• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ময়মনসিংহে ছাতা ও সুপেয় পানি নিয়ে মাঠে যুবলীগ 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৩৩
ময়মনসিংহে ছাতা ও সুপেয় পানি নিয়ে মাঠে যুবলীগ 
ছবি : আরটিভি

প্রচণ্ড তাপদাহের মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ময়মনসিংহে বিতরণ করা হয়েছে ছাতা। সেই সঙ্গে দেওয়া হয়েছে সুপেয় পানি, স্যালাইন এবং জুস।

ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর নির্দেশে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

রোদে সুরক্ষার জন্য ছাতার পাশাপাশি সুপেয় পানি, স্যালাইন এবং জুস পেয়ে খুশি পথচারীসহ নিম্ন আয়ের মানুষ। এ সময় আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত ট্রাফিক পুলিশের মাঝেও বিতরণ করা হয় ছাতা।

আগামী চারদিন শিক্ষার্থীসহ অন্যান্য মানুষের মাঝে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক রাসেল পাঠান।

ময়মনসিংহ মহানগর যুবলীগের এ নেতা বলেন, প্রথমদিনে ১০০ জনের মাঝে ছাতাসহ পথচারী ও নিম্ন আয়ের সহস্রাধিক মানুষকে সুপেয় পানি, স্যালাইন এবং জুস দেওয়া হয়েছে। ময়মনসিংহ সদর আসনের এমপি মোহিত উর রহমান শান্ত এর নির্দেশে বসানো হয়েছে এমন সেবামূলক বুথ। এসব বুথ থেকে প্রয়োজন অনুযায়ী পানি ও ছাতা নেওয়া যাবে। যতদিন অসহ্য তাপদাহ থাকবে, এ কার্যক্রম ততদিন চলবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে গণশুনানি : বিআরটিএ নিয়ে সেবাগ্রহীতাদের অসন্তোষ 
ভোট নিয়ে আ.লীগ নেতার প্রশ্নবিদ্ধ মন্তব্যে এমপির অগ্রিম ইস্তফা
যুবলীগ নেতা হত্যা : ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা কারাগারে
X
Fresh