• ঢাকা সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
তুর্কি ‘শিকারি’র সেঞ্চুরি
তুর্কির জনপ্রিয় ধারাবাহিক ‘শিকারি’। বাংলা ভাষায় ডাবিং করে ধারাবাহিকটি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার প্রচার করছে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল। বৃহস্পতিবার (৯ মে) রাত ৮টায় প্রচার হবে এর শততম পর্ব। বুরকু গোর্গুন তোপটাস ও ওজলেম ইলমাজ রচিত সিরিয়ালটি পরিচালনা করেছেন বাহাদির ইন্স। নাটকের নির্বাহী প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন— বারিস আরদুস ও বুরজু বিরিচিক। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেথার তানরোয়েন, হাতিজে আসলান, লেভান্ত ইলগ্যান, বুরাক উইয়ানাক, জান্যার শাহিন, আয়তেক সায়াল, আহস্যান অ্যারোলু, ইপেক আরদ্যাম, দ্যারিয়া ব্যাজার্কা, হানদে দিলান হানজে প্রমুখ।   এটি বাংলায় ডাবিং করেছেন রাজু, নাদিরা আঞ্জুম মিমি, আহসান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, শেকানুল ইসলাম শাহি, তোফায়েল আহমেদ, অভিক সাহা, পর্ণা মিটিন্ডা কস্তা, ইরা রহমান, অনু, তানিয়া, শাকিল, জারিন ফাতেমা।
০৮ মে ২০২৪, ১৮:০০

২ টাকার বেগুন এখন হাফ সেঞ্চুরি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক মাস আগেও লড়ি ও হাজারি জাতের বেগুনের দাম মাত্র ২ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন সেই বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। কৃষিপ্রধান এলাকা আক্কেলপুরে তিন ফসলি জমির কৃষকদের বেগুনের দাম বেশি হলেও মুখে নেই হাসি। জানা গেছে, প্রতি বছর এই মৌসুমে বেগুনের দাম কম হয়, কিন্তু অব্যাহত তীব্র তাপমাত্রা ও খরার কারণে গাছে নতুন করে ফুল আসছে না। এদিকে পোকার আক্রমণ ও গাছও মরে যাচ্ছে। এতে উৎপাদন কমে গেছে, বাজারে বেগুনের চাহিদা বেশি থাকায় দাম বেড়ে গেছে। স্থানীয় কৃষকরা জানান, খরা ও তীব্র তাপদাহের কারণে এ বছর উৎপাদন খুব বেশি হয়নি। বাজারে চাহিদা প্রচুর। চাহিদা বেশি থাকায় দামও বেশি। বাজারে নিয়ে গেলে বেগুনের ক্রেতা প্রচুর। অথচ রমজান মাসে প্রতি কেজি বেগুন ২ টাকা দরে পাইকারি বিক্রি হয়েছে। বহিরাগত ব্যবসায়ীরা বাজারে এসে চাষিদের কাছে কিনে ঢাকাসহ দেশের বড় বড় সবজির বাজারে পাঠাচ্ছেন। দাম বেশি হলেও উৎপাদন কম থাকায় বিঘা প্রতি মাত্র ৪-৫ মণ করে বেগুন পাওয়া যাচ্ছে। এতে চাষিরা তেমন লাভবান হচ্ছেন না। লড়ি বেগুন তুলে কলেজ বাজার পাইকারি সবজি বাজারে নিয়ে এসেছেন উপজেলার রোয়াইর গ্রামের কৃষক নাজমুল হোসেন। তিনি বলেন, সকালে এসে দাঁড়িয়েছি বেগুনের ক্রেতা প্রচুর। বাজার শুরুর দিকে কয়েকজন ক্রেতা এসেছে ১৬শ’ থেকে ১৮শ’ টাকা পর্যন্ত দাম হাকাচ্ছেন। বেগুনের দাম ভালো কিন্তু উৎপাদন খারাপ ও গাছে পোকার আক্রমণ বেশি। কৃষক নাজমুল হক আরও বলেন, রমজান মাসে বেগুন বিক্রি করে মজুরির টাকা ওঠেনি। এখন দাম ভালো। কিন্তু লাভ কী? ফলন কম, গাছ মরে যাচ্ছে। বিঘা প্রতি ৭ মণ বেগুন হওয়া কষ্টকর। প্রতি বিঘা বেগুন চাষাবাদ করতে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। কলেজ বাজারের পাইকারি বেগুন ক্রেতা মো. ফারুক হোসেন বলেন, আমি হাজারি বেগুন ১৬শ’ থেকে ১৮শ’ টাকা মণ কিনেছি। নরমাল (লড়ি) বেগুন প্রতি মণ ১৪শ’ থেকে ১৬শ’ টাকায়। রমজান মাসে বেগুনের আমদানি বেশি হওয়ায় ৬০ থেকে ৭০ মণ বেগুন কিনেছি। বর্তমানে আমদানি কম থাকায় ২০ মণ বেগুনও কেনা যাচ্ছে না। এসব বেগুন ঢাকার কারওয়ান বাজারে পাঠাবো। রুকিন্দীপুর ইউপির সাবেক সদস্য দিলিপ কুমার বলেন, আমি বাজারে ৪ মণ বেগুন এনেছি। উচ্চ ফলনশীল বেগুন প্রতি মন ১৮শ’ থেকে ২ হাজার টাকাতেও বিক্রি হচ্ছে। আমি প্রতি বছর প্রচুর বেগুন চাষ করি। কিন্তু এ বছর খরার জন্য বেগুনের গাছে ফুল ফুটছে না, এতে ফলনও কম। রমজানে বেগুনের দাম কম ছিল এখন বেশি। ফলন বেশি থাকলে আমরা কৃষকরা লাভবান হতাম। আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। ওই তাপদাহে মাঠে ধানসহ অন্যান্য ফসল হুমকির মুখে পড়েছে। আমরা প্রত্যেক কৃষককে বিশেষ করে ধান ও সবজি চাষিদের সেচ ব্যবহারের পরামর্শ প্রদান করছি। ধানখেতে কমপক্ষে ৩-৪ ইঞ্চি পানি ধরে রাখাসহ সবজির খেতে নিয়মিত সেচ দেওয়া হলে উৎপাদন ব্যহত হওয়া থেকে কিছুটা রক্ষা পাবে।
০৪ মে ২০২৪, ১৫:৩৩

৫৮ মাস পর সাকিবের ঝোড়ো সেঞ্চুরি
২০১৯ বিশ্বকাপে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছিলেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। সেই আসরে দুটি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। এরপর থেকে বেশ কয়েকবার সেঞ্চুরির কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে সাকিবকে। তবে অবশেষে ৫৮ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার (৩ মে) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে এই মাইলফলক স্পর্শ করেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বাঁহাতি ব্যাটার।  লিস্ট এ’ ক্রিকেটে সব মিলিয়ে ১৭৮১ দিন-অর্থাৎ ৫৮ মাসের বেশি সময় পর তিন অঙ্কের ইনিংস খেললেন সাকিব। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সব মিলিয়ে ৫৭ ইনিংস পর শতক ছুঁলেন সাকিব। এর মধ্যে তার অর্ধশতক আছে ১৪টি। লিস্ট এ’ ক্যারিয়ারে এটি সাকিবের দশম সেঞ্চুরি। যার ৯টি আন্তর্জাতিক পর্যায়ে। স্বীকৃত ক্রিকেটে যা ১৮তম। বিকেএসপির চার নম্বর মাঠে সেঞ্চুরি করার পর অবশ্য নিজের ইনিংসটাকে আর টানতে পারেননি সাকিব। আব্দুল গাফফারের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০৭ রান করে। সাকিব ৭৯ বলে ১০৭ রানের ইনিংসে ৯টি চার ও ছক্কা মারেন ৭টি। পাঁচ নম্বরে নেমে সব মিলিয়ে ৯৬ মিনিট ব্যাটিং করেন দেশসেরা। এই ক্রিকেটার। এর আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
০৩ মে ২০২৪, ১৩:১০

৫০৪তম ম্যাচে নারাইনের প্রথম সেঞ্চুরি
ক্যারিয়ারের ৫০৪তম ম্যাচে নিজের শতকের দেখা পেয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিন।  মঙ্গলবার (১৬ এপ্রিল) ইডেন গার্ডেনসে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি। এদিন ৫৬ বলে ১০৯ রানের ইনিংসে ১৩টি চার আর ৬টি ছক্কা হাঁকান নারিন। রান করেছেন ১৮৭.৭৫ স্ট্রাইকরেটে। ইডেন গার্ডেনে কলকাতার কোনো ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি। নারিনের সেঞ্চুরিতে ভর করেই ৬ উইকেটে ২২৩ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ জিততে হলে রাজস্থান রয়্যালসকে করতে হবে ২২৪। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের আভেশ খান আর কুলদ্বীপ সেন নিয়েছেন দুটি করে উইকেট।  
১৬ এপ্রিল ২০২৪, ২২:৪৫

আইপিএল-২০২৪ / হেডের সেঞ্চুরি ও রেকর্ডের ম্যাচে বেঙ্গালুরুর হার
ট্রাভিস হেড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার বিজয়কুমার ভৈশাখের ফুল লেংথের বলটি ওয়াইড লং অন দিয়ে মারলেন চার। সঠিক ক্যালকুলেশনে গরম মেজাজে হেড ব্যাট করলেও  ঠান্ডা মেজাজে হেলমেট খুলে রাখলেন ব্যাটের হাতলের ওপর। ঠিক যেন ক্রিস গেইল। আর এভাবেই  উদ্‌যাপন করলেন সেঞ্চুরি । আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম তার ৩৯ বলের এই সেঞ্চুরি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে যা ছিল দ্রুততম। ৪১ বলে ৮ ছক্কা, ৯ চারে ১০২ রান করে পরের ওভারে আউট হলেন হেড। তারপরেও  ভেঙেছেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি। এরপর হাইনরিখ ক্লাসেনের ৩১ বলে ৬৭ এবং এইডেন মার্করাম (১৭ বলে ৩২) ও আবদুল সামাদের (১০ বলে ৩৭) দুটি অপরাজিত ‘ক্যামিও’ ইনিংসে ভর করে নিজেদের রেকর্ডই ভাঙে সানরাইজার্স। আইপিএলে এর আগে গত ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩ উইকেটে ২৭৭ রান তুলে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল সানরাইজার্স। নিজেদের গড়া সে রেকর্ড নতুন করে লিখল তারা। ৩ উইকেটে ২৮৭ রান—আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ল সানরাইজার্স। শুরুতে ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বেঙ্গালুরু। ২০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান তুলেছে ফাফ ডু প্লেসির দল। সানরাইজার্স  জিতেছে ২৫ রানে। ফলে ৬ ম্যাচে মোট ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এল সানরাইজার্স। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে পড়ে গেল বেঙ্গালুরু। ৬.২ ওভারে ওপেনিং জুটি ভাঙার আগে ৮০ রান তুলে বেঙ্গালুরু। মায়াঙ্ক মারকান্দের বলে আউট হন ২০ বলে ৪২ রান করা বেঙ্গালুরু ওপেনার বিরাট কোহলি। এরপর বেঙ্গালুরুর রানের গতি কমে যায়, ১০ ওভারের মধ্যে উইকেটও পড়ে যায় আরও চারটি। রান পাননি উইল জ্যাকস, রজত পাতিদার ও সৌরভ চৌহানরা । আউট হন ৪ ছক্কা ও ৭ চারে ২৮ বলে ৬২ রান করা ডু প্লেসিও। ষষ্ঠ উইকেটে ২৫ বলে ৫৯ রানের জুটি গড়ে চেষ্টা করেছিলেন মহীপাল লোমরোর ও দিনেশ কার্তিক।  ১৫তম ওভারে ভাঙে এই জুটি। পরে ওই ওভার শেষে জয়ের জন্য শেষ ৩০ বলে ১০১ রানের লক্ষ্য ছিল বেঙ্গালুরুর সামনে। এরপর একাই লড়তে হয়েছে  কার্তিককে। তিনি ওভারে চার ছক্কা, অর্থাৎ ১৭তম ওভারে দুটি ছক্কা, ১৮তম ও ১৯তম ওভারে একটি করে ছক্কা মেরেছেন কার্তিক। ১৯তম ওভারে চার-ছক্কাসহ ১৪ রান তোলার পর পঞ্চম বলে আউট হন কার্তিক। ৭ ছক্কা ও ৫ চারে সাজানো কার্তিকের ৩৫ বলে ৮৩ রানের ইনিংস বেঙ্গালুরু সমর্থকেরা মনে থাকার মত। চার-ছক্কার বৃষ্টিতে মোট ৫৪৯ রানের এই ম্যাচও স্মরনীয় হয়ে থাকবে দর্শকের কাছে। টি–টোয়েন্টিতে এক ম্যাচে দুই দলের ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। ফলে এবারের আইপিএল এরই মধ্যে স্মরণীয় হয়ে গেল। আইপিএলের ইতিহাসে এবারই দেখো গেল সর্বোচ্চ তিনটি দলীয় সংগ্রহ। সংক্ষিপ্ত স্কোর: সানরাইজার্স হায়দরাবাদ: ২০ ওভারে ২৮৭/৩ (হেড ১০২, ক্লাসেন ৬৭, সামাদ ৩৭*, অভিষেক ৩৪, মার্করাম ৩২*; ফার্গুসন ২/৫২, টপলি ১/৬৮, উইল ০/৩২, দয়াল ০/৫১) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২০ ওভারে ২৬২ /৭ (কার্তিক ৮৩, ডু প্লেসি ৬২, কোহলি ৪২, লোমরোর ১৯, পাতিদার ৯, উইল ৭; কামিন্স ৩/৪৩, মায়াঙ্ক ২/৪৬, ভুবনেশ্বর ০/৬০, নটরাজন ১/৪৭) ফল: সানরাইজার্স ২৫ রানে জয়ী।
১৬ এপ্রিল ২০২৪, ০১:০৪

সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেটে হেরেছে টাইগাররা। ম্যাচ হারলেও এই ম্যাচ দিয়ে দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে একশ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। শুক্রবার (১৫ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৮৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি সফরকারীদের। শরিফুলের জোড়া আঘাতে ৫০ রানের আগেই ৩ উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় উইকেট গিয়েছিল তাসকিনের ভাগ্যে। ইনফর্ম কুশাল মেন্ডিসকে ফেরান এই পেসার।  পিচে এসেই ব্যাট চলাতে থাকেন কুশাল। তানজিম সাকিবের দুই ওভারে ২২ রান নিয়ে চাপ তৈরি করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা। তখনই উইকেট শিকার করেন তাসকিন। তার বাইরে বেরিয়ে যাওয়া বল আলতোভাবে স্পর্শ করেছিল কুশাল মেন্ডিসের ব্যাট। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম।  শেষ দিকে সেঞ্চুরির পথে থাকা চারিথ আসালাঙ্কাকে ফেরান তাসকিন। ৯১ রানে তাসকিনের বলে আবারও উইকেটের পেছনে চলে যায় ক্যাচ। রিভিউ নিয়ে উইকেট পান তাসকিন। এরই মাধ্যমে পূরণ হয় ওয়ানডে ক্রিকেটে তার একশত উইকেট।  তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। ৩১৭ উইকেট নিয়ে সবার শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান (৩১৭)। এরপর যথাক্রমে মাশরাফি বিন মোর্ত্তজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মোস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদী হাসান মিরাজ (১০৩)। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
১৫ মার্চ ২০২৪, ২৩:২৭

সেঞ্চুরি হাঁকিয়ে বিখ্যাত ‘এমজি’ গাড়ি উপহার পাচ্ছেন বাবর
পিএসএলের নবম আসরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। অধিনায়কের ব্যাটিং নৈপুণ্যে এই ম্যাচে ৮ রানের জয় পেয়েছে পেশোয়ার জালমি। বাবরের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে দামি একটি গাড়ি উপহারের ঘোষণা দিয়েছেন দলটির মালিক জাভেদ আফ্রিদি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন বাবর। ৬৩ বলের ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো। আর তাতে ভর করে তার দল পেশোয়ার জালমি ৫ উইকেটে ২০১ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়।  ম্যাচটি ৮ রানে জিতে নেয় পেশোয়ার। ব্যাট হাতে ৩৯ বলে ফিফটি তুলে নেওয়ার পর ৩ অঙ্কে পৌঁছাতে বাবর খেলেছেন ৫৯ বল। অর্থাৎ পরের ফিফটি এসেছে মাত্র ২০ বলে। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।   নিজের এক্স একাউন্টে এক পোস্টের মাধ্যমে বাবরকে ‘এমজি এইচএস’ একটি গাড়ি ঘোষণা দেন পেশোয়ারের মালিক। সেখানে জাভেদ লেখেন, ‘বাবর আজমের জন্য এমজি উপহার। পাকিস্তানে তৈরি হওয়া এমজি অ্যাসেঞ্জ প্রথম ব্যক্তি হিসেবে চালাবেন তিনি। পিএসএলে এ নিয়ে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন বাবর। এর আগে গত বছর কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে শতক হাঁকান তিনি। গতকাল বাবর প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন।  তরুণ ব্যাটার সাইম আইয়ুবকে নিয়ে ওপেনিং জুটিতে ৭৭ রান তোলেন বাবর। এরপর আসিফ আলীর সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিতেও আসে ঠিক ৭৭ রান। বাবর শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে ২০০ পার করান। 
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪

রেকর্ডগড়া সেঞ্চুরি যাকে উৎসর্গ করলেন তামিম
ডু অর ডাই ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দরনগরীর দলটির এমন জয়ের দিনে রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় অবদান রেখেছেন তানজিদ হাসান তামিম। ১১৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তরুণ এই ওপেনার।  এদিন বিপিএলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস খেলেন তামিম। আগের ম্যাচে ৭০ রানের পর এবার ১১৬ রানে মারকাটারি ইনিংস খেলেন তিনি। ৮ চারের পাশাপাশি ৮ ছক্কায় সাজান অতিমানবীয় এই ইনিংস। বিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার দিনে রান সংগ্রাহকদের শীর্ষস্থানও দখলে নিয়েছেন তিনি। রেকর্ড সেঞ্চুরির পথে তামিম রান সংগ্রাহকদের শীর্ষস্থানও নিজের করে নিয়েছেন। এই ম্যাচ শেষে ১১ ইনিংসে তার নামের পাশে চলতি বিপিএলে ৩৮২ রান যোগ হয়েছে।  নিজের এমন সেঞ্চুরি ভাগ্নেকে উৎসর্গ করেছেন তরুণ এই ওপেনার। তার ভাষ্য, আমার ছোট একটা ভাগ্নে আছে। সবসময় ওর সঙ্গে কথা হয়, ম্যাচের আগের দিন মাঠে আসার আগেও। ৬ বললে ৬ দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই। তামিম যোগ করেন, এর আগেও আমি বলছি যে জিনিসটা নিয়ে আমি ভাবি না। আমি চেষ্টা করি দলের জন্য, আমার নিজের সেরাটার দেওয়ার। আমি শুধু আমার জোনের জন্য অপেক্ষা করছিলাম। প্রথমে আমাদের একটা-দুইটা উইকেট পড়ে গিয়েছিল। আমি আর ব্রুস চেষ্টা করেছি সেখান থেকে একটা জুটি গড়ার। আমরা দুইজন ভালোভাবে করতে পেরেছি। আমি সবসময় অপেক্ষা করেছি বাজে বলের জন্য। আমার জোনে যেটা ছিল সেটাতে শট খেলেছি।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭

সেঞ্চুরি করে যেসব রেকর্ডে ভাগ বসালেন তানজিদ তামিম
চলমান বিপিএল ও টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন তাওহীদ হৃদয় এবং এরপর সেঞ্চুরি করেন উইল জ্যাক। এবার তাদের পাশে নাম লেখালেন তানজিদ হাসান তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। এতে বেশ কয়েকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন জুনিয়র তামিম। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে দুর্দান্ত শুরু এনে দেয় তানজিদ হাসান তামিম। ৫৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। ৬৫ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।  সামগ্রিকভাবে বিপিএলে এটি পঞ্চম সর্বোচ্চ স্কোর। সমান ১১৬ রানের ইনিংস খেলেছেন আরও দুজন। ক্রিস গেইল ও লেন্ডন সিমন্সের আছে ১১৬ রানের ইনিংস।  বিপিএলের দশ আসরে মধ্যে এটি দেশি ক্রিকেটারদের মাঝে তৃতীয় সর্বোচ্চ স্কোর। সবার ওপরে আছে টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালের অপরাজিত ১৪১ রানের ইনিংস। এরপরেই আছে সাব্বির রহমানের ১২২ রান।  চলমান বিপিএলে এটাই সর্বোচ্চ স্কোর। ছাড়িয়ে গিয়েছেন উইল জ্যাকস ও তাওহিদ হৃদয়ের ১০৮ রানের ইনিংস। বিপিএলের ইতিহাসে চট্টগ্রামের মাঠে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। বিপিএলের আগের নয় আসর এবং চলতি বিপিএলে তামিম, হৃদয় ও উইল জ্যাকের শতক রানে  মোট ৩২ টি সেঞ্চুরি হয়েছে। যেখানে পাঁচটি সেঞ্চুরির মালিক ক্যারিবিয়ান তরকা ক্রিকেটার ক্রিস গেইল।  জনসন চালর্স ও তামিম ইকবালের রয়েছে দুটি করে শতক রানের ইনিংস। তা ছাড়া বাকি সবার একটি করে সেঞ্চুরি রয়েছে। তাই ষষ্ঠ বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করে গেইলদের পাশেও বসেছেন জুনিয়র তামিম।    
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪

গেইল-তামিমের পর মুশফিকের ছক্কার সেঞ্চুরি
তামিম ইকবালের পর দেশি দ্বিতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার (১৭ ফেব্রুয়ারি) চলতি বিপিএলে ৩৫তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১০০ ছক্কা পূর্ণ করেন ফরচুন বরিশালের হয়ে খেলতে নামা মুশফিক। এ ম্যাচে তিনটি করে চার-ছক্কায় ৩২ বলে ৫২ রান করেন তিনি। এই ইনিংসের সুবাদে বিপিএলের ইতিহাসে তৃতীয় ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১০০ ছক্কার মালিক হন মুশফিক। মুশফিকের আগে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও তামিম। এবারের আসরে বরিশালের হয়েই খেলছেন তামিম। গত ১৪ ফেব্রুয়ারিতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলার পথে বিপিএলে ১০০ ওভার বাউন্ডারি পূর্ণ করেন তামিম। ৫২ ম্যাচের ৫২ ইনিংসে বিপিএলে সর্বোচ্চ ১৪৩ ছক্কার মালিক গেইল। ৯৮ ম্যাচের ৯৭ ইনিংসে ১০৩ ছক্কায় এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন তামিম। ১১৫ ইনিংসে ১০০ ছক্কা নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন মুশফিক।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়