• ঢাকা সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
মুরগির ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় মামলা হচ্ছে : প্রধান বিচারপতি
মানুষ এখন মুরগি ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় মামলা করে। ছোট ঘটনাগুলো মীমাংসার মধ্যদিয়ে মামলার জট ও সময়ক্ষেপণ কমানো সম্ভব বলে মনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার (২২ মে) দুপুরে লালমনিরহাটে ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।  জেলায় জেলায় আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষদের জন্য ‘ন্যায় কুঞ্জ’ তৈরি করা হচ্ছে। মামলার জটের সমস্যা সমাধান করতে সরকার কাজ করছে বলে সকলকে আশ্বস্ত করেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর, আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলাম, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমানের, জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমসহ অনেকে।
২২ মে ২০২৪, ১৮:২৯

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই তৈরির রেসিপি
বড় থেকে ছোট, সবারই পছন্দের তালিকায় থাকে চিকেন ফ্রাই। তবে সব সময় দোকানের চিকেন ফ্রাই খাওয়া উচিত নয়, তাই অনেকে আছেন যারা বাড়িতেই বানিয়ে ফেলতে চান চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বানানোর সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও দোকানের মত মুচমুচে ভাজা চিকেন কিছুতেই তৈরি করা যায় না। কিন্তু কেন? আসলে দোকানে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এমন কিছু সিক্রেট মসলা দেওয়া হয়, যা আপনি জানেন না। তাই দোকানের মত চিকেন ফ্রাই তৈরি করতে পারেন না আপনি। আজ সেই রেসিপি জেনে নিয়ে আপনিও তৈরি করতে পারেন দোকানের মত চিকেন ফ্রাই। দোকানে ব্যবহার করা ১১টি মসলা এবং তার পরিমাণ— ২/৩ টেবিল চামচ লবণ, তিন টেবিল চামচ সাদা গোলমরিচ, এক টেবিল চামচ গোল মরিচ, ১/২ টেবিল চামচ পুদিনার রস, এক টেবিল চামচ বিট লবণ, এক টেবিল চামচ সরিষা, ২ টেবিল চামচ গার্লিক সল্ট। এটি আপনি তৈরি করতে পারবেন গুঁড়ো রসুন এবং লবনের সংমিশ্রণ। ১ টেবিল চামচ আদা বাটা, ১/৩ টেবিল চামচ অরিগানো, ৪ টেবিল চামচ পাপরিকা, ১/২ টেবিল চামচ থাইম। এবার জানুন দোকানে কোন গোপন রেসিপি ব্যবহার করে— সঙ্গে সঙ্গে ভেজে ফেলা: মসলাগুলো চিকেনের সঙ্গে ব্রেডিং করার পরেই চিকেনগুলো ভাজতে দিয়ে দেওয়া হয়। ব্রেডিং করার পর যদি আপনি দেরি করেন সে ক্ষেত্রে চিকেনের ওপরের আস্তরণ আলগা হয়ে যায় এবং চিকেন খুলে যায়, ফলে চিকেন ভাজা মুচমুচে হয় না। তাপমাত্রা নির্ধারণ: দোকানে চিকেন ভাজার জন্য একটি শক্তিশালী ফ্রায়ার ব্যবহার করা হয়, যাতে চিকেন ফ্রাই বেশ মুচুমুচে হয়ে যায়। আপনার বাড়িতে প্রেসার কুকারে ৩৫০ থেকে ৩৬০° তাপমাত্রায় ১২ মিনিট চিকেনগুলো যদি ভেজে নিতে পারেন তাহলে খুব সহজে দোকানের মত চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। ভাজার পর পরিবেশের নয়: দোকানে কিন্তু চিকেন ভাজার পরেই পরিবেশন করে দেয় না। চিকেন ভাজার পর প্রায় ২০ মিনিট ১৭৫ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় চিকেন গুলি রাখা থাকে ওভেনে। এতে চিকেনের ভেতরটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং বাইরেটা হয়ে থাকে মুচমুচে।
২১ মে ২০২৪, ১৪:২৯

প্রথমবারের মতো ওয়েব সিরিজে তাহসান, সঙ্গী মিথিলা
বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন তাহসান খান। প্রত্যাবর্তন হচ্ছে আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজ দিয়ে। আর এর মাধ্যমেই প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন এই অভিনেতা। ‘বাজি’ ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। এতে তার বিপরীতে থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এই জুটি।  এ প্রসঙ্গে তাহসান খান বলেন, অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম। নির্মাতা আরিফুর রহমান বলেন,  ক্রিকেট নিয়েই ‘বাজি’ ওয়েব সিরিজের গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেটের গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্বও সেরেছেন তাহসান-মিথিলা। পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক। সব ঠিক থাকলে সাত পর্বের এই ওয়েব সিরিজটি আসন্ন ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
২১ মে ২০২৪, ১০:৪৫

‘নিপুণের মতো লজ্জাহীন মহিলা জীবনে দেখিনি’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটি গত ২ মার্চ (শনিবার) চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করে। এরপর নতুন কমিটি দায়িত্ব নিয়ে সম্প্রতি তার সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই চিত্রনায়ক। জায়েদ খান বলেন, আমার সঙ্গে চিত্রনায়িকা নিপুণের কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তবে আমার মনে হয়, তার মানসিক ঝামেলা রয়েছে। তা না হলে এমনটা কেন করবেন?  তিনি আরও বলেন, শুধুমাত্র শিল্পী সমিতির চেয়ারের জন্য কিংবা ক্ষমতা দেখানোর জন্য কেউ এমন করে? এমন লজ্জাহীন মহিলা আমি জীবনে দেখিনি।  এ সময় এই চিত্রনায়ক বলেন, একজন অভিনয়শিল্পী কখনো এত জঘন্য হতে পারে না। এমন শিল্পীর কারণে সব শিল্পীদের বদনাম হচ্ছে।  প্রসঙ্গত, এর আগে শনিবার (১৮ মে) জায়েদ খানকে এক চিঠির মাধ্যমে তার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। রোববার (১৯ মে) সেই চিঠি হাতে পান এই চিত্রনায়ক।
১৯ মে ২০২৪, ১৯:০১

সংঘর্ষে মৃত্যুর জেরে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের গুলিতে মো. অসিকুল ভূঁইয়া নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচার দাবি জানিয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকা—খুলনা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চন্দ্রদিঘলীয়া ইউনিয়নের বাসিন্দারা।  মহাসড়ক অবরোধকালে দোষীদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলেও বিক্ষোভকারীরা সমাবেশে ঘোষণা দিয়েছে।  বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের চন্দ্রদিঘলীয়া বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে এবং বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে তারা এসব কর্মসূচী পালন করে। এ সময় মহাসড়কের ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।  এর আগে বুধবার দুপুরে নিহতের স্বজনরা ও পরাজিত প্রার্থীর বিক্ষুব্ধ সমর্থকরা গোপালগঞ্জ হাসপাতাল মর্গ থেকে অসিকুলের লাশ নিয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেচানিয়াকান্দি এলাকায় গিয়ে টায়ার জ্বালিয়ে দু’ঘণ্টা ব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এবং সেখানে অসিকুলের লাশ সামনে রেখে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।  এরও আগে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাজার এলাকায় বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন লিমন ভূঁইয়া, মেহেদী ও মো. অসিকুল ভূঁইয়াসহ ৫ জন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. অসিকুল ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।  গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানিয়েছেন, চন্দ্রদিঘলীয়ায় সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও সংঘর্ষের ঘটনায় যে অস্ত্র ব্যবহৃত হয়েছে বা যারাই অস্ত্র ব্যবহার করেছে সেগুলো পুলিশ সন্ধান করছে। অভিযোগ পেলে কাজ করতে সহজ হবে। উল্লেখ্য, গত ৮ মে অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩১ হাজার ৩৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি এম লিয়াকত আলী পান ২৯ হাজার ৮৬৪ ভোট।
১৬ মে ২০২৪, ২০:৫৪

১০৮তম বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১০৮তম বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এবার আগামী ৩০ জুন দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিক করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। এরপর দুই মাসের বেশি সময় পার করেও রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার  হস্তান্তর করা হয় র‍্যাবের কাছে।  
১৬ মে ২০২৪, ১৪:৫২

দুর্ঘটনা কমাতে ফ্রান্সে প্রচারণা- ‘নারীর মতো গাড়ি চালান’
ভিক্টিম অ্যান্ড সিটিজেন অ্যাসোসিয়েশন বলছে, সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী পুরুষেরা নারীদের চেয়ে নিরাপদ চালক৷ কিন্তু ফরাসি সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান দেখাচ্ছে ভিন্ন চিত্র৷ ফ্রান্সে গাড়ি চালানোর বিষয়ে সচেতনতা বাড়াতে একটি প্রচারণা চালানো হচ্ছে৷  ভিকতিম এ সিতোয়ে অ্যাসোসিয়েশন পুরুষদের একজন নারীর মতো গাড়ি চালানোর অনুরোধ করেছে৷ ভিকতিম এ সিতোয়ে সড়ক দুর্ঘটনা কবলিতদের সহায়তা প্রদান করার পাশাপাশি নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজও করে থাকে৷ ফ্রান্সে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী? ফরাসি সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সালে সংঘটিত ৮৪% ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চালকের আসনে ছিলেন পুরুষ৷ বার্ষিক প্রতিবেদনটিতে ৯৩% দুর্ঘটনার জন্য পুরুষদের মদ্যপানকে দায়ী করা হয়৷ পুরুষদের নিরাপদ চালক ভাবার যে সেক্সিস্ট ধারণা, সেটিকেও ভিক্টিম অ্যান্ড সিটিজেন অ্যাসোসিয়েশন প্রত্যাখ্যান করছে৷ তাদের মতে, নারীদের গাড়ি চালানোর কৌশল অবলম্বন করলে তা মানুষকে অন্তত বেঁচে থাকতে সাহায্য করবে৷ একজন নারীর মতো গাড়ি চালান! স্লোগানে প্রচারণাটি অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি শহরের পাতাল রেলস্টেশন ও ডিজিটাল বোর্ডেও দেখা যাচ্ছে৷
১৫ মে ২০২৪, ২৩:৫৭

পায়রা বন্দরে প্রথমবারের মতো ভিড়লো বিদেশি জাহাজ
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা সমুদ্র বন্দরে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ।  বুধবার (১৫ মে) দুপুরে বন্দরের নবনির্মিত প্রথম জেটিতে লাইমস্টোন (ছোট পাথর) নিয়ে পানামার পতাকাবাহী ‘জেন’ নামের জাহাজ নোঙর করেছে।  দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ টন লাইমস্টোন নিয়ে বাংলাদেশে আসে জাহাজটি। ইনার ও আউটার অ্যাঙ্করে লাইটারেজে করে বন্দরের জেটিতে ২৪ হাজার টন লাইমস্টোন নিয়ে নোঙর করে। ২০০ মিটার দীর্ঘ এই জাহাজটি পায়রা বন্দরের জেটিতে নোঙর করায় বন্দর কর্তৃপক্ষ ও জেটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। এ সময় তারা একে অপরকে মিষ্টিমুখ করে দিনটি স্মরণীয় করে রাখেন।  পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান বলেন, আজ পরীক্ষামূলকভাবে একটি জাহাজ বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী পায়রা বন্দর সফরে আসবেন এবং বন্দরের জেটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধন করবেন।  উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পায়রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আর ২০১৬ সালের আগস্টে বন্দরের বহিনোঙরে অপারেশন কার্যক্রম শুরু হয়। 
১৬ মে ২০২৪, ০০:৪৭

সাভারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান রাজীব 
দ্বিতীয় ধাপের নির্বাচনে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সাভার উপজেলা পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন রাজীব। এই নির্বাচনে মঞ্জুরুল আলম রাজীব ও বাংলাদেশ তরিকত ফ্রন্টের চেয়ারম্যান মুফতি মো. মেহেদী হাসান বুলবুল মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু ২৮ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বুলবুল। সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী দুজনের মধ্যে মেহেদী হাসান বুলবুল মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।’ সাভার উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশাররফ খান ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম। এ ছাড়া সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য নাদিয়া নূর তনু ও ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহ-সভাপতি মনিকা হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, আগামী ২১ মে সাভার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৩ মে ২০২৪, ১৫:২২

‘আগের মতো এই পৃথিবীতে কিছুই ভালো লাগে না’
চার দশকের সংগীতজীবন গায়ক কুমার বিশ্বজিতের। স্টুডিও ছিল তার সবচেয়ে প্রশান্তির জায়গা। আর মঞ্চই যেন ঘরবাড়ি। গান গাইতে আজ ঢাকায় তো কাল চট্টগ্রাম কিংবা রাজশাহী। কখনও আবার ইউরোপে-আমেরিকার কোনো দেশে মঞ্চ মাতিয়েই বেশ যাচ্ছিল গায়কের জীবন। এটাই ছিল তার নিত্যদিনের রুটিন।  কিন্তু গত বছরের ১৪ ফেব্রুয়ারি এক দুর্ঘটনায় পাল্টে যায় কুমার বিশ্বজিতের জীবনচিত্র। এদিন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন কুমার নিবিড়। তারপর থেকেই বাবা-মা দুজনেরই ঠিকানা কানাডার সেই সেন্ট মাইকেল হাসপাতাল। দীর্ঘ ১৪ মাস কুমার বিশ্বজিৎ ছিলেন সংগীতমঞ্চের বাইরে। একমাত্র সন্তানের অসুস্থতার পর মঞ্চের কোনো আয়োজনে দেখা যায়নি কুমার বিশ্বজিৎকে। এর মধ্যে দুবার দেশে এলেও গান থেকে দূরেই ছিলেন তিনি। ছেলের অসুস্থতার পর গান গাওয়ার প্রস্তাব পেলেও কিন্তু মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে না পারায় মঞ্চে ফেরেননি এই গায়ক। গত ১৮ এপ্রিল কয়েক সপ্তাহের জন্য ঢাকায় আসেন কুমার বিশ্বজিৎ। এবার এসে মঞ্চের বিরতি ভেঙেছেন তিনি। ঢাকার একটি মঞ্চে গাইলেন তিনি। এতদিন পর তাকে পেয়ে উদযাপনে মেতে ওঠেন দর্শক-শ্রোতারা। এবারও আসার খবর শুনে কুমার বিশ্বজিতের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন একাধিক আয়োজক প্রতিষ্ঠান।  বেশ কয়েকটি অনুষ্ঠান ফিরিয়ে দিলেও গত ২ মে সন্ধ্যায় একটি বেসরকারি ব্যাংকের আয়োজন কোনোভাবেই না করতে পারেননি কুমার বিশ্বজিৎ। স্টেজ শো শেষে দেশের এক গণমাধ্যমে নানান বিষয় নিয়ে কথা বলেন তিনি।     গায়ক বলেন, নিজের মন নিয়ন্ত্রণ করে কোনোভাবে শো’টি করেছি। মাঝেমধ্যে মনে হয়, ভালো থাকার বৃথা চেষ্টা। নিবিড়ের দুর্ঘটনার পর আমার কাছে এখন পুরো পৃথিবী বিবর্ণ মনে হয়। এখন আর আগের মতো এই পৃথিবীতে কোনো কিছুই ভালো লাগে না। তাই দেশে আসার সঙ্গে সঙ্গে কয়েকটা শো বাতিল করেছি। তিনি আরও বলেন, মনে থেকে কোনোভাবে সায় দিচ্ছিল না। আমার কাছে এখন শিল্পীর চেয়ে বাবার অস্তিত্বটা বারবার ভেসে ওঠে। মঞ্চে যখন গাইছিলাম আমি, অবচেতন মনে নিবিড়ের মুখটা ভেসে উঠছিল। স্টেজে থাকলে অনেক সময় সবকিছু ভুলে যেতে হয়। কিন্তু বাবা-সন্তানের অস্তিত্বটা এক প্রগাঢ় যে প্রতি পদে পদে অনুভব করেছি। ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনও হাসপাতালে থাকতে হচ্ছে।
১১ মে ২০২৪, ১৬:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়