• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বিএনপিপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিলে বাধা
সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা কালো পতাকা মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। মঙ্গলবার (৩০ জনিুয়ারি) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কালো পতাকা মিছিল বের করে বিএনপি সমর্থক আইনজীবীরা। এ সময় তারা কোর্টে প্রবেশের চেষ্টা করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ তাদের আটকে দেয়। বাধা পেয়ে বিক্ষোভকারীরা গেটের সামনে অবস্থান নিয়েই বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে আইনজীবীরা মাজার গেটেই বিক্ষোভ সমাবেশ করে। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে সারা দেশে ‘কালো পতাকা’ মিছিলের ডাক দেয় বিএনপি। ঢাকায় সাতটি জায়গায় এই মিছিলের চেষ্টা করে। ‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ বিএনপি এই কর্মসূচি দেয়। একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করে। এর আগে বিএনপি জানায়, দেশের সব উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল হবে। ৭ জানুয়ারির ‘ডামি সংসদ’ বাতিল এবং ‘ডামি সরকারের’ পদত্যাগের দাবিতে ঘোষিত কালো পতাকা মিছিল সফল করতে নেতাকর্মীদের প্রতি দলের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। ঢাকার কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতাদের থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত, ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনকে ডামি ও প্রহসন বলে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল (নিবন্ধিত ও অনিবন্ধিত) বর্জন করে।
৩০ জানুয়ারি ২০২৪, ১৭:৪১

বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি দেখলেই গ্রেপ্তার : ডিএমপি
বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামিকে যোগ দিতে দেখা গেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। রাজনৈতিক কোনো কর্মসূচিতে বাধা নেই উল্লেখ করে লিটন কুমার সাহা বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করছি আমরা। আজ বিএনপির প্রোগ্রাম রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি এলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রোগ্রামে কোনো আসামি এসেছে কিন্তু আমরা ধরিনি, এমন নয়।’ রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতার মুক্তি, মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
২৭ জানুয়ারি ২০২৪, ১৬:৪২

বিজয় মিছিলে বোমা হামলা, স্বতন্ত্র প্রার্থীর আহত কর্মীর মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনায় এমারাত সরদার (৪০) নামে আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ ঘটনায় আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন নিহতের পরিবার। এমারাত সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম মুস্তফা। তিনি ব‌লেন, আহত ব‌্যক্তি চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। এরপর গত ৮ জানুয়ারি সকালে তাহমিনা বেগমের সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের কালিগঞ্জ বাজার থেকে ফাঁসিয়াতলা বাজারের যাচ্ছিল। এ সময় পথে আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রার্থীর সমর্থক শাহিদ পারভেজের কর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালান। এতে আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এমারত সরদারের অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।
১১ জানুয়ারি ২০২৪, ২০:৫১

স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে হামলা, আহত ১০
মাদারীপুরের কালকিনিতে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে জয় পাওয়া স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে। আরও পড়ুন : জয়ের পর শেখ হাসিনাকে ভারতের অভিনন্দন   স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। সোমবার সকালে তাহমিনার সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। তারা জানান, উপজেলার কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের যাওয়ার পথে আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে মিছিলে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে। এতে আহত হন অন্তত ১০ জন। আরও পড়ুন : নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ শুরু   আহতরা জানান, তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতাল থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫৮

টাঙ্গাইল-২ / ভূঞাপুরে নৌকার মিছিলে মানুষের ঢল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকার মিছিলে মানুষের ঢল নামে।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চমাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছোট মনির। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়। মুহূর্তেই ভরে যায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চমাঠ।  সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নুরুল ইসলাম তালুকদার মোহন, সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে ছোট মনিরকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
০৪ জানুয়ারি ২০২৪, ২৩:৪৩

ধামরাইয়ে বিএনপির মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানী ধামরাইয়ে মিছিল করেছে বিএনপি। এ সময় পুলিশ বাধা দিতে গেলে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আরও পড়ুন : নৌকার সমর্থককে গুলি করে হত্যা বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালামপুর এলাকায় বিএনপির মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির কয়েকজনকে আটক করা হলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে। ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে ঢিল ছুড়া হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
০৪ জানুয়ারি ২০২৪, ১১:৩০

বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৭
সরকার পদত্যাগের একদফা ও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বরিশালে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে নগরীর টাউন-হল দলীয় কার্যালয়ের সামনে গণসংযোগ শেষে লিফলেট বিতরণ করে মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল বের করার চেষ্টা করলে লাঠিচার্জ করা হয়। এ সময় বিএনপি নেতারা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনসহ বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করা হয়।এদিকে বিএনপি নেতাদের দাবি, পুলিশ হামলা চালিয়ে তাদের ২০ নেতাকর্মীকে আহত করেছে। সাধারণ মানুষকে ভোটে নিরুৎসাহিত করতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বুধবার সকাল ১০টা থেকে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। নির্বাচন কমিশনবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন তারা। এরপর ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে সদর রোডে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এরপরে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা বৃদ্ধি পেলে মিছিল বের করার চেষ্টা করে তারা। তখন পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, পুলিশ লাঠিচার্জ করে ২০ জনের বেশি নেতাকর্মীকে আহত করেছে। জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনসহ ৭ জনকে আটক করার তথ্য তাদের কাছে রয়েছে। তিনি দাবি করেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। পুলিশ এসে তাদের ওই কর্মসূচিতে বাধা দেয়। তারা কর্মসূচি চলমান রাখার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী আশরাফ ভূঁইয়া বলেন, বিএনপি লিফলেট বিতরণ শেষে মিছিল বের করার চেষ্টা করে। আমরা মিছিল বের করতে নিষেধ করলে তারা আমাদের ওপর চড়াও হয়। পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে আমরা তাদের লাঠিচার্জ করে নিবৃত করার চেষ্টা করি। এ সময় বিএনপির কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে।
০৩ জানুয়ারি ২০২৪, ১৫:৩৯

পাবনায় ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০
পাবনায় ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের নেতারা। মিছিল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  সোমবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা শহরের দই বাজার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণ গ্রেপ্তার, হামলা, গুম, খুন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে মিছিলটি শহরের ট্রাফিক মোড় থেকে বের করে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে ইন্দিরা মোড় দিয়ে দই বাজার মোড়ে পৌঁছায়। মিছিলটি দই বাজার মোড়ে পৌঁছালে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ছাত্রদলের একটি মিছিল দই বাজার মোড়ে বাধা দেওয়া হয়। এ সময় তাদের ধাওয়া দিলে দৌড়ে পালাতে গিয়ে কয়েকজন পড়ে আহত হন। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
০১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়