• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২৪, ২০:২১
নারী ফুটবল লিগ
ছবি- বাফুফে

গত বছর জমকালো অনুষ্ঠান করে নারী ফুটবল লিগ আয়োজনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত মাঠে আলো মুখ দেখেনি টুর্নামেন্টটি। তবে সব সংশয়কে উড়িয়ে নারী ফুটবল লিগ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামীকাল (শনিবার) থেকে ৯ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে সাবিনা-সানজিদাদের লিগ।

শুক্রবার (২৬ এপ্রিল) টুর্নামেন্টের প্রত্যেক দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে বাফুফে। যেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে আয়োজকদের।

দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে গরম আরও বেশি অনুভূত হয়। এই অবস্থায় সকাল সাড়ে নয়টা ও বিকেল পৌনে চারটায় নারী ফুটবল লিগের ম্যাচ রেখেছে বাফুফে।

কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট রয়েছে। তারপরও রোদের মধ্যে লিগ কেন, এই প্রশ্নের উত্তরে বাফুফে নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সংবাদ সম্মেলনে বলেছেন, ফ্লাডলাইটে খেলা চালাতে হলে আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদকে। আমাদের টাকা নেই। খুব কষ্ট করে আমরা স্পন্সর এনে খেলা আয়োজন করি।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের চিঠি দিয়েছে, ফ্লাডলাইট ব্যবহার করলে মিটার রিডিং অনুযায়ী বিল প্রদান করতে হবে। আমরা সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ রাউন্ডের খেলা চালিয়েছি। এতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টাকা লাগে।

জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের অধীনস্থ বিভিন্ন ফেডারেশনের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। নতুন করে বিদ্যুৎ বিলের বোঝা আর নিতে চায় না ক্রীড়া নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাই সম্প্রতি কমলাপুর স্টেডিয়ামের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সুকুমার সাহা।

তিনি বলেন, সম্প্রতি আমাদের কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট ব্যবহারে ফেডারেশনকে ব্যয় বহন করতে হবে মিটার অনুযায়ী।’ হকি সহ অন্য ফেডারেশনগুলোতেও এই নিয়ম পালনের নির্দেশনা আসবে সামনে। ক্রিকেট বোর্ড অবশ্য বিল নিজেরাই প্রদান করে।

নারী ফুটবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিন্তু এবারের লিগে অংশগ্রহণ করছে না দলটি। দল না গঠনের পাশাপাশি লিগের পৃষ্ঠপোষকতা থেকেও সরে এসেছে প্রতিষ্ঠানটি।

বসুন্ধরার অংশ গ্রহণ না করার জানতে কিরণকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমরা বসুন্ধরাকে স্পন্সর ধরে ব্যানার ও নানা বোর্ড তৈরি করেছি। দুই দিন আগে তারা জানিয়েছে অনিবার্য কারণে পৃষ্ঠপোষকতা করবে না।

তবে বসুন্ধরা না থাকলেও এবারের নারী লিগে বাফুফে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে। লিগে অংশগ্রহণকারীর ৯ ক্লাবের জন্য ৫০ হাজার টাকা, চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ ও রানার্স আপের জন্য ৩ লাখ এবং সেরা খেলোয়াড়ের আর্থিক পুরস্কার থাকবে।

এবারের লিগে বসুন্ধরা না থাকলেও নাসরিন একাডেমিতে ঠাঁই হয়েছে সাবিনা-সানজিদাদের। শিরোপা প্রত্যাশী দলটি সবচেয়ে শক্তিশালী। এরপরই রয়েছে আতাউর রহমান কলেজ ও আর্মি স্পোর্টস ক্লাব।

এবারের লিগে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবহিনী ফুটবল ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ দল, ফরাশগঞ্জ স্পোর্টিং, উত্তরা ফুটবল ক্লাব, ঢাকা রেঞ্জার্স এফসি, সিরাজ স্মৃতি সংসদ, জামালপুর কাচারিপাড়া একাদশ, নাসরিন স্পোর্টস একাডেমি ও সদ্য পুস্করনী যুব স্পোর্টিং ক্লাব।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির লিগ্যাল সেলের নতুন প্রশাসক ড. সাদিকুল ইসলাম 
‘অচিরেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেব’
ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত
মজাদার সব নিয়ম নিয়ে পিকের ফুটবল লিগ
X
Fresh