• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

রায়পুরে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২৪, ২২:৫৯
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছে ১৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে শ্রেণিকক্ষে পাঁচজন ও বাকিরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (৫ জুন) রাত ৯টার দিকে রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা হলো সানজিদা আক্তার, মোহসেনা আক্তার, ঝর্ণা আক্তার, নুসরাত জাহান, রিয়া আক্তার, ফারিয়া সুলতান, সিমা, ইভা ও নুহা। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, অতিরিক্ত গরম পড়ায় বিদ্যালয়ে পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ২-৩ জন হাসাপাতালে আছে। ঠান্ডা পরিবেশে থাকলে তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম দেওয়ান বলেন, গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরাই তাদের হাসপাতালে ভর্তি করেন। শিক্ষকরা সার্বক্ষণিক তাদের পাশে ছিলেন। এখন সবাই সুস্থ আছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পিযুষ কান্তি দাস বলেন, অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এ পানিশূন্যতার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ঠান্ডা পরিবেশে থাকলে তারা সুস্থ হয়ে উঠবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর জানাজায় অসুস্থ হয়ে জামায়াত নেতার মৃত্যু 
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গ্রেপ্তার
১৭ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের কর্মী সম্মেলন
হত্যার ১১ বছর পর শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা