• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৪, ১৯:১৭
ছবি : সংগৃহীত

পাবনায় ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের নেতারা। মিছিল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা শহরের দই বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণ গ্রেপ্তার, হামলা, গুম, খুন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে মিছিলটি শহরের ট্রাফিক মোড় থেকে বের করে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে ইন্দিরা মোড় দিয়ে দই বাজার মোড়ে পৌঁছায়।

মিছিলটি দই বাজার মোড়ে পৌঁছালে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ছাত্রদলের একটি মিছিল দই বাজার মোড়ে বাধা দেওয়া হয়। এ সময় তাদের ধাওয়া দিলে দৌড়ে পালাতে গিয়ে কয়েকজন পড়ে আহত হন। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ
অটোরিকশা-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ২
X
Fresh