্গত, 'বিদা ময়ূর্চি' সিনেমার শুটিংয়ের জন্য আজারবাইজানে গিয়েছিলেন অজিত কুমার। অসুস্থতার কারণে কাজ শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসেন অভিনেতা। ছোট একটা অস্ত্রোপচারও হয় তার। চলতি মাসের শেষ দিকে আবার সিনেমাটির শুটিং শুরু করবেন অজিত। তার আগে বন্ধুদের সঙ্গে একটু কোয়ালিটি সময় কাটালেন এই অভিনেতা।    ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন সূত্র : এই সময়    
২২ মার্চ ২০২৪, ১৪:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়