• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২৪, ১৬:৫৮
ছবি : সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাতের কারণে আফ্রিকার দেশ কেনিয়ায় অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। দেশটির রাজধানী নাইরোবির উত্তরাঞ্চলে পানির চাপে বাঁধ ভেঙে অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, পানির প্রবল চাপের কারণে একটি বাঁধ হঠাৎ করেই ভেঙে যায়। এতে অনেক ঘরবাড়ি ও যানবাহন ভেসে গেছে। মারা গেছেন অন্তত ৪২ জন।কাদায় এখনও অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।

উল্লেখ্য, এল নিনো আবহাওয়ার কারণে পূর্ব আফ্রিকার এই দেশটিতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বৃষ্টিপাত হচ্ছে। গত মার্চ থেকে কেনিয়ায় ভারী বৃষ্টিপাত এবং বন্যায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধ্স, নিহত কমপক্ষে ৩৪
আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা ৩৩০ ছাড়িয়েছে
আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুই শতাধিক নিহত: জাতিসংঘ
আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৬০, বহু নিখোঁজ
X
Fresh