• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

১৮ সেকেন্ডের ভিডিওতে যা বললেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৬ মে ২০২৪, ১৩:০৬
ছবি: সংগৃহীত

ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। দর্শকদের ভালোবাসা, কটাক্ষে সময় কাটে তার। সম্প্রতি এই অভিনেত্রী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন।

শুক্রবার (২৪ মে) প্রকাশিত ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, শ্রীলেখা খাটে শুয়ে আছেন। আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে তার চারপেয়ে সন্তানেরা।

ভিডিওটি পোস্ট করে শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘শ্রীলেখার একসঙ্গে পাঁচজন লাগে। এটা প্রচার করে ব্যবসা করতে চায় পোর্টালগুলো। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হল আমার বিগল। সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়েছে। কি বুঝছো?’

শ্রীলেখার ওই ভিডিওতে শুভ্রনীল চৌধুরী নামে একজন কমেন্ট করেছেন।

তিনি লিখেছেন, আমার দু’টোতেই পাগল পাগল লাগে। তুমি এতোগুলোকে সামলাও কী করে? প্রণাম তোমাকে।

প্রসঙ্গত, প্রায়শই শ্রীলেখার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে এক শ্রেণির মানুষ। ধারণা করা হচ্ছে, কোনো এক সময় কোনো কথার প্রেক্ষিতে হয়তো অভিনেত্রী বলেছিলেন একসঙ্গে পাঁচজন দরকার তার। আর সেই উক্তিকে নানাভাবে প্রচার করা হচ্ছে। ত্যক্ত-বিরক্ত হয়ে নিজের পোষ্যদের ভিডিও পোস্ট করে তাই এভাবেই দিলেন তার কড়া জবাব।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ এক অন্য পরীমণি
নতুন লুকে উত্তাপ ছড়ালেন রুনা খান
সোশ্যাল মিডিয়ায় যুগলের ‘সুখি ছবি’, যা বলছে ‘পরকীয়া’ আইন
সোশ্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে পপুলার হলে গজব নাজিল হয়