• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

হাসপাতালে পূজা ব্যানার্জি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৬ মে ২০২৪, ১২:০৮
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। বর্তমানে তার স্যালাইন চলছে। কিছু খেতে পারছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও’কে পূজা বলেন, বেশ কিছুদিন ধরেই আমি ভাইরাল জ্বরে আক্রান্ত। শুরুতে খুব ক্লান্ত লাগছিল। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। পরে হাসপাতালে ভর্তি হই।

তিনি আরও বলেন, জ্বরের পাশাপাশি গলায় সংক্রমণ রয়েছে। ভালোভাবে কথা বলতে পারছি না। খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে।

অভিনেত্রী বলেন, এই মুহূর্তে স্বামী কুণাল আমার পাশে রয়েছে। সে-ই সব দেখভাল করছে। সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। সবাই দোয়া করবেন।

প্রসঙ্গত, অভিনেত্রী পূজা ব্যানার্জি স্টার প্লাসে সম্প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয় করে সুপরিচিত হন। এ ছাড়াও তেলেগু, কলকাতা বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রায়পুরে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিক্ষার্থী
৮ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার
অভিনেত্রী সীমানার স্ট্রোক, সর্বশেষ যা জানা গেল
বিএনপি নেতা দুলুর হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি