• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
বিশ্বকাপের আগে নতুন কোচ পেল পাকিস্তান
সাদা বলের দুই ফরম্যাটে জন্য দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন এবং টেস্ট দলের জন্য অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মে মাসে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে দলের দায়িত্ব বুঝে নেবেন কারস্টেন। অন্যদিকে দুই বছরের চুক্তিতে টেস্ট দলের দেখভাল করবেন গিলেস্পি। প্রথমবারের মতো ভিন্ন-ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগ দিলো পিসিবি। কোচ নিয়োগের বিষয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির ভাষ্য, ‘কারস্টেন এবং গিলেস্পি দুজনেই জনপ্রিয় এবং অভিজ্ঞ কোচ। তাদের নিয়োগ আমাদের দলের ওপর আন্তর্জাতিক সংস্থাগুলোর আস্থা ফুটিয়ে তোলে।’ ক্রিকেট ক্যারিয়ারে ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ টেস্ট এবং ১৮৫ ওয়ানডে খেলেছেন কারস্টেন। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতের কোচ ছিলেন তিনি। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের কোচের দায়িত্ব পালন করছেন ৫৬ বছর বয়সী কারস্টেন। আগামী মাসে ইংল্যান্ড সফরে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন তিনি। কারস্টেনের ভাষ্য, ‘দলের বর্তমান অবস্থা বুঝতে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা সাজানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী মেগা ইভেন্টগুলো জয় করা চ্যালেঞ্জিং ও মূল উদ্দেশ্য। সেটা জুনে আসন্ন টুর্নামেন্ট বা ভবিষ্যতের অন্য কোনো ইভেন্ট হোক। এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারাটা হবে অসাধারণ কিছু।’ অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট ক্যারিয়ারে ৭১ টেস্ট এবং ৯৭ ওয়ানডে ম্যাচ খেলেছেন ৪৯ বছর বয়সী গিলেস্পি। ২০১৪ এবং ২০১৫ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ইর্য়শায়ারের কোচ ছিলেন গিলেস্পি। ৪৯ বছর বয়সী গিলেস্পির মন্তব্য, ‘পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব পালন করা যেকোনো কোচের জন্য বড় প্রাপ্তি। আমি বুঝতে পারি, সেখানে প্রত্যাশা আছে এবং এটি দায়িত্বের মাধ্যমেই আসে। আমি যা করতে পারি, তা হলো এটিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং আমি যদি মনে করতাম, এটি সামলাতে পারবো না; তাহলে আমি এ কাজটি নিতাম না।’ এদিকে কারস্টেন এবং গিলেস্পির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন আজহার। ২-২ সমতায় শেষ হয় সিরিজটি। চলতি বছরের শেষ দিকে ঘরের মাঠে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন গিলেস্পি। গত ফেব্রুয়ারিতে পিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক পরিবর্তন এনেছেন নকভি। নির্বাচক কমিটিতে পরিবর্তনের পাশাপাশি শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে বাবর আজমকে সাদা বলের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ইংল্যান্ড সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেবে তারা।
৬ ঘণ্টা আগে

জ্যোতির ফিফটিতেও রক্ষা পেল না টাইগ্রেসরা, এগিয়ে গেল ভারত
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। সিরিজে প্রথম ম্যাচেই বাংলাদেশের মেয়েদের ৪৪ রানে হারিয়েছে হারমানপ্রিত কৌরের দল। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। রোববার (২৮ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দেয় ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ৪৪ রানের জয় পায় ভারত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগ্রেসরা। দলীয় ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে সাজঘরে ফেরেন দিলারা আক্তার (৪)। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সোবহানাও। ৮ বলে ৬ রান করেন তিনি। ১৮ বলে ১৩ রান করে আউট হন আরেক ওপেনার মুর্শিদা। এরপর উইকেটের মিছিলে যোগ দেন ফাহিমা খাতুন (১), স্বর্ণা আক্তার (১১) এবং রাবেয়া খাতুন (২)। কিন্তু একপ্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন দলপতি নিগার সুলতানা জ্যোতি। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন নাহিদা। ১৮ বলে ১১ রান করে নাহিদা আউট হলেও ৪৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন টাইগ্রেস অধিনায়ক। ৪৮ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত মারুফা আক্তার (১) এবং সুলতানা খাতুন (০) অপরাজিত থাকলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ৪৪ রানের জয় পায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রেণুকা সিং। এ ছাড়াও পূজা ভাস্ত্রকার দুটি এবং দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল ও রাধা যাদব একটি করে উইকেট নেন। এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন স্মৃতি মান্ধানা। এরপর ইয়াস্তিকা ভাটিয়াকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শেফালি ভার্মা। তবে ২২ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন শেফালি। এরপর ক্রিজে এসে ব্যাট চালাতে শুরু করে হারমনপ্রিত। ২২ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় এই অধিনায়ক। ২৯ বলে ৩৬ রান করে তাকে সঙ্গ দেন ইয়াস্তিকা। শেষ দিকে রিচা ঘোষ (২৩), সজানা সজীবন (১১) এবং পূজা ভাস্ত্রকার ৪ রানে আউট হলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের বড় পুঁজি পায় ভারত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রাবেয়া খাতুন। এ ছাড়া মারুফা আক্তার দুটি এবং ফারিহা তৃষা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন।
৭ ঘণ্টা আগে

বৃত্তি পেল সেরা ১৫ জন স্কুল ক্রিকেটার
২০২২-২০২৩ মৌসুমে সেরা পারফরমেন্স প্রদর্শন করে বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান তারকা হওয়ার সম্ভাবনা জাগানো ১৫ জন স্কুলের ক্রিকেটারকে বৃত্তি দিয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক। শনিবার (২৭ এপ্রিল) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচিত ক্রিকেটারদের মাঝে ৬০ হাজার টাকার বৃত্তি প্রদান করেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী। ২০১৫ সাল থেকে স্কুল ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছে প্রাইম ব্যাংক। সারা দেশে প্রতি বছর মোট ১২ হাজার স্কুলের ক্রিকেটাররা নিয়মিতভাবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। যা দেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ পাইপলাইনে পরিণত হয়েছে। এই মৌসুমে ৩৫২টি স্কুলকে নিয়ে মোট ৫৭৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। স্কুলগুলো জেলা চ্যাম্পিয়ন হিসাবে এবার বিভাগের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে। ৫৭টি ম্যাচ শেষে সাতটি বিভাগীয় চ্যাম্পিয়ন দল জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। জাতীয় পর্যায়ে অনেক প্রতিভাবান ক্রিকেটার হবার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে স্কুল ক্রিকেট। মূলত নির্মাণ স্কুলকে অনুসরণ করেছে প্রাইম ব্যাংক; যা তৃণমূল থেকে খেলোয়াড় বাছাইয়ের সেরা মাধ্যম। বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের ভাষ্য, ‘স্কুল পর্যায়ে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে এবং আমাদের পাইপলাইনকে শক্তিশালী করার জন্য তাদের ভালোভাবে যত্ন নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কখনো কখনো আমরা চারজনের বেশি খেলোয়াড় পেয়েছি। যারা বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি খেলোয়াড়রাও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলছে।’  
২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৯

পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘জ্বীন টু’
দেশের গণ্ডি পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মোনা: জ্বীন টু’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।  প্রতিষ্ঠানটি জানায়, পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে সিনেমাটির।   এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ বলেন, এমআর-নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। গত ২৬ এপ্রিল থেকে ইংরেজি সাবটাইটেলে সেখানে স্ক্রিনিং হচ্ছে সিনেমাটি।     তিনি বলেন, গেল ঈদের আগে সেন্সরের জন্য পাকিস্তানে সিনেমাটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি সিনেমাটি সেখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরা ভীষণ পছন্দ করেছেন ‘মোনা: জ্বীন টু’। মূলত এ কারণেই মনে হচ্ছে পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে সিনেমাটি।   শুধু তাই নয়, ‘মোনা: জ্বীন টু’র বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহে থেকেই উঠে আসতে পারে বলে মনে করছেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ।     তিনি বলেন, এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের সিনেমার একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা। প্রসঙ্গত, ‘মোনা: জ্বীন টু’ নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। অন্যান্য ভূমিকায় রয়েছেন— তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশারসহ অনেকে।     
২৭ এপ্রিল ২০২৪, ১৩:৪৪

জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
টাঙ্গাইল শাড়িসহ ১৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ১৪ পণ্যকে জিআই সনদ দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে সনদ বিতরণের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর।  জিআই সনদ পাওয়া ১৪টি পণ্য হলো– টাঙ্গাইল শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর অমৃত সাগর কলা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, বাংলাদেশ ব্ল‍্যাক বেঙ্গল ছাগল, রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর আতর, মুক্তাগাছার মন্ডা, যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশি কাঁথা। শিল্পমন্ত্রী বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশ একটি অমিত সম্ভাবনাময় দেশ। সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প সবকিছুই আছে আমাদের। আজ যেসব পণ্যকে সনদ দেওয়া হলো, প্রতিটি জেলা-উপজেলায় যুগ যুগ ধরে সেগুলো গড়ে উঠেছে। এখানকার মাটি, জল, আবহাওয়া সবকিছুর সঙ্গে প্রতিটি পণ্যের একটা যোগসূত্র রয়েছে। ইচ্ছে করলেই এটাকে নকল করা যাবে না, অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না। আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে এ সব পণ্য ব্যবহার করে এসেছেন। প্রতিটি অঞ্চলে যেখানে যেটা আছে সবকিছুর একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে। তিনি বলেন, বিশ্ববাজারে জিআই পণ্যের প্রচার ও প্রসারে আমাদের এখনই কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ নিতে হবে। বিদেশের বাংলাদেশ মিশন, দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থানে কেন্দ্রীয়ভাবে এসব পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে। তাছাড়া দেশে-বিদেশে বিভিন্ন মেলায় জিআই পণ্যগুলো প্রদর্শন করা যেতে পারে। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিপিডিটি, বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা ও উপজেলা প্রশাসন এসব পণ্যের উন্নয়ন ও প্রসারে কার্যকর পদক্ষেপ নিতে পারে। প্রচার ও প্রসারের পাশাপাশি জিআই পণ্যের গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর রাখার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।  মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, আমরা শুনেছি ভারত ৭০০ পণ্যের জিআই প্রদান করেছে। এ ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের শুধু পণ্যের জিআই করলেই হবে না, প্যাটেন্টও (কৃতিস্বত্ব) করতে হবে। তাহলে কেউ আর পণ্য নিয়ে যেতে পারবে না। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস বলেন, ‘বিশ্বে বলা হয় বাংলাদেশ একটি দরিদ্র দেশ। কিন্তু আমি বলি, বাংলাদেশ দরিদ্র না। হয়তো মাথাপিছু আয় অন্যদের থেকে কম। কিন্তু সবসময় বলি বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। কারণ, বাংলাদেশের যে শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য আছে সেটা পৃথিবীর অনেক দেশের থেকেই অনেক বেশি। আমরা অনেক বেশি সমৃদ্ধ এবং এটা সবাই স্বীকার করে। আমরা এ ক্ষেত্রে অনেকের থেকে এগিয়ে আছি। এ ছাড়া টাঙ্গাইল শাড়ির জিআই সনদ গ্রহণ করার পর টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এডিসি জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, কয়েক দিন আগে টাঙ্গাইল শাড়িকে নিজেদের বলে জিআই সনদ দিয়েছে ভারত। এ জন্য আমাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। একই সঙ্গে সেখানের একটা ল’ফার্মকে নিয়োজিত করা হয়েছে, টাঙ্গাইল শাড়ির স্বীকৃতি যেন শুধু বাংলাদেশের থাকে সে বিষয়ে কাজ করার জন্য। আশা করছি, আমরা জয়ী হবো।  
২৫ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
এসি বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। পুড়ে গেছে বেড, ওষুধপত্র, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যন্ত্রপাতি। অল্পের জন্য রক্ষা পেল কার্ডিয়াক আইসিইউতে থাকা ৭ শিশু রোগী। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার পর এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, শিশু হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় নিমজ্জিত হয়ে যায় পুরো হাসপাতাল। হাসপাতাল ভবনজুড়ে ছড়িয়ে পড়েছে বিস্ফোরিত গ্যাসের গন্ধ। কার্ডিয়াক আইসিইউতে ৭ শিশু রোগী ছিল, তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এছাড়া অন্যান্য আইসিইউ ও ওয়ার্ড থেকে সব রোগীদেরও সরিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের পর আমাদের ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে অনুসন্ধান চালায়। তবে আমরা কোনো ভুক্তভোগীকে পাইনি। আগুন লাগার পরপরই আইসিইউতে থাকা সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।’ আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমরা ধারণা করছি আইসিইউর ভেতরে এসি ছিল। সেটা থেকে হয় তো আগুন লেগেছে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’ ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, 'আগুনের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে কার্ডিয়াক আইসিইউ বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।   আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা।    
১৯ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান
দেশের চালের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে চালকল মালিক ও মজুতদাররা। এ পরিস্থিতিতে মূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে বেসরকারি পর্যায়ে আরও ৫০টি প্রতিষ্ঠানকে প্রায় ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।   মঙ্গলবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারিভাবে আরও ৫০ জন আমদানিকারককে ৯১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৩ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দ্রুত চালের বাজারের সংকট কাটিয়ে উঠতে আমদানি করা এ চাল ১৫ মে এর মধ্যে বাজারজাত করতে হবে।   বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি করতে পারবে প্রতিষ্ঠানগুলো। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করতেও নিষেধ করেছে মন্ত্রণালয়। বাইরে থেকে যে বস্তায় চাল আসবে, তাতে করেই বিক্রি করতে হবে।   তাছাড়া আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।   এর আগে গত ২১ মার্চ বেসরকারিভাবে ৪৯ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৪ হাজার মেট্রিক টন আতপ চালের আমদানির অনুমতি দিয়েছিল সরকার।
১৬ এপ্রিল ২০২৪, ১৫:৪৪

ইরানের হামলা রুখতে যেসব দেশকে পাশে পেল ইসরায়েল
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। ইরানের ছোড়া বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে পথে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র ও ড্রোন রুখতে বেশ কয়েকটি দেশের কাছ থেকে সহায়তা পেয়েছে দেশটি। তাদের এ বন্ধু রাষ্ট্রের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জর্ডান। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের যুদ্ধবিমানও হামলা ঠেকিয়েছে। ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনেকগুলো আকাশেই ধ্বংস করে দেয় সিরিয়ায় থাকা যুক্তরাজ্যের রয়েল এয়ারফোর্সের জঙ্গি বিমান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যভ্রষ্ট করতে ‘আন্তর্জাতিক সমন্বিত প্রচেষ্টায়’ অংশ নিয়েছে যুক্তরাজ্য। তাই ওই অঞ্চলে বিমান পাঠিয়েছিল রয়েল এয়ারফোর্স। ফ্রান্স ও ইরানের হামলা থেকে ইসরায়েলের সুরক্ষায় কাজ করেছে বলে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। এক বিবৃতিতে জর্ডান বলেছে, ইরানের হামলার পর তাদের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো থামিয়ে দেওয়া হয়েছে। শনিবার গ্রিনিচ মান সময় রাত আটটার দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানায় ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। এটি ছিল ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তিন শতাধিক কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের আকাশসীমায় ধ্বংস করা হয়েছে। তবে দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিসহ কয়েকটি জায়গা আক্রান্ত হয়েছে। সেখানকার অবকাঠামো সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় ইসরায়েলি সেনাবাহিনী।
১৪ এপ্রিল ২০২৪, ১৯:৩৬

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেল ৬৯ কিশোর
টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় টাঙ্গাইলের মির্জাপুরে ৬৯ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও ৬৬ জনকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ শেষে উপজেলার বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন মসজিদ কমিটি ও এলাকাবাসী।  শিশু-কিশোরদের মোবাইলের কুফল, অতিরিক্ত আসক্ততা থেকে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমাম ও খতিব। মসজিদ কমিটি সূত্রে জানা যায়, চলতি বছরের রমজান মাসের ১০ দিন পূর্বে এই নামাজ প্রতিযোগিতা শুরু হয়ে ১০ এপ্রিল শেষ হয়। যেখানে বহুরিয়া গ্রামের ৬৯ জন কিশোর অংশ নেন। টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ২৯ জন কিশোর। বাকি ৩০ জন কিশোর একাধারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে সক্ষম হয়নি। এজন্য তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে স্কুল ব্যাগ প্রদান করা হয়। এদের প্রত্যেকের বয়স ৮ থেকে ১৬ বছর। তারা প্রতিদিন নামাজ শেষে হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন। পুরস্কার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইয়ামিন বিন মাজিদ, বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্দুস ছামাদ মিয়া, সাধারণ সম্পাদক খান আব্দুল আলিম বাদশা, বহুরিয়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল সামাদ সিকদার, বহুরিয়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, বহুরিয়া আদর্শ নূরানী ও হাফেজিয়া মাদরাসার সভাপতি মল্লিক লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার, অর্থ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বহুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কয়েদ আলী সিকদার, সাধারণ সম্পাদক মো. আউলাদ হোসেনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম বলেন, সব ধর্মের মূল্যবোধই সৃষ্টির কল্যাণে নিবেদিত। তাই যে আয়োজনের মাধ্যমে ওই কিশোরদের ভালো কাজের দিকে উৎসাহিত করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
১১ এপ্রিল ২০২৪, ১৬:৫৭

মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই ট্রেন
মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে রক্ষা পেয়েছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস।  শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার রুটের লোহাগাড়া থেকে চকরিয়া অংশে এ দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। দুই চালকের উপস্থিত বুদ্ধিতে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে রক্ষা পায় ট্রেন দুটি। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল কক্সবাজার এক্সপ্রেস। আর ঢাকা থেকে কক্সবাজারগামী ছিল পর্যটক এক্সপ্রেস। ট্রেনে দুটিতে প্রায় ৮০০ করে যাত্রী ছিল। রেলওয়ে সূত্রে জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস চকরিয়া স্টেশনে এসে পৌঁছায় শুক্রবার বেলা ১টা ২২ মিনিটে। এসময় চকরিয়া স্টেশনমাস্টার আজিম উদ্দিন কক্সবাজার এক্সপ্রেসকে চকরিয়া থেকে লোহাগাড়া যাওয়ার জন্য সংকেত দেন। অপরদিকে, লোহাগাড়া স্টেশনমাস্টার লোহাগাড়া থেকে হারবাং স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য পর্যটক এক্সপ্রেসকে সংকেত দেন। পাহাড়তলী নিয়ন্ত্রণকক্ষ থেকেও দুই ট্রেনকে নির্ধারিত স্টেশনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সংকেত পেয়ে দুই লোকমাস্টার (ট্রেনচালক) ট্রেন চালাতে শুরু করেন। তবে পর্যটক এক্সপ্রেসের লোকোমাস্টার মোহাম্মদ গোলাম রসুল কক্সবাজার এক্সপ্রেসের লোকোমাস্টার মো. জাহেদুল ইসলামকে ফোন করে ট্রেন কোথায় আছে জানতে চান।  জাহেদুল ইসলাম তাকে জানান, ট্রেন নিয়ে তিনি চকরিয়া থেকে লোহাগাড়ার দিকে রওনা দিয়েছেন। মোহাম্মদ গোলাম রসুলও জানান তিনিও ট্রেন নিয়ে লোহাগাড়া থেকে হারবাং স্টেশনে যাচ্ছেন। ট্রেনের অবস্থান জেনে দুই লোকোমাস্টারই বুঝতে পারেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। দুই ট্রেনের গতি ছিল তখন ৫০ কিলোমিটার। যদি তাৎক্ষণিকভাবে ট্রেন থামানো না হলে মাঝপথে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটবে। তারা দ্রুত পাহাড়তলীর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করলে নিয়ন্ত্রণকক্ষ থেকে দুই ট্রেনকেই থামার নির্দেশ দেওয়া হয়।  দুই চালকই ট্রেন থামিয়ে দেন। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। পর্যটক এক্সপ্রেসের লোকোমাস্টার মোহাম্মদ গোলাম রসুল গণমাধ্যমকে জানান, সাধারণত নিয়ন্ত্রণকক্ষ ও স্টেশনমাস্টারদের সংকেত ও নির্দেশনা অনুযায়ী ট্রেন চালিয়ে থাকি। ওই দিন কী মনে করে কক্সবাজার এক্সপ্রেসের লোকোমাস্টার মো. জাহেদুল ইসলামকে ফোন দিই। জানতে চাই, কোন স্টেশনে আছে, কোথায় ক্রসিং হবে। জাহেদ জানান, লোহাগাড়ার দিকে আসছে। আমিও আমার অবস্থান জানাই। এই খবর শুনে টেনশনে পড়ে যাই। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রেন থামিয়ে দিই। জাহেদও ট্রেন থামিয়ে দেন। যদি ফোন না করতাম তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্টেশনমাস্টার ভুল সংকেতে এ দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে চালকদের উপস্থিত বুদ্ধিতে ট্রেন দুটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় চকরিয়া স্টেশনমাষ্টার আজিম উদ্দিনকে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
০৭ এপ্রিল ২০২৪, ২২:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়