• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
ব্যাটিংয়ে চেন্নাই, একাদশে মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম ম্যাচে মাঠে নামছে গত দুই আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরমে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। গুজরাট টাইটানসের বিপক্ষে পাথিরানা ফিরলেও আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা মোস্তাফিজকে একাদশে ধরে রেখেছে চেন্নাই।  দলটির একাদশে এই একটিই পরিবর্তন। পাথিরানাকে সুযোগ করে দিয়ে একাদশ থেকে জায়গা হারিয়েছেন স্বদেশি স্পিনার মহীশ থিকশানা। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে গুজরাট। টসে জিতে ফিল্ডিং প্রসঙ্গে গুজরাটের অধিনায়ক শুভমান গিলের ভাষ্য, দেখে ভালো উইকেট মনে হয়েছে বলেই এমন সিদ্ধান্ত। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়েছে গুজরাট। এ ম্যাচে অপরিবর্তিত তারা। অন্যদিকে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের দাবি, বোলিং নিতে পারতেন তিনি। তবে আগে ব্যাটিং বা বোলিংয়ের মধ্যে পার্থক্য দেখেন না। চেন্নাই সুপার কিংস একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সামীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান। গুজরাট টাইটান্স একাদশ : ঋদ্ধিমান সাহা, শুবমান গিল (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব, মোহিত শর্মা, স্পেন্সার জনসন।
২৭ মার্চ ২০২৪, ০০:৩২

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
ফিফা ২০২৬ বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে হোম ভেন্যুতে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৬ মার্চ) বসুন্ধরার কিংস অ্যারেনায় স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। এর আগে, ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগে বিধ্বস্ত হয় বাংলাদেশ দল। সেদিন কুয়েতে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে জামাল-তপুরা।  এদিকে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রথম লেগে লাল-সবুজের রক্ষণভাগ নিয়ে বেশ আলোচনা–সমালোচনা হয়েছিল। তাই ফিরতি লেগে রক্ষণে এক পরিবর্তন এসেছে। ফুলব্যাক ইসা ফয়সালের পরিবর্তে সেন্ট্রাল ডিফেন্ডার শাকিলকে সেরা একাদশে রেখেছেন ক্যাবরেরা। অন্যদিকে এই ম্যাচে শাকিল ফেরায় নিজের ফুলব্যাক পজিশনে ফিরছেন বিশ্বনাথ। এ ছাড়া অপরিবর্তিত থাকছে ফুলব্যাক সাদ উদ্দিন ও সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণের পজিশন। ঘুরে দাঁড়ানোর মিশনে মধ্যমাঠেও এসেছে পরিবর্তন। ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার রিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানাকে সেরা একাদশে রাখা হয়েছে। অন্যদিকে আক্রমণ ও রক্ষণের সেতুবন্ধনের ভার সামলাবেন হৃদয়। তার সঙ্গে থাকবেন অধিনায়ক জামাল ভূঁইয়া। গেল ম্যাচে ৫ গোল হজম করলেও মিতুল মারমার ওপরই আস্থা রাখছেন লাল-সবুজের কোচ। তাই আজও জিকোকে সাইডবেঞ্চে থাকতে হচ্ছে।  বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।  
২৬ মার্চ ২০২৪, ১৫:০৩

আইপিএল ২০২৪ / টস হেরে ফিল্ডিংয়ে চেন্নাই, একাদশে মোস্তাফিজ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে আইপিএলের ১৭তম আসরের। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসে মুখোমুখি হয়েছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার (২২ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের অভিষেক ম্যাচ তার। চেন্নাই একাদশ: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, সমীর রিজ়ভি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, মোস্তাফিজুর রহমান। বেঙ্গালুরু একাদশ: ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পটীদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কর্ণ শর্মা, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর ও মোহম্মদ সিরাজ।
২২ মার্চ ২০২৪, ২১:০৩

টস জিতে বোলিংয়ে রংপুর, একাদশে সাকিব
সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর ও খুলনা মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছনে রংপুর অধিনায়ক নুরুল হাসান। রংপুরের একাদশে ফিরেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা পর্বে শেষ ম্যাচ খেলেননি তিনি। ঢাকা পর্বে দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা। অন্যদিকে এক হার ও এক জয়ে টেবিলের তিনে রংপুর। রংপুর রাইডার্স একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), বাবর আজম, সাকিব আল হাসান, ব্রেন্ডন কিং, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রিপন মন্ডল। খুলনা টাইগার্স একাদশ : এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাই হোপ (উইকেটকিপার), এভিন লুইস, আফিফ হোসেন, ফাহিম আশরাফ, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, ওশানে থমাস, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।
২৬ জানুয়ারি ২০২৪, ১৪:২৫

বিশ্বকাপ জিতেও আইসিসির বর্ষসেরা একাদশে নেই স্টার্ক-কামিন্স
চলতি মাসের শুরুতে ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন দিয়েছিল আইসিসি। সেই তালিকা থেকে এবার বর্ষসেরা একাদশ নির্বাচন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া দল থেকে একাদশ থেকে জায়গা পেয়েছে আট জন ক্রিকেটার। তবে সব ভারতের সর্বোচ্চ ছয় ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির সেরা একাদশে। অপরদিকে বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার থেকে বেছে নিয়েছেন দুই ক্রিকেটারকে। সোমবার (২৩ জানুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই একাদশ প্রকাশ করেছে আইসিসি। আইসিসির বেছে নেওয়া দলের অধিনায়ক ভারতের রোহিত শর্মাই। সেই সঙ্গে ওপেনার হিসাবেও রয়েছেন শুভমান গিল। ভারতের দুই ওপেনারকেই রেখেছে আইসিসি। ফাইনালে শতরান করা অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে রাখা হয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন তিনি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করায় মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জেনসেন। বাঁহাতি পেসার প্রয়োজনে ব্যাট হাতেও দলে হাল ধরতে দেখা গেছে। আইসিসির বেছে নেওয়া সেরা একাদশে রয়েছেন চার বোলার। তার মধ্যে দুজন স্পিনার ও দুজন পেসার। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা গোটা বছর ভালো বল করেছেন। সেই সঙ্গে রয়েছেন তিন ভারতীয় বোলার। স্পিনার কুলদীপ যাদব এবং দুই পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। এবারের বিশ্বকাপে শামি সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন। দলকে বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েও বর্ষসেরা একাদশে জায়গা পাননি অজি অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার মিচেল স্ট্রাক।  আইসিসির বর্ষসেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রেভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেইনরিখ ক্লাসেন, মার্কো জেনসেন, অ্যাডাম জাম্পা, মোহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ শামি।
২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশি নাহিদা
গত বছর ঘরের মাটিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জিতে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ ছাড়াও দাক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছিল নিগার সুলতানা। দলের এমন অর্জনে বল হাতে দুর্দান্তভাবে ভূমিকা রেখেছিলেন নাহিদা আক্তার। সেই পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার।  গত বছর ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাহিদা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। নাহিদা হতাশ করেননি তাতে। পাঁচ বলে ৭ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট। বাংলাদেশও পায় সহজ এক জয়। এছাড়া প্রথম ও তৃতীয় ম্যাচে নেন তিনটি করে উইকেট।   ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেও নাহিদার পারফরম্যান্স ছিল দারুণ। তিন ম্যাচে ১৫ গড়ে তার শিকার ছয় উইকেট।   অন্যদিকে বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এ ছাড়া নিউজিল্যান্ডের দুই, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন একাদশে। বর্ষসেরা একাদশ: ফিবি লিচফিল্ড, এলিসা পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, নাহিদা আক্তার, চামারি আতাপাত্তু (অধিনায়ক), ন্যাট সিভার-ব্রান্ট, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক ও লিয়া তাহুহু।
২৩ জানুয়ারি ২০২৪, ২০:২৪

ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানের একাদশে চমক
অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। আগামী বুধবার (৩ জানুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। সম্মান রক্ষার এই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত একাদশে  শাহিন শাহ আফ্রিদিকে রাখেনি তারা। একাদশ থেকে দলের অন্যতম সেরা পেসার আফ্রিদিকে বিশ্রাম দেওয়াটা বেশ চমকে যাওয়ার মতোই। এ ছাড়াও ওপেনার ইমাম উল হককে বাদ দেওয়া হয়েছে। তার (ইমাম) জায়গায় অভিষেকের অপেক্ষায় সাইম আইয়ুব। অন্যদিকে শাহিনের পরিবর্তে মাঠে নামবেন স্পিনার সাজিদ খান। এর আগে, সিরিজ শুরুর আগে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচ খেলার সময় ডান পায়ে অস্বস্তি অনুভব করেন শাহিন। এরপরও পার্থ ও মেলবোর্ন টেস্ট মিলিয়ে প্রায় ১০০ ওভার বোলিং করেন বাঁহাতি এই পেসার। তাই সিডনি টেস্টে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চায় না পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।   যদিও আগের দুই ম্যাচে খুব একটা দাপট দেখাতে পারেননি শাহিন। গত বছর ইনজুরি থেকে ফেরার পর তার বলের গতি অনেকটাই কমে গেছে। দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার নাসিম শাহ না থাকায় অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের বোলিং অ্যাটাকে একমাত্র আশা ছিলেন তিনি। অন্যদিকে ইমামের বাদ পড়াটা ছিল খুবই স্বাভাবিক। কারণ, পার্থ টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করলেও সিরিজের বাকি তিন ইনিংসে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এই ওপেনার। বিশেষ করে মেলবোর্ন টেস্টে অজি বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন তিনি।   পাকিস্তান পরিবর্তন আনলেও অপরিবর্তিত একাদশ নিয়েই সিডনিতে খেলবে অজিরা। এমনটাই জানিয়েছেন, অধিনায়ক প্যাট কামিন্স। এক ম্যাচ আগে সিরিজ জিতলেও সিডনি টেস্ট কোনভাবেই হারতে চায় না অজিরা। আর সিডনি টেস্ট দিয়ে লাল বলের ক্যারিয়ারে ইতি টানবেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তান একাদশ : শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক,  সালমান আলী আগা, সাজিদ খান, হাসান আলী, মির হামজা, আমির জামাল।
০২ জানুয়ারি ২০২৪, ১৭:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়