• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

বিশ্বকাপ নয়, বর্তমানে থাকতে চেষ্টা করছেন তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ১৩:৪৫
তামিম
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে হারলে ধবলধোলাইয়ের স্বাদ পেতো লাল-সবুজেরা। তবে ১০ উইকেটের জয়ে সেই সম্মান রেখেছে চন্ডিকা হাথুরুসিংহের দল। জয়ের দাপুটে জয়ের দিনে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।

এমনকি সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি শেষে ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন এই ওপেনার। তবে আসন্ন বিশ্বকাপ নয়, বর্তমান নিয়েই ভাবতে চেষ্টা করছেন তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার ভাষ্য, ‘আমার সবসময় চেষ্টা থাকে, দলের জন্য ভালো পারফর্ম করা। দলের জন্য অবদান রাখা। আমি ম্যাচ বাই ম্যাচ, এটাই চেষ্টা করে যাই। (বিশ্বকাপ প্রসঙ্গে) কোনো সময় আমি আসলে লং টাইম চিন্তা করি না। আমি সবসময় বর্তমানে থাকার চেষ্টা করি। আমার ফোকাস থাকবে পরের ম্যাচে।’

তরুণ এই ওপেনার যোগ করেন, ‘আসলে সব জয়ই যেকোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিতে হবে, তারা দারুণ খেলেছে এবং সিরিজ জিতেছে। আমরা শেষ ম্যাচে ভালো করেছি, এটা আমাদের জন্য ইতিবাচক।’

বিশ্বমঞ্চে দলের পরিকল্পনা নিয়ে তামিমের মন্তব্য, ‘সবারই তো চেষ্টা থাকে প্রতিদিন উন্নতি করার। আমরা জানি না ডালাসে উইকেট ও কন্ডিশন কেমন হবে। আমরা চেষ্টা করব সেখানে আমাদের অনুশীলন সেশন আছে, সেসবের সঙ্গে মানিয়ে নেওয়ার।’

এই ওপেনার যোগ করেন, ‘আসলে আগের বিশ্বকাপে উপভোগ্য কিছু ছিল না। ভালো–খারাপ দুটাই ছিল। আমি হয়তো আরও ভালো করতে পারতাম, দেশকে আরও বেশি কিছু দিতে পারতাম। সেটা করতে পারিনি। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি– যা আমি অনেক পরে গিয়ে শিখতে পারতাম, সেটা আমি ওয়ানডে বিশ্বকাপের পর শিখতে পেরেছি। যা আমার ভবিষ্যতে কাজে দেবে।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
সুপার এইট নিশ্চিতের পর যা বললেন শান্ত
সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সূচি
রেকর্ডময় বোলিংয়ের পর যা বললেন তানজিম