• ঢাকা রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
চট্টগ্রামে প‌রিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীদের গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে চট্টগ্রামে।  রোববার (২৮ এপ্রিল) ভোর ৬টা থেকে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই অবরোধ শুরু হয়েছে। সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় বাসসহ বিভিন্ন গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। এ ছাড়া তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ আছে। এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মোড়ে মোড়ে বিভিন্ন গন্তব্যমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।  চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান মালিক-শ্রমিক যৌথ কমিটির আহ্বায়ক খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুরে পরিবহনমালিক ও শ্রমিকদের মধ্যে সভা হয়। এতে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার, মালিক-শ্রমিকদের মুক্তি, সড়কে অবৈধ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করা, বিভিন্ন জায়গায় বাস আটকে রাখার প্রতিবাদ ও চুয়েটে পুড়িয়ে দেওয়া তিনটি বাসের ক্ষতিপূরণের দাবিতে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে আজ পরিবহন মালিক সমিতির সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।
২৮ এপ্রিল ২০২৪, ১৩:৪২

ধর্মঘটে সমর্থন করায় ৪৪ জন কর্মচারীকে বরখাস্ত করল পাকিস্তান
বেলুচিস্তান সরকার বালাচ মোলা বখশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে তুরবাত ও কোহলুতে ৪৪ জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছে। যাদের মধ্যে কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। মাকরান বিভাগের কমিশনারের জারি করা একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তুরবাতের বিভিন্ন বিভাগের ৩০ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যে জেলা গোয়েন্দা সমন্বয় কমিটির সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেখানে এই কর্মকর্তাদের সরকার বিরোধী অবস্থান এবং প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীদের সহায়তা করার জন্য চিহ্নিত করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়, সভায় সুপারিশের ভিত্তিতে কমিশনার গ্রেড ১ থেকে ১৫ পর্যন্ত ৩০ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন। এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগের সচিবদের কাছে চিঠি দিয়ে গ্রেড ১৬ বা তার বেশি গ্রেডের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়াও, কোহলু জেলার ১৪ জন সরকারি কর্মচারীকে গত মাসে কোহলুতে পৌঁছানোর সময় অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া এবং লং মার্চে অংশগ্রহণকারীদের সমর্থন করার জন্য সাসপেন্ড করা হয়েছিল। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই সরকারী কর্মচারীদের বিরুদ্ধে বেলুচিস্তান কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা (বিইডিএ) আইন- ২০১১ এর অধীনে ব্যবস্থা নেওয়া হয়েছিল। শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হওয়া বেশিরভাগ কর্মচারী শিক্ষা বিভাগের, যারা বিভিন্ন স্কুলে শিক্ষক হিসাবে কাজ করছেন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৪:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়