• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
উপজেলা পরিষদ নির্বাচন / ব্যানার-বিলবোর্ডে শ্রীহীন কালিয়াকৈর, নজর নেই প্রশাসনের
আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এ নির্বাচনে বিভিন্ন বিলবোর্ডে প্রার্থীদের দেয়ালে পোস্টার লাগানো নিষেধ থাকলেও মানছেন না কোনো প্রার্থীরা। অপরদিকে বিলবোর্ড, পোস্টার অপসারণের সরকারি প্রজ্ঞাপন থাকলেও উপজেলা প্রশাসনের নেই কোনো উদ্যোগ।  শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলা চত্বরসহ বিভিন্ন মহাসড়কে এমনি চিত্র চোখে পড়ে। দেখা গেছে, ব্যানার, বিলবোর্ড আর পোস্টারে ঢাকা পড়ে সৌন্দর্য হারাচ্ছে কালিয়াকৈর শহর। এমনকি থানার ও উপজেলার প্রধান ফটকটি পর্যন্ত ঢেকে গেছে নানা প্রচারণামূলক ব্যানার, পোস্টারে। থানার সীমানাপ্রাচীর ঘেঁষেও রয়েছে অসংখ্য ব্যানার-বিলবোর্ড। অথচ এসব ব্যানার, পোস্টার অপসারণে নেই কোনো উদ্যোগ। থানার মূল ফটকসহ সীমানাপ্রাচীর ঘেঁষে কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ভর্তি, রাজনৈতিক নেতাকর্মীদের শুভেচ্ছা, উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণামূলক পোস্টার ঝুলছে।  এছাড়াও কালিয়াকৈর, সফিপুর, চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর বিলবোর্ড, পোস্টারসহ নানা নেতাকর্মীদের বিলবোর্ড লাগানো রয়েছে। তবে কালিয়াকৈর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও বিধিনিষেধ উপেক্ষা করে যত্রতত্র বিলবোর্ড-ব্যানার টানানো রয়েছে শহরে। অনেক সময় এসব বিলবোর্ডের কারণে দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ জানান, বিলবোর্ড একবার অপসারণ হয়েছে। আবার বিলবোর্ড লাগিয়েছে বিষয়টি আমার জানা নেই। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।     
১৭ মে ২০২৪, ১৬:০০

কানে প্রথম দিনেই নজর কাড়লেন ভাবনা
ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব।’ মঙ্গলবার (১৪ মে) পর্দা উঠেছে ৭৭তম এই আসরের। এই উৎসবের অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সেখানে গেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। উৎসব প্রথম দিনেই সবার নজর কেড়েছেন তিনি।   বাংলাদেশ সময় ১২ মে রাতে কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান ভাবনা। উৎসবের প্রথম দিন সিনেমা দেখেছেন তিনি। সেখানে যখন সাল দেবুসি মিলনায়তনে ‘নেপোলিয়ন’ সিনেমা উপভোগ করছিলেন, ঠিক তখনই দেশের একটি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন ভাবনা। শেয়ার করেছেন ‘কান চলচ্চিত্র উৎসব’-এর প্রথম দিনের অভিজ্ঞতা।     ভাবনার ভাষ্য, এমন মিলনায়তনে কোনো সিনেমা উপভোগ করাটা তার কাছে স্বপ্নের মতো। কোনোদিন ভাবেননি, কান চলচ্চিত্র উৎসবের মতো এত বড় আসরে যাওয়া হবে। সেখানে এবার গেলেন এবং সিনেমাও উপভোগ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সিনেমাপ্রেমীদের সঙ্গে। এদিন গাঢ় ব্লু রঙের একটি গাওন পরেছিলেন ভাবনা। এতে রয়েছে মাল্টি রংঙের কারচুপির কাজ। গাওনটির পেছনে রয়েছে একটি আচঁল। সঙ্গে হালকা মেকআপ ও হাতে পরেছিলেন ছোট ছোট অর্নামেন্টস। এমন লুকেই ক্যামেরায় পোজ দিতে দেখা যায় ভাবনাকে।  জানা গেছে, মঙ্গলবার উৎসবের প্রথম দিন সিনেমা দেখার পাশাপাশি ভারতীয় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার সেশনেও অংশ নিয়েছেন তিনি। ভাবনা বলেন, ‘সত্যিই দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। প্রথম দিন সব মিলিয়ে দারুণ কেটেছে।’ অভিনেত্রী আরও বলেন, আমার বাবা থিয়েটারের মানুষ। আমি অভিনয়শিল্পী হব, এমনটা ভাবিনি। যেন অনেকটা ‘দেখি না কী হয়’— এমনভাবেই আমার অভিনয় জগতে পা ফেলা। তবে এখন আমি একজন সু-অভিনেত্রীই হতে চাই।  মাঝেমধ্যে ভাবি, আমার অভিনয় দেখে আমাকে কি কেউ মনে রাখবে অড্রে হেপবার্নের মতো। সিংহ রাশির জাতক ভাবনার খুবই প্রিয় অভিনয়শিল্পী রোমান হলিডের অড্রে হেপবার্ন। এমনকি অভিনেত্রীর চুলের কাটেও রয়েছে সেই রাজকন্যার ছায়া।
১৫ মে ২০২৪, ১৪:০৮

সাকিবকে এক নজর দেখতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র
জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নীরব (১৩) নামের এক স্কুলছাত্র ঝলসে গেছে।  মঙ্গলবার (৭ মে) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। জানা গেছে, এদিন বিকেলে চৌদ্দগ্রামে ধোড়করা বাজারে হারলান একটি কসমেটিকসের শো-রুম উদ্বোধন করেন সাকিব আল হাসান। তাকে এক নজর দেখতে স্কুলছাত্র নীরব স্থানীয় মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় ওঠে। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নীরবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগের মেডিকেল অফিসার রবিউল হক বলেন, নীরবের বুকের ডান পাশে প্রায় ৪০ শতাংশ ঝলসে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছি। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাকিব আল হাসান আসার আগে উৎসুক জনতার সঙ্গে নীরব নামে এই স্কুলছাত্রটি একটি ভবনের দ্বিতীয় তলায় ওঠার চেষ্টা করছিল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে সে ঝলসে যায়। তার শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে গেছে।
০৭ মে ২০২৪, ১৯:৫৬

বিশ্বকাপের আগে যাদের ওপর নজর বাংলাদেশের
দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।  সিরিজের প্রথমটিতে শুক্রবার (৩ মে) চট্টগ্রামে লড়ছে টাইগাররা। তবে পুরো সিরিজেই নজর রাখছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শকরাও। পাশাপাশি দুই ক্রিকেটারের ওপর বাড়তি নজর দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। ইনজুরি কাটিয়ে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আসন্ন বৈশ্বিক মহারণের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন এই পেস অলরাউন্ডার। তবে এই সিরিজ দিয়েই তার ফিটনেসের অবস্থা পরখ করা যাবে। অন্যদিকে চলতি সিরিজ দিয়ে লাল-সবুজের জার্সিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। বিশ্বকাপে খেলতে এই সিরিজই তার কাছে নিজেকে প্রমাণের একমাত্র সুযোগ। তাই সাইফউদ্দিন এবং তামিম দুইজনের জন্যই এই সিরিজটি নিজেকে প্রমাণের বড় সুযোগ। অন্যদিকে চোটের কারণে মাঠের বাইরে আছেন ওপেনার সৌম্য সরকার। ওপেনিংয়ে তার বিকল্প হিসেবেই বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন তানজিদ তামিম। সবমিলিয়ে এই তরুণে বিশেষ নজর রাখছে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার (২ মে) সংবাদ সম্মেলনেও সাইফউদ্দিনকে নিয়ে আশার কথা জানিয়েছিলেন  বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর ভাষ্যমতে, ‘সাইফউদ্দিন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকদিন পর দলে এসেছে, ওর জন্য ভালো একটা সুযোগ। দলে লোয়ার-অর্ডার বা লোয়ার মিডল-অর্ডারে যারা ব্যাটিং করে– তাসকিন, তানজিম, সাইফউদ্দিন, রিশাদ, এমনকি শরিফুল; সবাই মোটামুটি ব্যাটিং করতে পারে। কম্বিনেশনের দিক থেকে আমরা ভালো একটা অবস্থানে আছি। সাইফউদ্দিনের জন্য অবশ্যই বড় সুযোগ, যদি ম্যাচ খেলার সুযোগ পায়। নিজের সেরাটা দিতে পারলে দলের ভালো হবে।’ বিশ্বকাপ দল প্রসঙ্গে শান্তর মন্তব্য, ‘শ্রীলঙ্কার সঙ্গে যে সিরিজ খেললাম বা এখন যে দল আছে, এখান থেকে প্রায় সবাই-ই বিশ্বকাপে যাবে; যদি সুস্থ থাকে। ২-১টা এদিক-সেদিক হতে পারে। অধিনায়ক হিসেবে আমি চাই প্রত্যেক জায়গার ক্রিকেটারদের যেন ফোকাস থাকে। ভালোভাবে প্রস্তুত হয়ে যেন বিশ্বকাপে যেতে পারি।’ উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে আছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ডালাসে নিজেদের প্রথম ম্যাচে ৭ জুন টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে শান্তর দল।
০৩ মে ২০২৪, ২১:০১

বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিন, মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী
শ্রমিকদের পরিশ্রমের মূল্যায়ন করতে মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মালিকদের বলবো বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে একটু নজর দিক, সেটাই আমি চাই। তিনি বলেন, কেউ শ্রমিকদের বঞ্চিত করলে, সে যেই হোক না কেন, তাকে আমরা ছাড়ি না, ছাড়ব না। শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে, তাদের দেখতে হবে। বুধবার (১ মে)  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।    সভায় শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যে কারখানা আপনাদের ভাত কাপড়ের ব্যবস্থা করছে তাদের দিকেও দেখতে হবে কারও প্ররোচনা বা উসকানিতে নিজের রুটি-রুজির ক্ষেত্র যেন ধ্বংস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে শ্রমিকদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কথা স্বরণ করছি যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়ে মে দিবস পালনের সুযোগ করে দিয়েছেন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে সংগ্রামের একটি দিন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দিনটিকে ‘শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিকদের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুযোগ সুবিধার জন্য আমরা ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছি। শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগের দায়িত্ব। আমাদের সবচেয়ে বড় কাজ মানুষের কল্যাণ করা, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যতবার ক্ষমতায় এসেছি ততবার মজুরি বাড়িয়েছি। তিনি বলেন, আমরা শিল্প কারখানা যেন বন্ধ না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছি। পৃথিবীর অনেক উন্নত দেশের মতো আমাদের দেশের নারীরা সমমজুরি পায়। আমাদের সময় নারী শ্রমিকদের সংখ্যা ৪৩ দশমিক ১ ভাগে বৃদ্ধি পেয়েছে। মেয়েরা সব জায়গায় কাজ করতে পারে। আমরা সেই সুযোগ তৈরি করে দিয়েছি।  
০১ মে ২০২৪, ১৮:৪০

এমভি আবদুল্লাহর ওপর সতর্ক নজর রাখছে ভারতীয় নৌবাহিনী
ভারতীয় নৌপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেছেন, সোমালি জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর ওপর ভারতীয় নৌবাহিনী সতর্ক নজর রাখছে। শনিবার (২৩ মার্চ) দেশটির রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রোববার (২৪ মার্চ) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী নিরাপদ এবং আরও সুরক্ষিত ভারত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করার জন্য ‘ইতিবাচক পদক্ষেপ’ নেবে বলে বাহিনীটির প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জানিয়েছেন। গত ১০০ দিনে দেশটির নৌবাহিনীর গৃহীত জলদস্যুতা বিরোধী এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে শনিবার তিনি একথা বলেন। অ্যাডমিরাল কুমার বলেন, ‘আপনারা যেমন জানেন, এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ হাইজ্যাক করে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে, তাই আমরা এখন এটির ওপর সতর্ক নজর রাখছি। মূলত এটিকে এখন জলদস্যু জাহাজ হিসেবে ব্যবহার করা হবে নাকি (অন্যকোনও জাহাজ ছিনতাইয়ের জন্য এটিকে) জলদস্যুদের মাদার জাহাজ হিসেবে ব্যবহার করা হবে সেদিকে নজর রাখা হচ্ছে। তাই, সোমালি জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর ওপর আরও ঘনিষ্ঠ নজরদারি করতে চলেছি আমরা।’ সামুদ্রিক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ভারতের নৌবাহিনী জলদস্যুতা বিরোধী, ক্ষেপণাস্ত্র বিরোধী এবং ড্রোন বিরোধী অভিযান পরিচালনা করেছে। সংবাদ সম্মেলনের আগে দেশটির নৌবাহিনীর কর্মকর্তার পিপিটি প্রেজেন্টেশনে দেওয়া তথ্য অনুসারে, ‘অপারেশন সংকল্প’-এর এসব অভিযানে ১১০ জনের মধ্যে ৪৫ জন ভারতীয় এবং ৬৫ জন বিদেশি নাগরিকের প্রাণ রক্ষা করা হয়েছে। প্রেজেন্টেশনে আরও উল্লেখ করা হয়, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৫৭টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলাসহ ৯০টিরও বেশি সামুদ্রিক ঘটনা ঘটেছে; এছাড়া জলদস্যুতা, ছিনতাই বা সন্দেহজনক কর্মকাণ্ডসহ ৩৯টি ঘটনা ঘটেছে। এর আগের দিন সোমালিয়ার উপকূলে সাম্প্রতিক অভিযানে ধরা পড়া ৩৫ জন জলদস্যুকে নিয়ে আইএনএস কলকাতা মুম্বাই পৌঁছায় বলে নৌবাহিনী জানিয়েছে। এই জলদস্যুদের বিরুদ্ধে ভারতীয় আইন বিশেষ করে মেরিটাইম অ্যান্টি-পাইরেসি অ্যাক্ট, ২০২২-এর অধীনে আরও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুরে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে নাবিক ও ক্রুসহ জাহাজটিতে ২৩ জন বাংলাদেশি রয়েছেন। বন্ধ করে দেওয়া হয় জাহাজের ইন্টারনেট সংযোগও। ছিনিয়ে নেওয়া হয় নাবিকদের কাছে থাকা মোবাইল, সঙ্গে থাকা ডলার।
২৪ মার্চ ২০২৪, ১২:৫০

রমজানে যানজট নিরসনে বিশেষ নজর দিতে হবে : ডিএমপি কমিশনার
রমজানে যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে বিশেষ নজর দিতে বলেছেন ঢাকা মট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার (২৩ মার্চ) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। ডিএমপি কমিশনার বলেন, রমজানে ট্রাফিক ব্যবস্থা এখন পর্যন্ত বেশ ভালো। এটা আমাদের ধরে রাখতে হবে। এরই মধ্যে ট্রাফিক বিভাগের অফিসারদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাফিকের সিনিয়র অফিসারদের পাশাপাশি ক্রাইম বিভাগের অফিসারদেরও দায়িত্ব পালন করতে হবে। এ সময় সড়ক ও যানবাহনে তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেন ডিএমপি কমিশনার হাবিব। তিনি বলেন, সম্প্রতি শেরেবাংলা নগরের একটি ঘটনায় তৃতীয় লিঙ্গের একজনের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ডিএমপি সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান হাবিবুর রহমান। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৩ মার্চ ২০২৪, ১৯:১৫

রাজধানীর রেস্টুরেন্টে নজর রাখছে গোয়েন্দা পুলিশ : ডিবিপ্রধান
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশর (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও নজর রাখছে। যেসব রেস্টুরেন্টে অগ্নিঝুঁকি রয়েছে, নিরাপত্তা নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ডিবিপ্রধান বলেন, গ্রিন কোজি কটেজে আগুনে নিহতের তালিকায় একজন পুলিশ কর্মকর্তার মেয়ে বুয়েটের শিক্ষার্থী রয়েছেন। এই এক আগুনে কত মায়ের কোল খালি হয়েছে। যার সন্তান মারা যায় সেই শোক বোঝেন। হারুন অর রশীদ বলেন, মানুষ মারা যাওয়ার পর শোক করি, কান্না করি, জ্ঞান দেই। আসলে প্রতিটি সংস্থার যে দায়িত্ব আছে, সেগুলো যদি পালন করতাম, তাহলে এমন ঘটনা ঘটতো না। তাই আমরা প্রতিটি রেস্টুরেন্টে খোঁজ নিচ্ছি। ডিবিপ্রধান আরও বলেন, ঢাকা শহরে এমন কোনো রেস্টুরেন্ট আছে কি না যেগুলোতে অগ্নিনিরাপত্তা মানা হচ্ছে না, দ্রুত বের হওয়ার রাস্তা আছে কি না, বাতাস চলাচলের রাস্তা আছে কি না- আমরা সবকিছুর খোঁজ নিচ্ছি। কোনো অনিয়ম পেলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবো। আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, এমন দুর্ঘটনার পেছনে গাফিলতি থাকেই। ঘটনা ঘটার পর আমরা গাফিলতি খুঁজি। নিয়মকানুন না মেনে যত্রতত্রভাবে ভবন বানানো হচ্ছে। এসব ভবনের খোঁজখবর যদি আগে থেকে নিয়ে রাখা হতো তাহলে এমন ঘটনা ঘটতো না। বঙ্গবাজার, নিমতলী, বনানীর এফ আর টাওয়ারে মতো এমন ঘটনা বারবার ঘটতো না।  
০৪ মার্চ ২০২৪, ১৮:২৩

রমজানে বাজারে নজর রাখতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়নটা টেকসই হয় না, এটায় প্রমাণিত। আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাক, এটাই আমাদের লক্ষ্য। সমালোচকরা শুধু তাৎক্ষনিক নিজেদের সুবিধা চায়। জনগণের কল্যাণের কথা আমাদের চেয়ে ভালো কেউ জানে না। কে কি বললো তা না শুনে প্রতিটি প্রকল্প গ্রহণের সময় সাধারণ মানুষ ও দেশের উপকারের কথা বিবেচনা করতে হবে। রোববার (৩ মার্চ) সকালে নিজ কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি ডিসিদের এই আহ্বান জানান।  জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, রমজানে বাজারের দিকে নজর দিতে হবে, যেন ভোক্তারা হয়রানির শিকার না হয়। নিত্যপণ্য যেন সহজে মানুষের কাছে পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মজুতদারদের ঠেকাতে এবং খাদ্যে ভেজাল বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। রোজায় কেউ যেন পণ্য মজুদ করে কৃত্রিম সংকট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।     এসময় তিনি জনগণের সেবার কথা মাথায় রাখতে জেলা প্রশাসকদের তাগিদ দিয়েছেন। কিশোর গ্যাংয়ের বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নজর দিতে হবে যেন কেউ এ পথে না যায়। যুবসমাজকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে।  এ বছর মন্ত্রিপরিষদ বিভাগে ৩৫৬টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা। গত বছর এই প্রস্তাবের সংখ্যা ছিল ২৪৫। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা এ প্রস্তাব দিয়েছেন। এ সম্মেলনে মোট ৩০টি অধিবেশন হবে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্য অধিবেশন ২৫টি। শনিবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবগুলোতে জনসেবা বাড়ানো, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন-কানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সাজানো হয়েছে। বেশি প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংক্রান্ত। এ সংক্রান্ত মোট প্রস্তাব ২২টি পাওয়া গেছে।
০৩ মার্চ ২০২৪, ১৫:০১

ঝলমলে শাড়িতে বাফটার মঞ্চে নজর কাড়লেন দীপিকা
বলিউড অভিনেত্রী  দীপিকা পাডুকোন। বলিউডের পাশাপাশি কাজ করেছেন হলিউড সিনেমাতেও। গেল বছর অস্কারের পর এবার বাফটার মঞ্চে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। রোববার (১৯ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত হয় দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে অ-ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্র (বেস্ট ফিল্ম নট ইন ইংলিশ ক্যাটাগরি) পুরস্কার ঘোষণার দায়িত্ব দেওয়া হয় দীপিকাকে। তিনি ব্রিটিশ নির্মাতা জোনাথন গ্লেজারের হাতে এ পুরস্কার তুলে দেন। এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল ‘টোয়েন্টি ডে’স ইন মারিউপোল’, ‘অ্যানাটমি অব অ্য ফল’, ‘পাস্ট লাইভস’ এবং ‘সোসাইটি অব দ্য স্নো।’ বাফটার মঞ্চে দীপিকাকে একটি শিমারি গোল্ডেন শাড়িতে দেখা গেছে। চুলে খোঁপা, শাড়ির সঙ্গে ম্যাচ করা স্লিভলেস ব্লাউজ তবে তেমন একটা গয়না পরেননি তিনি। শাড়িটি ডিজাইন করেছেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী। দীপিকার সঙ্গে তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম, অভিনেত্রী কেট ব্ল্যানচেট, সংগীতশিল্পী দুয়া লিপা, ‘এমিলি ইন প্যারিস’ সিরিজের লিলি কলিন, ‘ব্ল্যাক মিরর’ সিরিজেরর হিমেশ প্যাটেল এবং ইদ্রিস এলবাও এবার মঞ্চে পুরস্কার প্রদানের দায়িত্বে ছিলেন।  
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়