• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
কুমিল্লা শিবিরে ইংলিশ হার্ডহিটার ব্যাটার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে ঢাকায় পাড়ি জমিয়েছেন ইংলিশ তারকা উইল জ্যাকস। গত মার্চে মিরপুরে ইংলিশদের হয়ে অভিষেক হয়েছিল তার। এবার ফের ‘হোম অব ক্রিকেটে’ই খেলতে নামবেন উইল জ্যাকস।  এর আগে, ২০২২ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল মাতিয়েছিলেন তিনি। তবে এবার নতুন ঠিকানায় লিটন দাসের অধীনে খেলবেন বিপিএলের এক আসরের সর্বোচ্চ এই রান সংগ্রাহক। চলতি বিপিএলে ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকায় দ্বিতীয় পর্বে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই ম্যাচেই তাকে সেরা একাদশে দেখা যেতে পারে। ২০২১-২০২২ আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন উইল জ্যাকস। ১১ ম্যাচে ১৫৫ দশমিক ৫ স্ট্রাইকরেটে ৪১৪ রান করেছিলেন তিনি। অন্যদিকে বল হাতে তার শিকার ১ উইকেট। বিপিএল মাতানোর পরই জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। ইংলিশদের হয়ে এখন পর্যন্ত দুটি টেস্ট, সাতটি ওয়ানডে এবং ১১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ ছাড়া বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ পরিচিত মুখ উইল জ্যাকস। হরহামেশাই বিগ ব্যাশ, পিএসএল, টি-টেন খেলছেন তিনি।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়