• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ, ২ চালক নিহত
নরসিংদীর পলাশ উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাইবুল ইসলাম। নিহত এনা পরিবহনের চালক মো. ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জ। আর নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে এখনও পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর ৪টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পরিবহন চালক ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন। তিনি জানান, এ দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কটির দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।  
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭

ভ্যালেন্টাইনে আসছে পলাশ ও পারশার ‘প্রথম প্রেমের গান’
এবারের ভ্যালেন্টাইনে ‘প্রথম প্রেমের গান’ শিরোনামে মৌলিক গান নিয়ে আসছেন পলাশ শাকিল। গানটির কথা ও সুর তার নিজের। ডুয়েট এই গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ শাকিল নিজে ও কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। ‘প্রথম প্রেমের গান’টির সঙ্গীত আয়োজন করেছেন শরীফুল ইসলাম সুমন। গানটির রেকর্ডিং সম্পন্ন হয় তার সাউন্ড হ্যাকার স্টুডিওতে। পলাশ শাকিল বুয়েটের আর্কিটেকচার গ্রাজুয়েট। পড়েছেন দেশসেরা মির্জাপুর ক্যাডেট কলেজেও। দেশের উঠতি স্থপতিদের একজন হয়েও গানের প্রতি ডেডিকেশন ও ভালোবাসার কোনো কমতি নেই পলাশের। একই সাথে ক্যারিকেচার আর্টিস্ট হিসেবেও একরকম ভালোই নাম ডাক রয়েছে তার।  এর আগে তার ব্যান্ড সাইকেল এর হাত ধরে আজব রেকর্ডস এর ব্যানারে ‘সেই বেদনা’ ও ‘আজ গান গাও’ শিরোনামে দুটি গান রিলিজ পেয়েছে। এছাড়া এ বছর আরও কিছু মৌলিক গান রিলিজ করার জন্য রেকর্ডিং চলছে। প্রায় ৩ বছর পর আবার কাজে ফিরছেন কণ্ঠশিল্পী পারশা। বর্তমানে লেখাপড়া করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টে। সামনে আসছে আরো বেশ কিছু কাজ। ইতোমধ্যে জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও মাহতিম সাকিবের সাথে দুটো গানে কন্ঠ দিয়েছেন পারশা।  এবারের ভ্যালেন্টাইনে গানের পাশাপাশি নাটকেও কাজ করেছেন কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। এর আগে এয়ারটেল, নেসক্যাফে সহ বিভিন্ন টিভিসি ওভিসিতে অভিনয় করলেও, নাটকে এটা প্রথম কাজ তার। জনপ্রিয় পরিচালক প্রবীর রায় চৌধুরীর ‘লাভ লাইন’ নাটকে অভিনেতা জোভানের সাথে দেখা যাবে পারশাকে। সাথে থাকছে তার কাঁধে বসে গাইতে থাকা সবার প্রিয় ‘লিও দ্যা ডাইনোসর’ পাখিটি!
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৭

আমি মারা গেলেও পলাশ আমাকে স্মরণ করবে : অমি
ছোট পর্দার বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের জন্মদিন। শনিবার (৩ ফেব্রুয়ারি) তার জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে নোয়াখালীর কালিকাপুর গ্রামে জন্ম নেন বর্তমান সময়ের এ অভিনেতা। জীবনের বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত পলাশ। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা প্রকাশ করেছেন তারকা, সহকর্মী, নির্মাতারাও। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন পলাশ। পলাশের জন্মদিনে তাকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। ফেসবুকে পলাশের একটি ছবি প্রকাশ করে এই নির্মাতা লিখেছেন, পলাশকে নিয়ে আমি একটা বই লিখে ফেলতে পারব। বই না লিখলেও আমাদের গল্প বলব আপনাদের কোনো একসময়। আজকে এইটুকু বলি, ওর মধ্যে কৃতজ্ঞতা বোধ এতটাই তীব্র যে ওর বাকি দোষ ঢাকা পড়ে যাবে। আর যেই মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে সে নিঃসন্দেহে ভালো মানুষ। আমি আমার সব অ্যাসিস্ট্যান্টদের ওর উদাহরণ দেই। ও বুম ফিল্মস-এর একটা উদাহরণ। তিনি আরও লেখেন, যারা ভাবছেন ও অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছে তাদের ধারণা পুরোপুরি ঠিক নয়। ওর সুসময় আসছে সামনে। ও যে কোথায় যাবে তা আমি নিজেও বুঝতে পারছি না, আমাদের যাত্রা তো মাত্র শুরু। আমি মারা গেলে কিছু মানুষ যাতে আমাকে স্মরণ করে, আমার কাজকে স্মরণ করে। আমার বিশ্বাস পলাশ আমাকে সবসময় স্মরণ করবে। আমি মারা গেলেও আমার অনুপস্থিতেও করবে।ওর জন্য মন থেকে অনেক দোয়া। প্রসঙ্গত, ২০১৩ সালে ছবিয়ালের সঙ্গে কাজ শুরু করেন জিয়াউল হক পলাশ। দীর্ঘদিন মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী হন। ২০১৭ সালে কাজল আরেফিনের সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এই পরিচালকের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন পলাশ।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯

কাবিলার বাইরে গিয়ে কেউ চিন্তা করলে আমি কাজ করব : পলাশ
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের বহুল জনপ্রিয় চরিত্র কাবিলা। চরিত্রটিতে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পান জিয়াউল হক পলাশ। এরপর থেকে কাবিলা নামেই পরিচিত হয়ে ওঠেন। ভক্তদের ভালোবাসা অর্জনের পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিনি।  এবার অভিনেতা জানালেন, কাবিলার বাইরে গিয়ে কেউ চিন্তা করলে তার সঙ্গেই কাজ করবেন পলাশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘অসময়’। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।   এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন ‘অসময়’র অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সেখানে গণমাধ্যমে এই সিনেমাসহ নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন পলাশ। এসময় তিনি জানান, যে কাবিলার বাইরে গিয়ে চিন্তা করতে পারবে আমি তার সঙ্গেই কাজ করব।  পলাশ বলেন, অমি ভাইয়ের বাইরেও তো আমি কাজ করেছি। কিন্তু আপনারা সবসময় বলেন আমি নাকি অমি ভাই ছাড়া কাজই করি না। আসলে কেউ যদি আমাকে অমি ভাইয়ের বাইরে গিয়ে চিন্তা করে তাহলে তার সঙ্গে কাজটা করতে আমার ভালো লাগে। সামনে আরও দুই-তিন জনের সঙ্গে কাজ আছে।    অভিনেতা আরও বলেন, আমার কাছে বিষয়টা হলো— অমি ভাইয়ের বাইরে গিয়ে যে চিন্তা করবে তাকে আমার ভালো লাগবে। যেমন— অমি ভাইয়ের কাবিলা চরিত্রটি। এখন সবাই যদি বলে সব চরিত্রে নোয়াখালীর ভাষাতেই কথা বলবেন, তাহলে তো আর আলাদা হলাম না। তখন শুধু কাবিলা দেখার জন্য মানুষ আর অপেক্ষা করবে না। যে টিভি খুললেই তো ওকে দেখা যায়। সো আমি তো সেটা করতে চাই না। যে কাবিলার বাইরে গিয়ে চিন্তা করতে পারবে আমি তার সঙ্গেই কাজ করব।  প্রসঙ্গত, ‘অসময়’-এ পলাশ ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, ফারিণ, শাহেদ আলী, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ্বত দত্ত প্রমুখ।
১৯ জানুয়ারি ২০২৪, ১৫:০৮

যুবলীগ কর্মীর রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি এমপি মোরশেদ আলমের
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে যুবলীগ কর্মী শাহিদুজ্জামান পলাশের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার পূর্ব মির্জানগর গ্রামে নিজবাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় যুবলীগ কর্মী। পলাশের পরিবার সূত্রে জানা গেছে, নিজবাড়ির আঙিনায় রক্তাক্ত অবস্থায় পলাশের মরদেহ পড়ে থাকতে দেখেন লোকজন। তার কপাল ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। মোরশেদ আলম জানান, তিনি গত ১০ বছর নোয়াখালী-২ আসনে সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ এই সময়ে এলাকায় কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা কিংবা হত্যাকাণ্ড ঘটেনি। নির্বাচনে পরাজিত প্রার্থী তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচারে নেমেছেন। তবে হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য সোনাইমুড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এ ঘটনা প্রসঙ্গে এমপি মোরশেদ আলম তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লেখেন, ‘গতকাল ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহিদুজ্জামান পলাশকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আমি এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও লেখেন, খুনি যে দলেরই হোক শাস্তি তাকে পেতেই হবে। আমি নিহত পলাশের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে টানা তিনবারের এই সংসদ সদস্য জানান, এই হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তে প্রশাসনকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে কোনো নিরীহ লোক যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  
১৪ জানুয়ারি ২০২৪, ১৪:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়