• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo
চমক রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উইন্ডিজের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে রোভম্যান পাওয়েলের নেতৃত্বে বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলবে ক্যারিবীয়রা। ঘোষিত স্কোয়াডে আলজারি জোসেফকে ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ সদস্যের স্কোয়াডে আন্দ্রে রাসেল, নিকোলাস পুরাণ, জনসন চার্লস, শিমরন হেটমায়ারের মতো তারকারা ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইতিহাসগড়া জয়ের নায়ক শামার জোসেফকেও রেখেছে তারা। শাই হোপ, আকিল হোসেন ও জেসন হোল্ডারও স্কোয়াডে আছেন। তবে তারকা অলরাউন্ডার কাইল মায়ার্সের বিশ্বমঞ্চে জায়গা হয়নি।  উল্লেখ্য, আগামী ১ জুন থেকে অনুষ্ঠেয় বৈশ্বিক এই মহারণের দ্বিতীয় দিনে (২ জুন) মাঠে নামবে দুইবারের চ্যাম্পিয়নরা। এদিন গায়ানায় তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। মেগা এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ হচ্ছে– নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা। উইন্ডিজের বিশ্বকাপ দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরাণ, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।  
২৩ ঘণ্টা আগে

‘পুষ্পা টু’র টাইটেল ট্র্যাক দিয়ে চমক দেখালেন আল্লু অর্জুন
‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ দুই বছর আগে ‘পুষ্পা’ ছবিতে বুদ ছিল গোটা দেশ। তার এক সংলাপ, ‘পুষ্পা’ স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশি। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই ছবির দ্বিতীয় কিস্তি। টিজার দেখে ধারণা করা গিয়েছিল ‘পুষ্পা টু’ ঝড় তুলবে বক্স অফিসে। এবার প্রথম গান প্রকাশ্যে আসতে যেন সেই ঝড়ের আভাস মিলল আরও স্পষ্টভাবে। গানেই পুষ্পার রাজত্বের গল্প শুনিয়ে দিলেন আল্লু অর্জুন। জানা গেছে, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকি ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে। জানা গেছে, ছবিটি মুক্তি পাবে ১৫ আগস্ট। শুধু হিন্দি তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ভাষাতেই নয়, ‘পুষ্পা টু’ মুক্তি পাবে বাংলা ভাষাতেও।
০৩ মে ২০২৪, ১৩:৫০

চমক রেখে ১৮ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সমানে রেখে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো বড় দলগুলো যখন দল ঘোষণা করতে ব্যস্ত, তখন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (২ মে) বাবর আজমকে অধিনায়ক করে ১৮ সদস্যে দল ঘোষণা করেছে রাজ্জাক-রিয়াজদের নির্বাচক প্যানেল। এখন থেকেই বিশ্বকাপের জন্য ১৫জনকে চূড়ান্ত করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২৪ মে পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো। ১৮ সদস্যে দলে ফিরেছেন হারিস রাউফ, হাসান আলী ও সালমান আঘা। বাদ পড়েছেন উসামা মীর ও জামান খান। চোটের কারণে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে না থাকা আজম খানও রয়েছেন দলে।  নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল মোহাম্মদ রিজওয়ান ও ইরফান খানকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই দুই ক্রিকেটার। পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স এবং অভিজ্ঞতার কারণে দলে ফেরানো হয়েছে হাসান আলীকে।  আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১০ মে মাঠে নামবে বাবর-রিজওয়ানরা। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ মে ও ১৪ মে।  আইরিশদের বিপক্ষে সিরিজ শেষ করেই ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দ্য গ্রিন ম্যানরা। ২২ মে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে।  আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আয়ুব, ফখর জামান, ইরফান খান নিয়াজী, ইফতেখার আহমেদ, উসমান খান, আজম খান (উইকেটরক্ষক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রাউফ, হাসান আলী, সালমান আলি আঘা, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ। 
০২ মে ২০২৪, ১৫:১৪

চমক রেখেই বিশ্বকাপ দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বমঞ্চে প্রথমবার প্রোটিয়াদের নেতৃত্বে থাকছেন এইডেন মার্করাম।  ১৫ সদস্যের এই স্কোয়াডে বেশ বড়সড় চমকই রেখেছে তারা। কখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিই খেলেনি, এমন দুই ক্রিকেটারকে নিয়েই স্কোয়াড গড়েছে তারা। তবে ঘরোয়া টুর্নামেন্ট এস এ টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করেছেন রায়ান রিকেলটন ও ওটনিয়েল বার্টম্যান। এমআই কেপটাউনের হয়ে ৫৮ দশমিক ৮৮ গড়ে ৫৩০ রান করেছেন রিকেলটন। অন্যদিকে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ৮ ম্যাচে ১৮ উইকেট শিকার করেছেন বার্টম্যান। টপ-অর্ডারে কুইন্টন ডি ককের মতো মারকুটে ব্যাটারেই আস্থা রেখেছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি রেজা হেনড্রিকস, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেনের মতো পরীক্ষিতরাও স্কোয়াডে আছেম। প্রোটিয়াদের পেস ইউনিটের নেতৃত্বে দেবেন কাগিসো রাবাদা। তার সঙ্গে এনরিখ নরকিয়া, মারকো ইয়ানসেন এবং জেরাল্ড কোয়েটজেও স্কোয়াডে আছেন। স্পিন ইউনিটে জর্ন ফরটুইন, তাবরেজ শামসি এবং কেশব মহারাজের ওপরই ভরসা রেখেছে তারা। এ ছাড়া নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকছেন। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমেন, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ত্রিস্টান স্টাবস।
৩০ এপ্রিল ২০২৪, ১৭:০৪

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন। এ ছাড়া লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও শিভাম দুবেও এই দলে আছেন। তবে মূল দলে জায়গা হয়নি শুভমান গিল ও রিংকু সিংয়ের। রিজার্ভ হিসেবে তাদের রাখা হয়েছে। এদিকে শিভাম দুবের সঙ্গে হার্ডিক পান্ডিয়াকেও বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকা ঋষভ পান্ত। তবে আইপিএলে ফিরেই দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। সাঞ্জু ফেরায় বাদ পড়েছেন অভিজ্ঞ কেএল রাহুল। মূলত টপ-অর্ডার স্লট না থাকায় স্কোয়াডে জায়গা হয়নি তার। ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পন্ত, সাঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। ট্রাভেলিং : শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেস খান।
৩০ এপ্রিল ২০২৪, ১৭:২৪

জন্মদিনে ভক্তদের যেভাবে চমক দিলেন আল্লু অর্জুন 
দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আজ (৮ এপ্রিল) তার জন্মদিন। আর এ দিন তিনি ভক্তদের রীতিমত চমকে দিলেন। প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমার টিজার। এক মিনিট আট সেকেন্ডের টিজারটিতে দেখা গেছে, পুষ্পরাজ আল্লু অর্জুনের মুখে রং, পরনে শাড়ি, পায়ে ঘুঙুর। হাতে ত্রিশূল নিয়ে হাঁটছেন। লড়াই করছেন শত্রুদের সঙ্গে। এ সময় তার কানে পরা দুল, চোখে কাজল।  ‘পুষ্পা২ : দ্য রুল’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভক্তদের প্রত্যাশা, নতুন রেকর্ড করবে সিনেমাটি। ইতোমধ্যে চার ঘণ্টায় টিজারটি দেখেছে ৮০ লাখেরও বেশি মানুষ। যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে এই ভিউ।  সব ঠিক থাকলে চলতি বছরের ১৫ আগস্ট ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এমনটাই জানিয়েছে সিনেমাটির নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’।  
০৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৬

বোলিংয়ে শক্তি বাড়াতে দিল্লির নতুন চমক
চলতি আইপিএলে শুরুটা ভালো করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। তাই এবার দলের শক্তি বাঁড়াতে দক্ষিণ আফ্রিকার পেসার লিজার্ড উইলিয়ামসকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে দাদি মারা যাওয়ার কারণে আইপিএলের চলতি আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। তার পরিবর্তে এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছে দিল্লি। দিল্লিতে পেসার হিসেবে আগে থেকেই আছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, খলিল আহমেদ, ঝাই রিচার্ডসন ও মুকেশ কুমার। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন উইলিয়ামস। এবারই প্রথমবার আইপিএল খেলতে আসছেন উইলিয়ামস। তাকে ৫০ লাখ রুপিতে কিনেছে দিল্লি। পেস আক্রমণকে আরও বেশি ধারালো করতেই একজন ব্যাটারের বদলে বোলারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দিল্লিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার লুঙ্গি এনগিদিও। পিঠের ইনজুরিতে পড়ে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮৩টি ম্যাচ খেলেছেন উইলিয়ামস। প্রোটিয়া এই পেসারের থলিতে আছে ১০৬ টি উইকেট। এছাড়া ৪টি ওয়ানডে ম্যাচও খেলেছেন উইলিয়ামস।
০৮ এপ্রিল ২০২৪, ১২:৫০

বেঙ্গল মোবাইলের নতুন চমক
বাজারে এসেছে বেঙ্গল মোবাইলের নতুন চমক BG105 BD হ্যান্ডসেট। এতে রয়েছে আন্তর্জাতিক মানের মাদারবোর্ড সাথে হাই কোয়ালিটি MTK প্রসেসর, যা নিশ্চিত করছে সর্বোচ্চ গুণগত মান। এছাড়াও গ্রাহক আরও পাচ্ছেন ১৮০ দিনের ব্যাটারি ও চার্জার রিপ্লেসমেন্ট গ্যারান্টি,৩৬৫ দিন LCD পরিবর্তন গ্যারান্টি এবং ৩৬৫ দিন প্রাপ্ত বিক্রয়ত্তর সেবা। খুবই সুন্দর আউটফিটের ১.৭৭" ডিসপ্লের এই হ্যান্ডসেটটি ডুয়েল সিমকার্ড সম্বলিত। পাঁচটি আকর্ষণীয় কালার সমৃদ্ধ এই স্টাইলিস মোবাইলটিতে  আরোও থাকছে ক্রিস্টাল কিপ্যাড, ওয়্যারলেস এফএম, টর্চ, ৮০০-ফোনবুক, অটো কল রেকর্ডার, কিং ভয়েস ফিচার  এবং আরও আকর্ষণীয় ফিচার।  এ ব্যাপারে বেঙ্গল ফোনের চিফ অপারেটিং অফিসার (সিওও) প্রকৌশলী নাহিদুল ইসলাম জানান, গুণগত মান সম্পন্ন ও আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেট গুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় চার্জার ব্যাটারি সহ মোবাইল ফোনের পিসিবএ উৎপন্ন করা হচ্ছে।গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় BG105 BD হ্যান্ডসেটটির ডিজাইনে রয়েছে আধুনিকতার ছোঁয়া এবং কোয়ালিটি নিশ্চিত করা হয়েছে শতভাগ। যা ক্রেতা সাধারণকে দিবে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা।
২৪ মার্চ ২০২৪, ১২:৩৯

শাহরুখের পর এবার বুর্জ খলিফায় শাকিবের চমক
ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান। আগামী ২৮ মার্চ তার জন্মদিন। বরাবরই এই বিশেষ দিনে উন্মাদনায় ভাসেন শাকিবিয়ানরা। এবার সেই উন্মাদনার মাত্রা আরও জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে। কারণ, এদিন দুবাইয়ের বুর্জ খলিফায় উন্মুক্ত হচ্ছে শাকিবের আসন্ন সিনেমা ‘রাজকুমার’র ট্রেলার। এ সময় উদযাপিত হবে নায়কের এবারের জন্মদিনও।  বুধবার (২০ মার্চ)  রাজধানীর একটি অভিজাত হোটলে ভার্সেটাইল মিডিয়ার তরফে আয়োজিত হয় ‘ইফতার উইথ টিম রাজকুমার’। সেখানে উপস্থিত ছিলেন ‘রাজকুমার’ নির্মাতা হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। মঞ্চে কথা বলার এক পর্যায়ে প্রযোজককে ডেকে নেন শাকিব। তারপরেই আসে এই চমকপ্রদ ঘোষণা। আরশাদ আদনান জানান, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন বুর্জ খলিফায় যেভাবে উদযাপন হয়, সেভাবে এবার সেখানে উদযাপিত হবে ঢালিউড সুপারস্টারের জন্মদিন। উন্মুক্ত হবে রাজকুমার ট্রেলার। এভাবে বুর্জ খলিফা থেকে শুরু হতে যাচ্ছে এই সিনেমার প্রচারণা। পাশাপাশি থাকছে আরও নানা চমক। শাকিব খান বলেন,  যেসব দেশে বাংলা সিনেমা চলত না, সেসব দেশে ‘প্রিয়তমা’ গর্বের সঙ্গে চলেছে। ইতালি থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অনেক দেশে মুক্তি পেয়েছে। এর চেয়েও বড় পরিসরে এবার ‘রাজকুমার’ রিলিজ হচ্ছে। প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় আরশাদ-শাকিব-হিমেল ‘ত্রয়ী জুটি’ হিসেবে আখ্যা পেয়েছেন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে এই ত্রয়ীর নতুন সিনেমা ‘রাজকুমার’। এতে শাকিবের বিপরীতে নায়িকা হয়েছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। প্রযোজনায় রয়েছে আরশাদের ভার্সেটাইল মিডিয়া।
২১ মার্চ ২০২৪, ২০:৫১

চমক রেখে সিলেট টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
শ্রীলঙ্কা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। এবার লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্টকে কেন্দ্র করে চমক রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন নতুন নির্বাচক প্যানেল। সোমবার (১৮ মার্চ) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে সিলেট টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে দুই নতুন মুখ পেসার মুশফিক হাসান ও নাহিদ রানা। এ ছাড়া ওয়ানডে সিরিজের মাঝ পথে দল থেকে বাদ পড়া লিটন দাস রয়েছেন এই টেস্ট। ২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের ২য় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ থেকে। এই দুই ম্যাচ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল ২০২৩-২৫ এর অংশ। প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের মনে হয়েছে প্রথম টেস্টের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ। আমাদের টেস্ট দলটা অনেকটাই গোছালো, নাহিদ রানা এর সঙ্গে যোগ হয়েছে। লিটন ফিরেছে, শেষ সিরিজে সে ছুটিতে ছিল। প্রতিটি বিভাগেই যথেষ্ট ব্যাক আপ আছে। আমার মনে হয় দলটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে। দলে নতুন অন্তর্ভুক্ত রানাকে নিয়ে তিনি বলেন, ‘রানা খুবই রোমাঞ্চকর একজন। সে সম্ভবত এখন বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার, বাউন্সও করাতে পারে ভালো। যদিও এখনও তার জন্য কেবল শুরু, তার প্রথম শ্রেণির রেকর্ড মুগ্ধ করার মতো। আরেকজন পেসার আছে মুশফিক হাসান, এবাদত-তাসকিনদের অনুপস্থিতিতে তাদের পরখ করার এটাই সঠিক সময়।  বাংলাদেশের ১ম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।
১৮ মার্চ ২০২৪, ১৯:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়