• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
বয়স্ক-শিশুদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা আরও ১ সপ্তাহ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি। আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। সেইসঙ্গে বয়স্ক ও শিশুরা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি। শনিবার (২০ এপ্রিল) দুপুরে সাভার সিআরপি নার্সিং কলেজের ভবন উদ্বোধনী আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল বলেন, আমাদের কিছু নির্দেশনা আছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো সব জায়গায় দেওয়া হবে। আর বাকি নির্দেশনাগুলো আজকেই চলে যাবে। স্কুলও বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া আমার প্রথম চ্যালেঞ্জ। প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সকে, কমিউনিটি ক্লিনিককে উন্নত করতে হবে যেন সাধারণ মানুষ গ্রামেই চিকিৎসা পান। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভবনে অগ্নিকাণ্ড সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়টি আমরা তদন্ত করতে বলেছি। আজকেই তদন্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর, সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০ এপ্রিল ২০২৪, ২০:০৪

কুমিল্লায় কেন্দ্রের বাইরে সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধ
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে কেন্দ্রের বাইরে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ছয়জন আহত হয়েছে।  শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের মুন্সি এম. আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থিত জহিরুল আহমেদ ও তুহিন নামের দুই ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা।  এদিকে দুপুর ১২টায় ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া এলাকায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়। আহতদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এর মধ্যে গুরুতর আহত তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।  এ ঘটনায় আহত জহির বলেন, ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছু সন্ত্রাসী তাকে গুলি করে।   এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বিষয়গুলো জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
০৯ মার্চ ২০২৪, ১৬:৪৬

'চিকিৎসা ক্ষেত্রে প্রতি বছর দেশের বাইরে চলে যাচ্ছে ৫০০ কোটি ডলার'
চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রতি বছর দেশ থেকে ৫০০ কোটি ডলার বিদেশে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’ এর আহবায়ক ও পিএইচএ ট্রাস্টি ডা. বাশার এম আতিকুজ্জামান। রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’ এর মূল পর্বের সমাপনী দিনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।  প্রসঙ্গত, এই প্রথমবারের দেশে অনুষ্ঠিত হয়েছে পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুধু বাংলাদেশে নয়; দক্ষিণ এশিয়াতেই এই প্রথম। দুই হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিক্যাল শিক্ষার্থী অংশ নিয়েছেন ৯ দিনের এই সম্মেলনে। সংবাদ সম্মেলনে ডা. বাশার এম আতিকুজ্জামান বলেছেন, ‘চিকিৎসা সেবার ক্ষেত্রে বছরে ৫০০ কোটি ডলারের মতো দেশের বাইরে চলে যায়। আমাদের অন্যতম দায়িত্ব হলো টেকনোলজির উন্নয়ন, ডাক্তারদের প্রশিক্ষণ ও নতুন সার্ভিস লাইন শুরুর মাধ্যমে এই অপচয়টা রোধ করা। স্বাস্থ্য সেবার যে বিষয়গুলো দেশে হচ্ছে না, যেসব কারণে রোগীদের দেশের বাইরে যেতে হচ্ছে, সেগুলো যাতে দেশে করা যায় আমরা সেই দিকে গুরুত্ব দিচ্ছি। আমরা চাচ্ছি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করতে, যাতে তারা দেশের মানুষের জন্য কাজে আসতে পারেন।’  তিনি বলেন, আমাদের (পিএইচএ) কাজ হলো নলেজ এবং টেকনোলজি ট্রান্সফার করা, একজন আরেকজনের কাছ থেকে শেখা, এবং বিশ্বায়নের যুগে একজন আরেকজনকে সাহায্য করা।  সামিটের প্রাপ্তি সম্পর্কে আহ্বায়ক বলেন, আমি মনে করি, আমাদের যে লক্ষ্য, তার চেয়ে বেশি মাত্রায় এই সামিট সফল হয়েছে। আমাদের লক্ষ্য ছিলো এক হাজার ডাক্তারকে যুক্ত করা। সেখানে দুই হাজার ডাক্তার যুক্ত হয়েছেন। আমরা একটা কালচারাল চেঞ্জ আনতে চাচ্ছি। আমাদের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড়। সেই স্বপ্নের জন্য কাজ করতে চাই। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারপারসন ও ট্রাস্টি ডা. তাসবিরুল ইসলাম, পিএইচএ ট্রাস্টি ডা. নাসের খান, ডা. মো. জাকের উল্লাহ, ডা. চৌধুরী এইচ আহসান, ডা. শাকিল ফরিদ, ওমর শরীফ প্রমুখ। প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারপারসন ও ট্রাস্টি ডা. তাসবিরুল ইসলাম বলেন, এ ধরনের সম্মেলন বাংলাদেশ কেন, দক্ষিণ এশিয়াতেও হয়নি। আমাদের এই কনফারেন্সের আগে ঢাকার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১৬টা কোর্স করিয়েছি। আমার ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৩ ফেব্রুয়ারি পযর্ন্ত এসব কোর্স করিয়েছি। ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি আবার সামিট পরবর্তী দুই দিনের কোর্স করানো হবে। তিনি বলেন, ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে কোর্স করতে এসেছেন। এই তিন দেশে কোর্সটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। রেজিস্ট্রেশন করেও যারা আসতে পারেননি না তারা ভার্চুয়ালি কোর্সটি করেছেন। এই কোর্সটি বাংলাদেশের জন্য অনেক বড় এচিভমেন্ট। যারা এসেছিলেন তারা বাংলাদেশে আতিথেয়তায় মুগ্ধ। আমরা প্রতিবছরই এরকম কনফারেন্সের আয়োজন করব। এছাড়া মাঝে মাঝে ঢাকার বাইরে দিনব্যাপী প্রশিক্ষণ করাব। নভেম্বরে আমরা চট্টগ্রামে একদিনের প্রশিক্ষণ আয়োজন করব। খুলনাতে এবং বরিশালেও আমাদের প্রশিক্ষণ আয়োজন করার পরিকল্পনা আছে। আমরা চাচ্ছি বিকেন্দ্রীকরণ করতে।  পিএইচএ ট্রাস্টি ডা. নাসের খান বলেন, ‘আমরা সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের সঙ্গে বাংলাদেশের অনেক নামকরা প্রফেসর যুক্ত আছেন। তাদের পরামর্শ নিয়েই আমরা প্রতিটা পদক্ষেপ নিই। হেলথ কেয়ারে যারা যুক্ত আছেন নার্স-টেকনিশিয়ান বা যেকোনো পর্যায়ের কর্মকর্তারা, তাদের ট্রেনিং ও জ্ঞান আমরা অন্তর্ভুক্ত করতে চাই। আমরা শুধু বিদেশি নলেজ এদেশে নিয়ে আসব তা নয়, বাংলাদেশি ডাক্তারদের অগ্রগতিও আমরা বিশ্বদরবারে তুলে ধরতে চাই।’ 
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৩

কাবিলার বাইরে গিয়ে কেউ চিন্তা করলে আমি কাজ করব : পলাশ
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের বহুল জনপ্রিয় চরিত্র কাবিলা। চরিত্রটিতে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পান জিয়াউল হক পলাশ। এরপর থেকে কাবিলা নামেই পরিচিত হয়ে ওঠেন। ভক্তদের ভালোবাসা অর্জনের পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিনি।  এবার অভিনেতা জানালেন, কাবিলার বাইরে গিয়ে কেউ চিন্তা করলে তার সঙ্গেই কাজ করবেন পলাশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘অসময়’। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।   এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন ‘অসময়’র অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সেখানে গণমাধ্যমে এই সিনেমাসহ নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন পলাশ। এসময় তিনি জানান, যে কাবিলার বাইরে গিয়ে চিন্তা করতে পারবে আমি তার সঙ্গেই কাজ করব।  পলাশ বলেন, অমি ভাইয়ের বাইরেও তো আমি কাজ করেছি। কিন্তু আপনারা সবসময় বলেন আমি নাকি অমি ভাই ছাড়া কাজই করি না। আসলে কেউ যদি আমাকে অমি ভাইয়ের বাইরে গিয়ে চিন্তা করে তাহলে তার সঙ্গে কাজটা করতে আমার ভালো লাগে। সামনে আরও দুই-তিন জনের সঙ্গে কাজ আছে।    অভিনেতা আরও বলেন, আমার কাছে বিষয়টা হলো— অমি ভাইয়ের বাইরে গিয়ে যে চিন্তা করবে তাকে আমার ভালো লাগবে। যেমন— অমি ভাইয়ের কাবিলা চরিত্রটি। এখন সবাই যদি বলে সব চরিত্রে নোয়াখালীর ভাষাতেই কথা বলবেন, তাহলে তো আর আলাদা হলাম না। তখন শুধু কাবিলা দেখার জন্য মানুষ আর অপেক্ষা করবে না। যে টিভি খুললেই তো ওকে দেখা যায়। সো আমি তো সেটা করতে চাই না। যে কাবিলার বাইরে গিয়ে চিন্তা করতে পারবে আমি তার সঙ্গেই কাজ করব।  প্রসঙ্গত, ‘অসময়’-এ পলাশ ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, ফারিণ, শাহেদ আলী, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ্বত দত্ত প্রমুখ।
১৯ জানুয়ারি ২০২৪, ১৫:০৮

এখনও অসুস্থ রাজ্য, চিকিৎসার জন্য দেশের বাইরে পরীমণি
রাস্তার ফল খেয়ে ছেলে রাজ্য এবং পরিবারের সদস্যদের নিয়ে বেশ অসুস্থ হয়ে পড়েন পরীমণি। ভর্তি হন হাসপাতালে। বর্তমানে নায়িকার পরিবারের সদস্যরা সুস্থ হলেও এখনও অসুস্থ রাজ্য। শারীরিকভাবে সুস্থ নন পরীমণি নিজেও। তাই এবার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন এই নায়িকা। ঢাকার এভারকেয়ার হাসপাতালে টানা সাত দিন থাকার পরও সুস্থ না হওয়ায় ছেলেকে নিয়ে ভারতে গেছেন পরীমণি।    বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী।  জানা গেছে, গেল সপ্তাহে ছেলে রাজ্যকে সঙ্গে নিয়ে নানার বাড়ি ঘুরতে গিয়েছিলেন পরীমণি। সেখান থেকে ঢাকায় ফেরার পথে রাস্তায় ফল কিনে খান রাজ্য, পরীমণি, পরিবারের সদস্যরাসহ চিত্রনায়িকার গাড়ি চালক। আর এতেই বাঁধে বিপত্তি। ফলগুলো খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তারা।  পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তারা। অসুস্থ হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন পরীমণি। পাশাপাশি রাস্তার ফল কিনে খাওয়ার ব্যাপারে সবাইকে সাবধানও করেন এই নায়িকা। গত ১১ জানুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ নায়িকা। ফেসবুকের স্ট্যাটাসে পরীমণি লিখেছিলেন, ‘শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এতো ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হাসপাতালে।’ প্রসঙ্গত, স্বামী রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। কাজের বাইরে পুরো সময়টা ছেলেকেই দেন এই নায়িকা। রাজ্যর বাবা-মা বলতে এখন পরীমণিই। সংসার ভাঙার পর থেকে ছেলের দেখাশুনা একাই করছেন তিনি।
১৮ জানুয়ারি ২০২৪, ১৩:৩৮

‘বাইরে থেকে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল’
বাইরে থেকে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে আবারও অভিযোগ করেছে রাশিয়া। শুক্রবার (১২ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এই অভিযোগ করেন। বিবৃতিটি ঢাকায় রাশিয়া দূতাবাস তার ফেরিভায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছে। বিবৃতিতে মারিয়া জাখারোভা বলেছেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে আমরা অভিনন্দন জানাতে চাই। কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত ছিল। তবে বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। আমরা গত বছরের ২২ নভেম্বর এবং ১৫ ডিসেম্বর বিষয়টি উল্লেখ করেছি’। এর আগে গত ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিরূদ্ধে বাংলাদেশে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনে রাশিয়া। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী আন্দোলন পরিকল্পনা নিয়ে বৈঠক করেছিলেন—এমন অভিযোগও তুলেছিল রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র তা নাকচ করে। মারিয়া জাখারোভা বলেন, রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের ওই নির্বাচনের বৈধতা ও গৃহীত মান পূরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ। তিনি আরও বলেন, গত ১১ জানুয়ারি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়। শেখ হাসিনা আগেও এই পদে ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ান ফেডারেশন সরকারের চেয়ারম্যান মিখাইল মিশুস্টিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
১২ জানুয়ারি ২০২৪, ২৩:২৪

ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, পিস্তল উঁচিয়ে গুলি
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের খুলশী এলাকায় পাহাড়তলী কলেজের ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়। রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজন হলেন—শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম ও নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘাতের একপর্যায়ে ছাত্রলীগ কর্মী শামীম প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়েন। তিনি স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর কর্মী বলে জানা গেছ। গোলাগুলি-সংঘর্ষের পর কিছুটা আতঙ্ক বিরাজ করায় ভোটার উপস্থিতি কমে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ জানান, কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তাদের গোলাগুলিতে দুজন আহত হয়েছেন। পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল (১৩, ১৪ ও ২৪, ২৫ নম্বর ওয়ার্ড) বলেন, আমি কন্ট্রোল রুমে আছি। প্রিসাইডিং কর্মকর্তা থেকে শুনেছি, ঘটনাটি ৬৭ নম্বর কেন্দ্রের বাইরে ঘটেছে। ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৬:৩২

ভোটকেন্দ্রের বাইরে ভিড়, ভেতরে ফাঁকা
ময়মনসিংহ নগরীর ১১৩ নম্বর ভোটকেন্দ্র বিদ্যাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে সড়কে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষণীয়। তবে কেন্দ্রের ভেতরে ভোটারদের উপস্থিতি ছিল হাতেগোনা।  রোববার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় সরেজমিনে বিদ্যাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ অবস্থা দৃশ্যমান ছিল। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ৭৪৯টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার মনিকা পারভীন। তিনি জানান, নগরীর ১০ নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রটি নারী ভোটকেন্দ্র। এতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৩৩। সকাল থেকে ৯টি বুথে মহল্লাভিত্তিক ভাগ করে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হচ্ছে। এতে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। জানা গেছে, ময়মনসিংহ-৪ (সদর) আসনে মোট ভোটার ৬ লাখ ৫২ হাজার ৯০৭ জন। এর মধ্যে সিটি এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৭৩৮ জন এবং সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ১৬৯।  এই ভোটের বিপরীতে মোট প্রার্থী ১০ জন। তারা হলেন, নৌকা প্রতীকে মোহিত উর রহমান শান্ত (নৌকা), ট্রাক প্রতীকে আমিনুল হক শামীম (স্বতন্ত্র) দেলোয়ার হোসেন খান দুলু (স্বতন্ত্র-প্রতীক কাঁচি), আবু মো. মুসা সরকার (লাঙ্গল), পরেশ চন্দ্র মোদক (কৃষক শ্রমিক জনতা লীগ-গামছা), সেলিম খান (বাংলাদেশ সুপ্রিম পার্টি-একতারা), হামিদুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), দীপক চন্দ্র গুপ্ত (তৃণমূল বিএনপি-সোনালী আঁশ), বিশ্বজিৎ ভাদুড়ি (তরিকত ফেডারেশন- ফুলের মালা), আব্দুল মান্নান (বাংলাদেশ কংগ্রেস) ডাব প্রতীক নিয়ে ভোটে লড়ছেন।  এদিকে ভোটের পরিবেশ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল ছিল লক্ষণীয়। ফলে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ সদর আসনের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৫৩

‘নৌকার বাইরে ট্রাক-ছাতি-ঈগল কোনো মার্কা না’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নৌকার বাইরে ট্রাক, ছাতি বা ঈগল এগুলো কোনো মার্কা না। টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকা ছাড়া অন্য কোনো মার্কার অস্তিত্ব নেই। ঐতিহ্যবাহী কালিহাতীর মানুষ সারাজীবন আওয়ামী লীগ, নৌকা ও মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আসন্ন নির্বাচনেও তারা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে। শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখবে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, এই নৌকা মাওলানা ভাসানীর নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, উন্নয়নের নৌকা। কোনো ষড়যন্ত্রের দিকে না তাকিয়ে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আমরা দেখেছি অনেক বড় বড় নেতা মশাল নিয়ে আলোকিত করতে চেয়েছে, কেউ কেউ নীতি-আদর্শ বিসর্জন দিয়ে ধানের শীষ নিয়েও নির্বাচন করেছেন। কিন্তু তারা কেউই জনগণের মন জয় করতে পারেনি। দেশের শান্তি ও উন্নয়ন চাইলে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে শান্তিতে থাকতে হলে নৌকার কোনো বিকল্প নাই। ড. আব্দুর রাজ্জাক জনগণের উদ্দেশে বলেন, আপনারা হাত তুলে শপথ নিন নৌকা মার্কায় ভোট দিয়ে মোজহারুল ইসলাম তালুকদারকে এমপি নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুজ্জামান স্মৃতি ও আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা কালিহাতী পৌরসভা মেয়র নুরন্নবী সরকার, দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার, দুর্গাপূজা ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামাণিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।
০৪ জানুয়ারি ২০২৪, ২০:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়